EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বিজ্ঞান MCQ
2. কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
আলোক
বেতার তরঙ্গ
শব্দ তরঙ্গ
রঞ্জন রশ্মি
ব্যাখ্যা: তথ্য: রঞ্জন রশ্মি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ। এর অপর নাম এক্স-রে (x-ray)। রঞ্জনরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য (সাধারণত ১০-০.০১ ন্যানোমিটার) সাধারণ আলোর চেয়ে অনেক কম বলে দর্শন অনুভূতি সৃষ্টি করতে পারে না। ১৮৯৫ সালে নভেম্বর মাসের আট তারিখে উইলিয়াম রন্টগেন এই রশ্মি আবিষ্কার করেন। তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হয় পদার্থ ভেদ করার ক্ষমতা তত বেশি হয়। চিকিৎসাক্ষেত্রে রোগনির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন এনেছে রঞ্জনরশ্মি।
3. একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ৩০০ মিটার। এর কম্পাংক কত?
১ MHz
8 MHz
৫ MHz
২ MHz
7. একটি ট্রানজিস্টরে বেস কারেন্ট 100µA এবং কারেন্ট গেইন 100 হালে কালেক্টর কারেন্ট কত?
1A
1mA
10A
10mA
10. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো-
আলফা রেস (Alpha rays)
বিটা রেস (Beta rays)
গামা রেস (Gamma rays)
এক্স রেস (X-rays)
11. একটি পাম্প প্রতি মিনিটে ১০০০ লিটার পানি ৩০ মিটার উপরে উঠায়। পাম্পটির কর্মদক্ষতা ৭৫% হলে এর অশ্বক্ষমতা কত?
৮ HP
৯ HP
৮.৮৯ HP
৯.২৫ HP
12. ফিল্টার যেটি বাছাই করতে ব্যবহৃত হয়, তা হলো-
ভোল্টেজ
কারেন্ট
ফ্রিকোয়েন্সি
ইম্পিড্যান্স
15. একটি NPN ট্রানজিস্টরের বেস এ dropping concentration কেমন থাকে?
Lightly doped
Moderately doped
Heavily doped
Not doped
16. RC ফেজ শিফঠ অসিলেটরের উৎপন্ন ফ্রিকোয়েন্সির মান কত?
1/√RC
1/√2π RC
1/ 2π/RC
1/√2π/6RC
18. হার্টলি অসিলেটর কোথায় ব্যবহৃত হয়?
রেডিও রিসিভার
রেডিও ট্রান্সমিটার
টিভি রিসিভার
টিভি ট্রান্সমিটার
20. ফুল-ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের RMS আউটপুট ভোল্টেজ 20V হলে প্রতি ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজ (PIV) কত হবে?
20V
28.3V
40V
56.6V