MCQ
5301. কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টাম?
গ্যালিলিও
ম্যাক্সওয়েল
ম্যাক্সপ্লাঙ্ক
আইনস্টাইন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯ অক্টোবর ১৯০০ সালে ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন।
5302. ভোল্টেজ ডিভাইডার একটি-
সিরিজ সার্কিট
সংযুক্ত সার্কিট
প্যারালাল সার্কিট
রেজোন্যান্স সার্কিট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিরিজ সার্কিটের ক্ষেত্রে একই কারেন্ট প্রবাহিত হয়। বলে আলাদা আলাদা ভোল্টেজ পাওয়া যায়। উক্ত ধর্মকে কাজে লাগিয়ে ভোল্টেজ ডিভাইডার তৈরি করা হয়, যেখানে সবগুলো উপাদানের ভোল্টেজের যোগফল হবে উৎসের ভোল্টেজ সমান।
5303. একটি ৬ ভোল্ট ব্যাটারির ধনাত্মক প্রান্ত অপর একটি ১২ ভোল্ট ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে সংযোগপূর্বক-এর ধনাত্মক প্রান্ত গ্রাউন্ড করা হলো। ৬ ভোল্ট ব্যাটারির ধনাত্মক প্রান্তের ভোল্টেজ-
+ ৬ ভোল্ট
- ৬ ভোল্ট
-১২ ভোল্ট
+ ১২ ভোল্ট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: ৬ ভোল্ট ব্যাটারির পজিটিভ প্রান্ত ১২ ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত থাকলেও ঋণাত্মক প্রান্ত গ্রাউন্ডের সাথে সংযুক্ত থাকবে। যার ফলে মান হবে, V=+60+6V
5304. সাধারণত বিদ্যুৎ প্রবাহ বলতে বুঝায়-
ধনাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ঋণাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ইলেক্ট্রনের প্রবাহ
ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রনসমূহ একটি নির্দিষ্ট দিকে। প্রবাহিত হওয়ার হারকেই কারেন্ট বলে।
5305. ১ বৈদ্যুতিক ইউনিট = ?
১ ওয়াট-সেকেন্ড
১ ওয়াট-ঘণ্টা
১ কিলোওয়াট-সেকেন্ড
১ কিলোওয়াট-ঘণ্টা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা : বৈদ্যুতিক ইউনিটের একক হলো kWh. অর্থাৎ, ১ ইউনিট = ১ কিলোওয়াট-ঘণ্টা
5306. একটি ওয়াট আওয়ার মিটার-এর ডিস্কখানা একবার ঘুরলে ৩.৬ ওয়াট পাওয়া যায়। যদি প্রতি ২ মিনিটে ডিস্কখানা ২০ বার ঘোরে তবে ওয়াট আওয়ারের পাওয়ার কত?
৭২০ ওয়াট
১৪৪০ ওয়াট
২১৬০ ওয়াট
২৮৮০ ওয়াট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা : প্রশ্নমতে, প্রতি 2 মিনিটে ঘুরানো যায় 20 বার 60 20×60. 2 = 600 বার 1. বার ঘুরলে 3.6 ওয়াট পাওয়া যায় 600 = (3.6x600) = 2160 ওয়াট
5307. তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতার কী ঘটে?
বৃদ্ধি পায়
হ্রাস পায়
একই থাকে
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: অর্ধপরিবাহী হলো Negative temperature coefficient of resistance অর্থাৎ তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্সের মান কমে। রেজিস্ট্যান্স কমলে পরিবাহিতা বৃদ্ধি পায়।
5308. ১ ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ১ অ্যাম্পিয়ার কারেন্ট ১ সেকেন্ড ধরে প্রবাহিত হলে যে পরিমাণ তাপ সৃষ্টি হবে --
০.২৪ ক্যালরি
২.৪ ক্যালরি
২৪ ক্যালরি
২৪০ ক্যালরি
5309. বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ হবে-
অর্ধেক
এক-চতুর্থাংশ
দ্বিগুণ
চারগুণ
5310. একটি তারের বোধহ্রাস পায়, যদি তারের-
দৈর্ঘ্য বৃদ্ধি পায়
দৈর্ঘ্য হ্রাস পায়
ব্যাস হ্রাস পায়
আয়তন হ্রাস পায়
5311. 'Voltage'-এর সঠিক সংজ্ঞা হলো-
বৈদ্যুতিক প্রবাহের পরিমাণ
বৈদ্যুতিক চাপের পরিমাণ
বৈদ্যুতিক ফ্রিকুয়েন্সির পরিমাণ
একদিনের বিদ্যুৎ খরচের পরিমাণ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: পরিবাহীর পরমাণুগুলোর ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয়, সে বল বা চাপকেই বিদ্যুচ্চালক বল বা Electromotive force (EMF) বা ভোল্টেজ বলে।
5312. ৭৫ রোধের একটি তামার তারের আয়তনকে অপরিবর্তিত রেখে তিনগুণ লম্বা করলে তারটির রোধ কত হবে?
81 Ω
24Ω
27 Ω
21 Ω
5313. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
তামা
রুপা
সোনা
কার্বন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: Most conductive Element (20 °C) 1. Sliver 2. Copper 3. Gold 4. Aluminum 5. Beryllium
5314. কোনো সার্কিটের ভোল্টেজ দ্বিগুণ ও রেজিস্ট্যান্স অর্ধেক করা হলে তাদের মধ্যকার কারেন্টের মান কত হবে?
দ্বিগুণ
ছয়গুণ
চারগুণ
আটগুণ
5315. ভরসংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কীসের সংখ্যা বুঝায়?
ইলেকট্রন ও প্রোটন
প্রোটন ও নিউট্রন
নিউট্রন ও ইলেকট্রন
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা:: প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভরসংখ্যা বুঝায়। ভরসংখ্যা দ্বারা পরমাণুর ভরও প্রকাশ করা হয়।
5316. বৈদ্যুতিক মিটারে ১ ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
১ কিলোওয়াট
১ ওয়াট
১ ওয়াট-আওয়ার
১ কিলোওয়াট-আওয়ার
5317. অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয় না-
ট্রান্সফরমারে
লাউডস্পিকারে
বৈদ্যুতিক ঘণ্টায়
রিলে সুইচ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: লাউডস্পিকারে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। প্রশ্নে উল্লিখিত সকল ডিভাইসের ক্ষেত্রে কোরের উপর তার পেচিয়ে অস্থায়ী চুম্বক তৈরি করা হয়।
5318. একটি সুপরিবাহীর বৈশিষ্ট্য হলো-
এটির রোধ কম
এতে ভোল্টেজ ড্রপ সবচেয়ে কম
এটি সর্বদা কপারের তৈরি
এতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই সামান্য
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
বেসিক ইলেক্ট্রিসিটি all mcq
EEE MCQ
besic electricity mcq
Electrical Department all question
ব্যাখ্যা: ব্যাখ্যা: সুপরিবাহীর বৈশিষ্ট্য হলো এটির রোধ কম, যাতে প্রয়োজনীয় কারেন্ট এটির মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে।
5319. ২০° সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি রোধের মান ১০০ ওহম হলে, ৪০° সেন্টিগ্রেড তাপমাত্রায় এর মান-
কমবে
অপরিবর্তিত থাকবে
১০৭.৮৬ Ω হবে
১০৫ ওহম হবে
5320. আধান ও বিভবের গুণফলের একক কী?
জুল
ফ্যারাড
ভোল্ট
হেনরি