ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার MCQ
161. একই kVA রেটিং-এ ইন্ডাকশন মোটরে লিকেজ ফ্লাক্স ট্রান্সফর্মারের লিকেজ ফ্লাক্সের-
মতো একই হয়
চেয়ে বেশি হয়
সমান হয়
চেয়ে কম হয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একই AVA রেটিং-এ ইন্ডাকশন মোটরে লিকেজ ফ্লা ট্রান্সফর্মারের লিকেজ ফ্লাক্সের চেয়ে বেশি হয়।
162. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরকে এমনভাবে ডিজাইন করা হয়, যাতে রোটরের-
হাই-রেজিস্ট্যান্স থাকে
হাই-রিয়্যাক্ট্যান্স থাকে
বেশি স্লিপ থাকে
লো-রেজিস্ট্যান্স থাকে
163. একই রেটিং-এর জন্য একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের আকার অনুরূপ 3-ফেজ ইন্ডাকশন মোটরের আকারের প্রায়-
3 গুণ
1.5 গুণ
সমান
0.33 গুণ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: 1 phase induction motor size = 1.5 size of three phase induction motor same rating
164. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরের মোট স্লট সংখ্যা কত হবে, যদি প্রতি ফেজে প্রতি পোলে স্লট সংখ্যা 3 হয়?
9
27
18
54
165. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর 2% স্লিপে চলছে। যদি রোটরের ইনপুট 1000W হয়, তবে মোটর কর্তৃক সৃষ্ট মেকানিক্যাল পাওয়ার হবে-
20W
200W
980W
500W
166. একটি ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক সর্বোচ্চ হয় তখন, যখন প্রতি ফেজ রোটর রেজিস্ট্যান্স হয় প্রতি ফেজ রোটর রিয়্যাক্ট্যান্সের-
সমান
দ্বিগুণ
তিনগুণ
চারগুণ
167. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের রোটর রিয়্যাক্ট্যান্স স্টার্টিং-এ রোটর রেজিস্ট্যান্সের তুলনায়-
খুবই কম
সমান
খুবই বেশি
কোনোটিই নয়
168. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক সাপ্লাই ভোল্টেজের-
উপর নির্ভর করে না
সরাসরি সমানুপাতিক
বর্গের সরাসরি সমানুপাতিক
ব্যস্তানুপাতিক
169. ইন্ডাকশন মোটরের অপারেশন নির্ভর করে-
সেলফ্-ইন্ডাকশনের উপর
মিউচুয়াল ইন্ডাকশনের উপর
এডি কারেন্টের উপর
হিস্টেরেসিসের উপর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: মিউচুয়্যাল ইন্ডাকশনের উপর ইন্ডাকশন মোটরের অপারেশন নির্ভর করে।
170. একটি 3-ফেজ, 400kW, 440V, 50Hz ইন্ডাকশন মোটরের ফুল লোড স্পিড 950 rpm. মেশিনটির পোল সংখ্যা 6 হলে এর স্লিপ হবে-
4%
6%
5%
1%
171. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ফ্রিকশন এবং উইন্ডেজ লস হয়-
নো-লোডে সর্বোচ্চ
ফুল-লোডে সর্বোচ্চ
নো-লোডে সর্বনিম্ন
সকল লোডে একই
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: নো-লোডে সর্বোচ্চ ফ্রিকশন এবং উইন্ডেজ লস হয় প্রি-ফেজ ইন্ডাকশন মোটরে।
172. নো-লোডে একটি ইন্ডাকশন মোটরের অবস্থা, একটি ট্রান্সফর্মারের অনুরূপ হয়, যার সেকেন্ডারি-
শর্টসার্কিটেড
ওপেন সার্কিটেড
ক্লোজড সার্কিটেড
একটি পরিবর্তনশীল রেজিস্টিভ লোডে সাপ্লাই দিচ্ছে
173. যদি একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ইনপুট ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি অর্ধেক করা হয়, তবে-
সর্বোচ্চ টর্ক একই থাকবে
সর্বোচ্চ টর্ক দ্বিগুণ হবে
সর্বোচ্চ টর্ক অর্ধেক হবে
এয়ার-গ্যাপ ফ্লাক্স অর্ধেক হবে
174. ওপেন সার্কিট রোটর বিশিষ্ট একটি 3-ফেজ, 4-পোল ইন্ডাকশন মোটরকে 3-ফেজ, 400V, 50Hz সরবরাহের সাথে সংযোগ দেয়া হলো। মোটরটি কত rpm-এ চলবে?
1500
1480
1450
120
175. সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের অধিকাংশই বিশিষ্ট।
2-পোল
৪-পোল
6-পোল
4-পোল
176. যদি একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের স্লিপ বৃদ্ধি পায়, তবে রোটর সার্কিটের পাওয়ার ফ্যাক্টরও-
বৃদ্ধি পায়
হ্রাস পায়
অপরিবর্তিত থাকে
কোনোটিই নয়
177. একটি থ্রি-ফেলা ২ন্ডাকশন মোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে উৎপন্ন স্টেটর পোল সংখ্যা কত হবে, যদি প্রতি ফেজে প্রতি পোলে স্লট সংখ্যা 3 হয় এবং মোট প্লট সংখ্যা 54 হয়?
2
6
3
12
178. একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মেইন ওয়াইন্ডিং এবং স্টার্টিং ওয়াইন্ডিং সরবরাহের আড়াআড়িতে কোন ধরনের সংযোগ করা হয়?
প্যারালেল
সিরিজ প্যারালেল
সিরিজ
কোনোটিই নয়
179. সিঙ্গেল ফেজ মোটরে কোন ধরনের রোটর ব্যবহৃত হয়?
স্কুইরেল কেজ
উন্ড রোটর
স্কুইরেল কেজ অথবা উন্ড রোটর
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: The rotor in the single phase induction motor is of squirrel cage rotor type. The construction of single phase induction motor is almost similar to the squirrel cage three phase a induction motor
180. একটি 4-পোল ইন্ডাকশন মোটর MHz উৎস হতে সরবরাহ করা হয় এবং 4% ১০০৭ চলে। মোটরটিয় স্পিড হবে-
1400 rpm
1440 rpm
1500 rpm
1560 rpm