MCQ
321. ক্লিনিং অ্যাপ্লায়েন্স কোনটি?
ওয়াশিং মেশিন
ইলেকট্রিক শেভার
রাইস কুকার
ক এবং খ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: Cleaning appliances: Washing Machine, Vaccum cleaner.
322. একটি সিলিং ফ্যানে ক্যাপাসিটর বসানো হয়-
মূল কুণ্ডলীতে
সহায়ক কুণ্ডলীতে
উভয় কুণ্ডলীতে
লাইন ও নিউট্রালের মাঝে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: স্টার্টিং ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিং-এর মধ্যে ফেজ ডিফারেন্স সৃষ্টি করে প্রারম্ভিক টর্ক বৃদ্ধি করার জন্য সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ক্যাপাসিটরটিকে Auxiliary ওয়াইন্ডিং বা সহায়ক কুণ্ডলীতে স্থাপন করা হয়ে থাকে।
323. বৈদ্যুতিক আয়রন প্রধানত কত প্রকার?
২
৩
8
৫
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ইলেকট্রিক আয়রন সাধারণত তিন প্রকার। যথা- (i) সাধারণ আয়রন, (ii) স্বয়ক্রিয় আয়রন, (iii) স্টিম আয়রন।
324. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
কম হয়
বেশি হয়
একই হয়
খুব কম হয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়। কারণ, এ অবস্থায় বিদ্যুৎপ্রবাহ একই হয়।
325. ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের Voltage কত?
440V
230V
120V
200V
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ভোল্টেজ = 230V, 50Hz
326. Airconditioner-এর capacity প্রকাশ করা হয়-
Watt
HP
kWh
Tons
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: Air conditioner capacity tons
327. ভ্যাকুয়াম টিউবের মধ্যে ইলেকট্রন প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত ইলেকট্রোডের নাম-
অ্যামিটার
কালেক্টর
গ্রিড
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: গ্রিড ব্যবহার করে ইলেকট্রন প্রবাহকে একটি নির্দিষ্ট দিকে চালনা করা হয়। গ্রিড মূলত একটি নলাকার পর্দা অথবা ক্যাথোডের উপর প্যাঁচানো সূক্ষ্ম তার, যার মধ্য দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়।
328. বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়-
টাংস্টেন তার
নাইক্রোম তার
ইউরেকা তার
কার্বন তার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট 'নাইক্রোম' তারের তৈরি। স্টিম আয়রনে ধাতব পাইপ আকৃতির হিটিং এলিমেন্ট ব্যবহার করা হয়।
329. হোম অ্যাপ্লায়েন্স কত প্রকার?
৮ প্রকার
৯ প্রকার
১০ প্রকার
১১ প্রকার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: Home appliances ৮ প্রকার। যথা- Refrigeration, Air conditioner, cleaning, kitchen, heating, cosmetic, Audio-visual, other appliances.
330. ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরের প্রধান অসুবিধা হলো-
এটি খুব দামি
এটি সহজেই বেশি গরম হয়ে যায়
এতে বেশি শক্তি অপচয় হয়
এটি ইলেকট্রো-ম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স তৈরি করে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরের প্রধান অসুবিধা হলো এতে খুব বেশি পাওয়ার অপচয় হয় এবং হিট উৎপন্ন হয়, যার কারণে ফ্যান-এর স্পিড কমে যায়।
331. একটি 56 ইঞ্চি Ceiling fan আনুমানিক যে পরিমাণ বিদ্যুৎ ব্যয় করে-
130W
65W
25W
75W
332. ১টি 1 ton AC ১ ঘণ্টা চালু থাকলে কত বিদ্যুৎ খরচ হবে?
1 kWh
1.5 kWh
2 kWh
3 kWh
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: সাধারণত, ITon AC-তে পাওয়ার খরচ হয় 1000W।
আর যেহেতু Ihr চলবে, তাই
বিদ্যুৎ খরচ = 1000W x 1hr
= 1000Whr
= 1kWh
একইভাবে, 1.5 Ton cooling = 1500W
2 Ton cooling = 2000W
333. কিচেন অ্যাপ্লায়েন্স কোনটি?
মাইক্রোওয়েভ ওভেন
ওয়াশিং মেশিন
হেয়ার ড্রায়ার
ভ্যাকুয়াম ক্লিনার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: Kitchen appliances: Microwave oven, Diswasher.
334. লিনেন কাপড় ইস্ত্রি করতে কমপক্ষে আয়রনের তাপমাত্রা কত থাকতে হয়?
500°F
400°F
200°F
150°F
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: লিনেন কাপড় ইস্ত্রি করতে কমপক্ষে তাপমাত্রা 500 F হতে হয়।
335. কসমেটিক কেয়ার অ্যাপ্লায়েন্স কোনটি?
হেয়ার ড্রায়ার
ইলেকট্রিক শেভার
ওয়াশিং মেশিন
ক এবং খ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: Cosmetic care appliances: হেয়ার ড্রায়ার, ইলেকট্রিক শেভার।
336. নাইক্রোম তার কীসের তৈরি?
নিকেলের
ক্রোমিয়ামের
লোহার
সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: নাইক্রোম তার নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সমন্বয়ে তৈরি।
337. টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পে নিষ্ক্রিয় গ্যাস থাকার কারণে কত ডিগ্রি তাপমাত্রায়ও টাংস্টেন বাষ্পীভূত হয় না?
3100°C
2700°C
2200°C
2000°C
338. তাপনীতির উপর ভিত্তি করে যে অ্যাপ্লায়েন্স কাজ করে-
বৈদ্যুতিক ইস্ত্রি
ইলেকট্রিক ফ্যান
ব্লোয়ার
ওয়াশিং মেশিন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: তাপনীতির উপর ভিত্তি করে অ্যাপ্লায়েন্সের নাম:
১। বৈদ্যুতিক ইস্ত্রি
৫। ইলেকট্রিক ওভেন
২। ইলেকট্রিক কেটলি
৬। ইলেকট্রিক টোস্টার
৩। ইলেকট্রিক হিটার
৪। ইলেকট্রিক হট প্লেট
৭। ইলেকট্রিক রুম হিটার
৮। ইলেকট্রিক সোল্ডারিং আয়রন।
339. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?
ফ্রেয়নকে ঘনীভূত করা
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ফ্রেয়নকে ঠান্ডা করা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ হলো ফ্রেয়নকে সংকুচিত করে চাপ বাড়ানো। চাপ বাড়লে তাপ ও তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে ফ্রিজ ঠান্ডা থাকে।
340. বৈদ্যুতিক ইস্ত্রির তাপমাত্রা কন্ট্রোল করে কোনটি?
ইনসুলেটিং
হিটিং এলিমেন্ট
ইন্ডিকেটর ল্যাম্প
থার্মোস্ট্যাট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ইলেকট্রিক আয়রনে থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা।