MCQ
5681. মার্কারি ভ্যাপার ল্যাম্পের আলো প্রতি ওয়াটে কত লুমেন?
60lu
70lu
80lu
90lu
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: মার্কারি ভ্যাপার ল্যাম্প 175 ওয়াট ও 400 ওয়াটের হয়। প্রতি ওয়াটে 60 লুমেন আলো দেয়।
5682. আয়রন ক্ল্যাড মেইন সুইচ কোন ধরনের সুইচ?
টাম্বলার সুইচ
SPST
SPDT
DPST
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: আয়রন ব্লাডকে মেইন সুইচ বা টাম্বলার সুইচও বলা হয়। এটি ব্যাকেলাইট বা চীনামাটির তৈরি। সুইচের টোগল সবসময় খোলা বা অফ না হয়ে বন্ধ বা অন্য অবস্থায় থাকে। মাঝামাঝি অবস্থানে রাখলে টোগলাট ডিগবাজি খেয়ে খোলা অথবা বন্ধ অবস্থানে চলে যায়। এ কারণে এই সুইচরে টাম্বলার সুইচ বলা হয়।
5683. সিঁড়ির বাতির জন্যে কোন ধরনের সুইচ ব্যবহার করা হয়?
DPST
DPDT
SPDT
TPIC
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: Single pole double throw। এই সুইচে চারটি টার্মিনাল থাকে, দুটি টার্মিনাল ভিতর দিয়ে একটি পাত দিয়ে শর্ট করা থাকে। এই দুটি টার্মিনালের যে-কোনো একটিতে সরবরাহের ফেজ তার সংযোগ করতে হয়। সুইচের টোগল যে দিকেই থাকুক না কেন, এক টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকলে তা বিপরীত দিকের যে-কোনো একটি টার্মিনাল দিয়ে বের হয়ে যাবে। কাজেই এই সুইচের কোনো অন বা অফ নেই।
5684. যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎপ্রবাহের পদ বন্ধ করা ও খোলা যায়, তাকে কী বলে?
সুইচ
ফিউজ
ট্রান্সফর্মার
রিলে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: নিয়ন্ত্রণ ডিভাইস = সুইচ।
প্রটেকটিভ ডিভাইস = ফিউজ, বিলে।
5685. সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, একটি ফ্লুওরেসেন্ট ল্যাম্প বা মার্কারি ভ্যাপার ল্যাম্পের কতগুণ বেশি আলো দেয়?
২ গুণ
৩ গুণ
৪ গুণ
৫ গুণ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, মার্কারি ভ্যাপার ল্যাম্পের তুলনায় ২ গুণ বেশি আলো দেয়।
5686. কোনটি প্রাকৃতিক চুম্বকের ধর্ম নয়?
লোহা বা লোহাজাতীয় পদার্থকে আকর্ষণ করে
সকল পদার্থ ভেদ করে যেতে পারে
মুক্তভাবে ঝুলালে উত্তর-দক্ষিণ দিকে অবস্থান নেয়
এর গুণাবলি চৌম্বক পদার্থে স্থানান্তরিত করে কৃত্রিম চুম্বকে পরিণত করা যায়
5687. টাম্বলার সুইচ সাধারণত কত অ্যাম্পিয়ারের হয়?
15A
20A
5A
30A
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: টাম্বলার সুইচ সাধারণত 5A ও 10A-এ ব্যবহৃত হয়।
5688. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের আলো প্রতি ওয়াটে কত লুমেন?
১০০ লুমেন
১৪০ লুমেন
২০০ লুমেন
২৫০ লুমেন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: সোডিয়াম ভ্যাপার ল্যাম্প 275W এবং 400W এর হয়। এর আলো প্রতি ওয়াটে 100lu এরও উপরে।
5689. অ্যালুমিনিয়াম একটি-
চৌম্বক পদার্থ
অচৌম্বক পদার্থ
ডায়াম্যাগনেটিক পদার্থ
প্যারাম্যাগনেটিক পদার্থ
5690. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পে সরবরাহ দেয়ার পর পরিপূর্ণভাবে আলো দিতে কতটুকু সময় লাগে?
