EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

সাধারণ জ্ঞান MCQ
81. নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?
৩.৪৩ কিমি
৩.৩৪ কিমি
৪.৩৩ কিমি
৪.৪৩ কিমি
ব্যাখ্যা: কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেলের নাম দেয়া হয়েছে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল'। এটি কর্ণফুলী নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করবে।
82. নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
Kiwi
Eagle
Emu
Ostrich
83. 'সুশাসন' প্রত্যয়টির উদ্ভাবক কে?
ইউরোপীয় ইউনিয়ন
বিশ্বব্যাংক
আইএলও
জাতিসংঘ
84. সুশাসনের পূর্বশর্ত কী?
নিরপেক্ষ আইন ব্যবস্থা
নিরপেক্ষ বিচার ব্যবস্থা
প্রশাসনের নিরপেক্ষতা
মত প্রকাশের স্বাধীনতা
ব্যাখ্যা: সাধারণত সুশাসন বলতে এমন এক শাসনব্যবস্থাকে বোঝায় যাতে একটি দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়ন অবশ্যম্ভাবী। সুশাসন ব্যক্তি ও গোষ্ঠীর স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে। সুশাসনের ধারণাটি বহুমাত্রিক বিষয়। সুশাসন হলো উত্তম শাসন, কল্যাণ ও ন্যায়ভিত্তিক শাসন, উপযুক্ত, দক্ষ ও কার্যকরী শাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ আইনব্যবস্থা, নিরপেক্ষ বিচারব্যবস্থা ও প্রশাসনের নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু সুশাসন বাস্তবায়নের জন্য অপরিহার্য পূর্বশর্ত মত প্রকাশের স্বাধীনতা।
85. 'Republic' গ্রন্থটির রচয়িতা কে?
বার্কলে
ডেকার্ট
জন লক
প্লেটো
86. কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া?
Narrow Gauge
Broad Gauge
Mitre Gause
Mix Gauge
ব্যাখ্যা: রেলপথের চওড়াগুলো হলো- ব্রডগেজ- ১৬৭৬ মিমি ২। মিটারগেজ- ১০০০ মিমি ৩। ন্যারোগেজ- ৭৬২ মিমি
87. একটি Office building-এ প্রবেশের পর কী দেখতে। চান?
লবি
লিফ্ট
লাউঞ্জ
রিসিপশন
88. একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, "তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।" ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
মা
খালা
বোন
কন্যা
89. RESENT, RESERVE-এই শব্দগুলো কী?
তীব্র বিরক্তি অনুভব
প্রকাশ
বিপরীতধর্মী অর্থ
কোনোটিই নয়
90. বাংলাদেশের সংবিধান সমবেতভাবে গৃহীত হওয়ার তারিখ-
৪.১১.১৯৭২
১৬.১২.১৯৭১
২৬.৩.১৯৭২
১০.১.১৯৭২
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি ৪ নভেম্বর ১৯৭২ সালে বাংলাদেশের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। একই বছরের ১৬ ডিসেম্বর থেকে এটি কার্যকরী হয়।
91. মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-
সত্য
মিথ্যা
আংশিক সত্য
অনিশ্চিত
92. 'Utilitarianism' গ্রন্থের লেখক কে?
জন স্টুয়ার্ট মিল
বাট্রান্ড রাসেল
ইমানুয়েল কান্ট
জেরেমি বেন্থাম
93. নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান- ১. Protect ২. Pragmatic ৩. Pastel 8. Postal ৫. Pebble
৪৩৫২১
৩৫৪২১
৩৪৫১২
৪৩৫১২
94. রাস্তা নির্মাণে Sub-base course নিচের কোনটির উপরেই বসানো হয়?
Sub-grade
Base
Wearing surface
None of these
95. যাদের বুদ্ধাঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়-
অতিশয় প্রতিভাশালী
সাধারণ
মানসিক প্রতিবন্ধী
প্রতিভাশালী
96. জাতিসংঘে মূল সনদ স্বাক্ষরকারী দেশ কতটি?
১৫টি
২৩টি
৩২টি
৫১টি
ব্যাখ্যা: জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে। প্রতিষ্ঠাকালীন সময়ে এর মূল সনদে স্বাক্ষরকারী দেশ ৫১টি। এর বর্তমান সদস্য ১৯৩টি দেশ। সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্কে।
97. "মানুষ হও এবং মরে বাঁচ।" এটি কার উক্তি?
প্লেটো
হেগেল
জি. ই. ম্যুর
রাসেল
98. ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?
নৈতিক
অর্থনৈতিক
রাজনৈতিক
সামাজিক
99. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে?
সামাজিক দিক
অর্থনৈতিক দিক
মূল্যবোধের দিক
গণতান্ত্রিক দিক
100. কোন শহরটি 'বিগ অ্যাপেল' নামে পরিচিত?
প্যারিস
নিউ ইয়র্ক
সিংগাপুর
লন্ডন
ব্যাখ্যা: শান্তির শহর বলা হয় ইতালির রোমকে। বিগ অ্যাপেল বলা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ককে।