ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর MCQ
261. প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
ট্রানজিস্টর
আইসি
মাইক্রোপ্রসেসর
বায়ুশূন্য ভাল্ভ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: একটি ভ্যাকুয়াম টিউব, যা ইলেকট্রন টিউব নামে পরিচিত, যা প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক। এটি দশমিক পদ্ধতিতে কাজ করে।
262. ১ বাইটে বিটের সংখ্যা কত?
৮
১৬
১
৩২
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: ১ বাইট = ৮ বিট
263. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়-
মাদারবোর্ড
লজিক ইউনিট
মনিটর
কন্ট্রোল ইউনিট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: মাদারবোর্ডকে কম্পিউটারের মূল সার্কিট বোর্ড বলা হয়। মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সকল যন্ত্রাংশকে একে অপরের সাথে সংযুক্ত করা হয়।
264. একটি কম্পিউটার-এর printer port-কে নিম্নলিখিত কোন কাজে ব্যবহার করা যেতে পারে?
Printing-এর কাজে
Data acquisition-এর কাজে
Control-এর কাজে
উপরের সবগুলো
265. দুই ইনপুট-বিশিষ্ট X-OR gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি '1' এবং অপরটি '0' হয়
দুটিই '1' হয়
দুটিই '0' হয়
খ অথবা গ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: XOR gate-এর ইনপুট যখন দুটি হাই (1) অথবা দুটিই লো (0) হয় তখন আউটপুট হয়।
266. অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
সুপার কম্পিউটার
হাইব্রিড কম্পিউটার
মাইক্রোকম্পিউটার
মিনি কম্পিউটার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: হাইব্রিড কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার, যা অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সর্বোত্তম বৈশিষ্ট্যগুলোর সমন্বয়ে গঠিত। সাধারণত হাইব্রিড কম্পিউটারে তথ্য সংগ্রহ করা হয় অ্যানালগ পদ্ধতিতে এবং গণনা করা হয় ডিজিটাল পদ্ধতিতে।
267. ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি-
সাধারণ বর্তনী
সহজ বর্তনী
ছোট এক টুকরা সিলিকনের টুকরার ওপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
সস্তা দামের বর্তনী
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বর্তনী হলো অর্ধপরিবাহী উপাদানের উপরে নির্মিত অনেকগুলো অণুবিক্ষণিক ইলেকট্রনিক উপাদানের অত্যন্ত ক্ষুদ্র সমবায় বা বর্তনী, যাকে অতিক্ষুদ্র ও একটিমাত্র মণ্ডবিশিষ্ট যন্ত্রাংশ হিসেবে তৈরি করা হয়।
268. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের। নাম-
ইউনিভ্যাক
এনিয়াক
পিডিপি
এডস্যাক
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: Universal Aromatic Computer (UNIVAC)-ই হলো বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে নির্মিত কম্পিউটার। আমেরিকার জেনারেল ইলেক্ট্রনিক্স কর্পোরেশন ১৯৫১ সালে UNIVAC-1 নামে বাণিজ্যিকভাবে কম্পিউটার বাজারজাত করে। পরবর্তীতে IBM কোম্পানি ১৯৫৩ সালে উক্ত কম্পিউটার IBM-650 মডেল হিসেবে বাজারজাত করে।
269. একটি microcontroller-এর সঙ্গে মিল রয়েছে এমন নিকটবর্তী বস্তু হলো-
Microprocessor
computer
electronic controller
PLC
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: Microcontroller একটি ইংরেজি শব্দ। Micro অর্থ ছোট এবং Controller অর্থ নিয়ন্ত্রণকারী। মাইক্রোকন্ট্রোলার কোনো প্রক্রিয়া বা ডিভাইসকে নিয়ন্ত্রণকারী ছোট আকারের একটি Computer।
270. কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ?
ফ্লপি ডিস্ক
মেমরি
সিপিইউ
মনিটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: CPU-এর পূর্ণরূপ Central Processing Unit, যার মাধ্যমে গাণিতিক এবং যুক্তি কার্য সম্পন্ন করা হয়।
271. IC উদ্ভাবন করেন-
জে এস কিলবি
রবার্ট হুক
আবাকাস
জন ওয়াটসন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: 1958 সালে জ্যাক কিলবি (Jack Kilby) সর্বপ্রথম হাইব্রিড IC উদ্ভাবন করেন। কিন্তু সর্বপ্রথম মনোলিথিক IC উদ্ভাবন করেন রবার্ট নয়সি (Robert Noyce)। 2000 সালে আইসি উদ্ভাবনের জন্য জে এস কিলবি নোবেল পুরস্কারে ভূষিত হলো।
272. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-
মাউস
স্ক্যানার
বাস
ইনফরমেশন সুপার হাইওয়ে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: বাস প্রধানত দুই প্রকার, যথা-
(i) System bus, (ii) Expansion bus.
Address bus
Data bus
Control bus
273. লগারিদমের প্রবর্তন করেন-
নিউটন
প্রসপার একার্ট
জন মাউসলি
জন নেপিয়ার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার ১৬১৪ সালে e-কে ভিত্তি ধরে প্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন। অমূলদ সংখ্যা। e একটি = 2.71828
274. কম্পিউটার ভাইরাস হলো-
এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট
কম্পিউটারের যন্ত্রাংশের মাঝে জমে থাকা ধুলা
কম্পিউটারের কোনোও যন্ত্রাংশ সার্কিট ঢিলা হওয়া
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: কম্পিউটার ভাইরাস হলো বিশেষ কম্পিউটার প্রোগ্রাম, যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ এবং নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে। ফেডরিক কোহেন ১৯৫০ সালে ভাইরাস নামকরণ করেন।
275. 10101 সংখ্যাটির সমতুল্য ডেসিমেল সংখ্যা হলো-
21
54
30
109
276. CAT 6 cable ব্যবহৃত হয়ে থাকে-
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: CAT-6 cable নেটওয়ার্কিং সার্কিটে ব্যবহার করা হয়। CAT- 5 এবং CAT-SC ক্যাবল থেকে অনেক দ্রুতগতিসম্পন্ন এবং নির্ভরযোগ্যতার সাথে গিগাবাইট গতি সরবরাহ করতে পারে।
277. OSI মডেলে স্তর কয়টি?
৪টি
৫টি
৬টি
৭টি
278. বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-
আইবিএম-৩৬০ সিরিজ
আইবিএম-১৬২০ সিরিজ
আইবিএম-১৬০০ সিরিজ
আইবিএম-৪৩০০ সিরিজ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকাতে ১৯৬৪ সালে স্থাপিত হয় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্ত ান) প্রথম কম্পিউটার। এটি ছিল আইবিএম (International Business Machines-IBM) কোম্পানির 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার।
279. আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত-
ব্লেইজ প্যাস্কেল
ফন নয়ম্যান
চার্লস ব্যাবেজ
লেডি এডা অগাস্টা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: ১৬৪২ সালে ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজ এবং ডিজিটাল কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে।
280. কোনটির গতি বেশি?
DTL
TTL
ECL
CMOS
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: DTL-এর পূর্ণরূপ Diode Transistor Logic
TTL" "Transisto Transistor Logic
ECL ‘’ "Emitter Coupled Logic
CMOS ‘’ ‘’ Complementary Metal Oxide Semiconductor.
এখানে, ECL-এর ক্ষেত্রে ইমিটারগুলো কাপল করা থাকে বলে এর গতি অন্যদের তুলনায় কিছুটা বেশি থাকে।