EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2421. একটি প্রোটন (Proton)-এর চার্জের পরিমাণ কত?
1.6 × 10^-19 কুলম্ব
-1.6 × 10^-19 কুলম্ব
0 কুলম্ব
1.6 × 10^-15 কুলম্ব
2422. Pure কপারের পরিবাহিতা হয়-
৫.৯৬ × ১০^7 s/m
৫.৮ × ১০^7 s/cm
৩.৬ × ১০^7 s/m
৩.৬ × ১০^7 s/cm
2423. 230W, 100V বাল্বে জ্বলন্ত অবস্থায় কত বিদ্যুৎ প্রবাহিত হবে?
2.3A
23000A
23A
কোনোটিই নয়
2424. আধান (Charge)-এর এসআই একক কোনটি?
ওহম
জুল
কুলম্ব
ফ্যারাড
ব্যাখ্যা: ব্যাখ্যা: আধান (Charge)-এর SI একক কুলম্ব আধানকে 'c' দ্বারা প্রকাশ করা হয়।
2425. লাইফ লাইন বিদ্যুতায়ন যে-ক্ষেত্রে প্রযোজ্য-
যে-কোনো নিম্নচাপ বিদ্যুৎ গ্রাহকের জন্য
১০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
১৫ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
২০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
ব্যাখ্যা: নোট: সাধারণত লাইফ লাইন বলতে বুঝায় ১ থেকে ৫০ একক এর মধ্যে ব্যবহারকারী গ্রাহকদের।
2427. একটি ১০০Wএর বাতি ও একটি ২০০W এর বাতি সিরিজে ২২০V এর Source সংযোগ করলে কোন বাতিটি বেশি আলো দিবে?
১০০W
২০০W
সমানভাবে আলো দিবে
কোনোটাই না
ব্যাখ্যা: ব্যাখ্যা: 100W এর বাতির টাংস্টেন তারাটি চিকন থাকে, যার জন্য এ রেজিস্ট্যান্স বেশি এবং 200য় এর বাতির টাংস্টেন তারাট মোটা থাকে, যার জন্য এর রেজিস্ট্যান্স কম থাকে। তাই 100W এর বাতিটি বেশি আলো দিবে।
2428. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
ওয়াট-আওয়ারে
ওয়াটে
ভোল্টে
কিলোওয়াট-আওয়ারে
2429. বৈদ্যুতিক বাঘের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?
সংকর
সিসা
টাংস্টেন
তামা
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: টাংস্টেন-এর মেল্টিং পয়েন্ট অনেক বেশি বলে বৈদ্যুতিক বাজের ফিলামেন্টে টাংস্টেন ব্যবহার করা হয়।
2431. Superconductor-এর conductivity-
infinite
very small
zero
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: Superconductor-এর রেজিস্টিভিটি Zero-এর কাছাকাছি। Conductivity রেজিস্টিভিটির উল্টা। সুতরাং, Superconductor-Conductivity হবে
2433. তাপমাত্রা বাড়লে কোনো Semiconductor-এর Resistance-
বাড়বে
কমবে
প্রথমে বাড়বে পরে কমবে
সমান থাকবে
ব্যাখ্যা: ব্যাখ্যা: Semiconductor Negative semperature coefficient of Pesistance অর্থাৎ তাপমাত্রা বাড়বে রেজিস্ট্যাসের মান কমে।
2435. একটা তারের রোধক 3 ohm এবং প্রবাহ 5A; সেটির প্রবাহ 2 গুণ বৃদ্ধি পেলে তারের লস কতগুণ বৃদ্ধি পাবে?
1 গুণ
4 গুণ
3 গুণ
None
2436. Electron এর চার্জ কত?
১.৬ × ১০^-৯ কুলম্ব
১.৬২ x ১০^- ১০ কুলম্ব
- ১.৬ × ১০^-১৯ কুলম্ব
১.৬ × ১০^-১৯ কুলম্ব
2440. যদি কোনো পরিবাহী তারের ব্যাস দ্বিগুণ করা হয়, তবে উক্ত তারের রেজিস্ট্যান্স-
দ্বিগুণ বৃদ্ধি পায়
অর্ধেক হয়
এক-চতুর্থাংশ হয়
এক-অষ্টমাংশ হয়