ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর MCQ
301. কম্পিউটারের বেসিক আর্কিটেকচার ডিজাইনার কে?
চালর্স ব্যাবেজ
ব্লেইজ প্যাস্কেল
জন ভন নিউম্যান
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: জন ভন নিউম্যান (১৯০৩-১৯৫৭) গেম থিউরির উপর কাজ করেন। কম্পিউটার বিজ্ঞান ও লিনিয়ার প্রোগ্রামিং-এ তার অনেক অবদান রয়েছে। তিনি ম্যানিয়াক (MANIAC Mathematical Anglyser Numerical Integrator And Computer) তৈরিতে সাহায্য করেন। তিনি অ্যাটম বোমা ও মিসাইল ডিজাইনের কাজেও সাহায্য করেন। আধুনিক কম্পিউটারের ভিত্তিই হলো ভন নিউম্যান আর্কিটেকচার।
302. বাইনারি ০, ১ কে কী বলে?
বাইট
কিলোবাইট
ডিজিট
বিট
Himalay Sen Sir
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: যে সংখ্যা পদ্ধতিতে । এবং। এই দুটিমাত্র সংখ্যা বা অংক ব্যবহার করা হয়, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। মোট দুটি অংক ব্যবহারের কারণেই এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। যেমন- (১০১)২, (১০০০১)২, (১০০০.১১১)২ ইত্যাদি হলো বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ। এ পদ্ধতির ০ এবং । এই অংক দুটিকে সংক্ষেপে বিট (Binary থেকে Bi এবং Digit থেকে। নিয়ে Bit) বলা হয়। ০ এবং 1-কে বিভিন্নভাবে সাজিয়ে যে-কোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা সম্ভব। যেমন- দশমিক সংখ্যা 127 বাইনারি সংখ্য পদ্ধতিতে 100000111