সাধারণ জ্ঞান MCQ
61. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালের কোন তারিখে উত্থাপিত হয়?
১১ নভেম্বর
১২ অক্টোবর
১৬ ডিসেম্বর
৩ মার্চ
62. আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
চীন
ভারত
63. ডিসেম্বর-২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়?
৩টি
৫ টি
৭ টি
৯টি
64. 'শর্তহীন আদেশ' ধারণাটির প্রবর্তক কে?
এরিস্টটল
হার্বার্ট স্পেন্সার
বার্ট্রান্ড রাসেল
ইমানুয়েল কান্ট
65. কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
১৯৯৫ সালে ডেনমার্কে
১৯৮৪ সালে বেলজিয়ামে
১৯৮৫ সালে লুক্সেমবার্গে
১৯৯৬ সালে হাঙ্গেরিতে
66. বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
১৩৯
১৩৭
১৩৮
67. ঢাকা গেইট এর নির্মাতা কে?
শায়েস্তা খাঁ
নবাব আবদুল গণি
লর্ড কার্জন
মীর জুমলা
68. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?
ধীরে বহে মেঘনা
কলমিলতা
আবার তারো মানুষ হ
হুলিয়া
69. 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির স্থপতি কে?
হামিদুজ্জামান খান
রবিউল হুসাইন
আব্দুর রাজ্জাক
নিতুন কুণ্ড
70. ১৯৭১ সালে 'The Concert for Bangladesh' কোথায় অনুষ্ঠিত হয়?
চট্টগ্রাম
কলকাতা
লন্ডন
নিউইয়র্ক
71. 'জ্ঞান হয় পুণ্য'- এই উক্তিটি কার?
থেলিস
সক্রেটিস
এরিস্টটল
প্লেটো
72. সুশাসনের মূলভিত্তি--
গণতন্ত্র
আমলাতন্ত্র
আইনের শাসন
মূল্যবোধ
ব্যাখ্যা: ব্যাখ্যা সুশাসন হলো যৌক্তিক এবং দক্ষভাবে শাসন পরিচালনা। সুশাসন আইনের শাসনের ওপর প্রতিষ্ঠিত। এটি রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করে। সুশাসন বিষয়টি একটি বহুমাত্রিক আন্তর্জাতিক ধারণা। সুশাসন প্রক্রিয়া জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন, মানবাধিকার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, সরকারের দক্ষতা ও সাড়া প্রদানের ক্ষমতার ওপর নির্ভর করে। বিশ্বব্যাংক (WB) ১৯৯৪ সালে এক গবেষণায় প্রকাশ করে যে, সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল। যথা:।. সরকারি প্রশাসন ব্যবস্থাপনা, ii. উন্নয়নের যথাযথ বা বৈধ কাঠামো, iii. দায়বদ্ধতা ও জবাবদিহিতা এবং it. স্বচ্ছতা ও অবাধ
73. বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?
হাতিয়া প্রণালী
জাফোর্ড পয়েন্ট
সাঙ্গু ভ্যালি
মাতারবাড়ি
74. নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?
শুদ্ধাচার
মানবিকতা
মূল্যবোধ
সফলতা
75. মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৯৬
১৯৯৮
২০০০
২০০৮
76. মূল্যবোধের উৎস কোনটি?
ধর্ম
সমাজ
নৈতিক চেতনা
রাষ্ট্র
ব্যাখ্যা: Note: মূল্যবোধের উৎস বহুমাত্রিক। মূল্যবোধ গড়ে উঠার পেছনে যেসব বিষয় সহায়ক হিসেবে কাজ করে তা হলো- পরিবার, ধর্ম, সামাজিক রীতিনীতি, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনকানুন, সংবিধান, সংস্কৃতি, আইনের শাসন, সামাজিক প্রতিষ্ঠান ও সামাজিক শিক্ষা ইত্যাদি। মূল্যবোধ একটি বিমূর্ত ও আদর্শিক ধারণা। যা দীর্ঘদিনের আচার-আচরণ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে গড়ে ওঠে। মূল্যবোধ হলো মানুষের এমন এক বিশ্বাসবোধ ও মানদণ্ড, যার মাধ্যমে কোনো ঘটনা বা অবস্থার ভালো-মন্দ বিচার করা হয়। এটি মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের একটি অলিখিত সামাজিক বিধান।।
77. বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
পূর্ববঙ্গ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা
পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
পূর্ববঙ্গ ও আসাম
78. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?
২ ফেব্রুয়ারী
৮ ফেব্রুয়ারী
৮ মার্চ
৭ এপ্রিল উত্তরঃ
79. IUCN এর কাজ হল বিশ্বব্যাপী-
পানি সম্পদ রক্ষা করা
সন্ত্রাস দমন করা
প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
পরিবেশ দূষণ রাধে করা
80. Sustainable Development Goals (SDG) কয়টি?
১৩ টি
১৫ টি
১৭টি
৩১ টি