15-20 মিনিট
20-25 মিনিট
25-30 মিনিট
30-35 মিনিট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: সোডিয়াম ভ্যাপার ল্যাম্পে সরবরাহ দেয়ার পর আলো দিতে ১৫-২০ মিনিট সময় লাগে।
5691. এমন কিছু কিছু পদার্থ আছে, আনলে আকর্ষণের পরিবর্তে যেগুলোর কাছে চুম্বক সামান্য বিকর্ষণ করে, সেগুলোকে বলা হয়-
ফেরোম্যাগনেটিক পদার্থ
প্যারাম্যাগনেটিক পদার্থ
ডায়াম্যাগনেটিক পদার্থ
ম্যাগনেটিক পদার্থ
5692. টাম্বলার সুইচ সাধারণত কত ভোল্ট সার্কিটে ব্যবহৃত হয়।
220V
200V
300V
400V
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: টাম্বলার সুইচ সাধারণত 220V হতে 250V সার্কিটে ব্যবহৃত হয়।
5693. আপদকালীন সময়ে সার্কিটকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত হতে স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ হতে বিচ্ছিন্ন করে যে যন্ত্র, তার নাম কী?
সার্কিট ব্রেকার
রিলে
ফিউজ
সুইচ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: সার্কিট ব্রেকার এমন একটি যন্ত্র, যা আপদকালীন সময়ে বা অস্বাভাবিক অবস্থায় সার্কিটকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত হতে স্বয়ংক্রিয়ভাবে সার্কিটকে খুলে দেয়।
5694. ট্রিপল-পোল সুইচ কোথায় ব্যবহার করা হয়?
1-0. АС
3-0, AC
1-0, DC
3-0. DC
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: Three phase, AC circuit-uses triple switch.
5695. কোনটি চুম্বকের মেরু সম্পর্কে প্রযোজ্য নয়?
একটি চুম্বকের মেরুদ্বয়কে কোনোভাবেই পৃথক করা যায় না
একটি চুম্বকের দুটি মেরুর শক্তি সবসময়ই সমান
অনেক ক্ষেত্রে অসম মেরু পরস্পরকে বিকর্ষণ করে
সমমেরু সবসময়ই পরস্পরকে বিকর্ষণ করে
5696. মার্কারি ভ্যাপার ল্যাম্পে সরবরাহ দেয়ার পর পরিপূর্ণভাবে আলো দিতে কতটুকু সময় লাগে?
১০ মিনিট
১১ মিনিট
১২ মিনিট
১৫ মিনিট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: মার্কারি ভ্যাপার ল্যাম্প পরিপূর্ণ আলো দিতে ১০ মিনিট সময় লাগে।
5697. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের স্বাভাবিক আয়ুষ্কাল কত ঘণ্টা?
৮০০০
৯০০০
১০০০০
১২০০০
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের আয়ুষ্কাল ৮০০০ ঘণ্টা।
5698. প্রাকৃতিক চুম্বকের উৎস ম্যাগনেটিক আয়রন-এর রাসায়নিক সংকেত-
Fe3O4
Fe2O3
FeO3
FeO2
5699. ফ্লুওরেসেন্ট টিউবলাইটের সার্কিটে ব্যবহৃত চোক কয়েল কীভাবে টিউবলাইটের সাথে 2002 সংযোগ করা হয়?
সিরিজ
প্যারালাল
স্টার
ডেল্টা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: টিউবলাইট চলার মুহূর্তে প্রায় 400V দরকার হয়, চোক কয়েল তা উৎপন্ন করে। টিউবলাইট যখন জ্বলতে থাকে, তখন 110V এর দরকার হয়। অতিরিক্ত সাপ্লাই ভোল্টেজ চোক কয়েলে ড্রপ হয়। ফলে অতিরিক্ত কারেন্ট প্রবাহের হাত থেকে টিউব রক্ষা পায়। চোক কয়েল সিরিজে সংযোগ করা হয়।
5700. প্যারাম্যাগনেটিক পদার্থসমূহ-
চুম্বক কর্তৃক দুর্বলভাবে আকর্ষিত হয়
ডায়াম্যাগনেটিক পদার্থের মতোই
চুম্বক কর্তৃক দুর্বলভাবে বিকর্ষিত হয়
লোহাকে উত্তপ্ত করে তৈরি করা হয়