MCQ
1861. গ্রাহকদের জন্য সবচেয়ে লাভজনক পাওয়ার ফ্যাক্টর কোনটি?
০.৯৫ ল্যাগিং
০.৬৫ ল্যাগিং
০.৯৫ লিডিং
০.৬ লিডিং
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাওয়ার ফ্যাক্টর ইউনিট হলে গ্রাহকের জন্য সবচেয়ে লাভজনক হতো, কিন্তু এটি বাস্তবে সম্ভব নয়। তবে এর মান ইউনিটি বা। এর যত কাছাকাছি হবে ততই তা লাভজনক হবে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে মান ঋণাত্মক থাকে বলে এটির মান যত বেশি হবে তত গ্রাহকের জন্য ভালো হবে।
1862. একটি ওয়াটমিটার নিম্নের কোন মানটি দেখায়?
অ্যাপারেন্ট পাওয়ার
অ্যাকটিভ পাওয়ার
রিয়্যাকটিভ পাওয়ার
কে.ভি.এ. মান
1863. একটি ১০০ ওয়াটের বাতির রোধ একটি ৬০ ওয়াটের বাতির রোধের তুলনায়-
৪০ ওহম বেশি
কম
বেশি
সমান
1864. সরবরাহ ফ্রিকুয়েন্সি বাড়লে একটি ইন্ডাকটিভ কয়েল এর---
রিয়্যাকট্যান্স ও ইফেকটিভ রেজিস্ট্যান্স উভয়ই বাড়বে
রিয়্যাকট্যান্স বাড়বে, ইফেকটিভ রেজিস্ট্যান্স কমবে
রিয়্যাকট্যান্স কমবে, ইফেকটিভ রেজিস্ট্যান্স বাড়বে
রিয়্যাকট্যান্স ও ইফেকটিভ রেজিস্ট্যান্স উভয়ই কমবে
1865. ক্যাপাসিটর--- আকারে বিদ্যুৎ সঞ্চয় করে রাখে।
ডাইনামিক চার্জ
স্ট্যাটিক চার্জ
কারেন্ট
ইলেকট্রিসিটি মলিকুল
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যাপাসিটর স্ট্যাটিক চার্জ আকারে বিদ্যুৎ সঞ্চয় করে রাখে, তবে দীর্ঘসময় ধরে ডিসকানেক্ট করে রাখলে এটি ডিসচার্জ হয়ে যায়।
1866. ৩ ফেজ লাইনের ভোল্টেজ ৪০০ ভোল্ট হলে, এর সিঙ্গেল ফেজ ভোল্টেজ পরিমাপ কত হবে?
১৮০ ভোল্ট
২০০ ভোল্ট
২৩১ ভোল্ট
২৫০ ভোল্ট
1867. ভোল্টেজ ডিভাইডার একটি-
সিরিজ সার্কিট
সংযুক্ত সার্কিট
প্যারালাল সার্কিট
রেজোন্যান্স সার্কিট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিরিজ সার্কিটে কারেন্ট সমান কিন্তু ভোল্টেজ ভাগ হয়। সুতরাং ভোল্টেজ ডিভাইডার একটি সিরিজ সার্কিট।
1868. ১ ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ১ অ্যাম্পিয়ার কারেন্ট ১ সেকেন্ড ধরে প্রবাহিত হলে যে পরিমাণ তাপ সৃষ্টি হবে, তা-
০.২৪ ক্যালরি
২৪ ক্যালরি
২.৪ ক্যালরি
২৪০ ক্যালরি
1869. সিগন্যাল জেনারেটর থেকে একটি ইন্ডাক্টরে এসি ভোল্টেজ সরবরাহ করে এর ফ্রিকুয়েন্সি ধীরে ধীরে বাড়াতে থাকলে ইন্ডাস্টিড রিয়্যাকট্যান্স--
কমতে থাকবে
বাড়তে থাকবে
সবক্ষেত্রে সমান থাকবে
শূন্য মানের দিকে ধাবিত হবে
1870. একটি ক্যাপাসিটরের চার্জিং সময় নির্ভর করে—
ডাই-ইলেকট্রিক-এর উপর
কারেন্টের পরিমাণের উপর
Time constant-এর উপর
আয়তন-এর উপর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: The electrical charge stored on the plates of the capacitor is given QCV The capacitor to charge or discharge to within a certain percentage of its maximum supply value being known as its time constant (T)
1871. একটি R.L..C রেজোন্যান্স সার্কিটের জন্য কোন্টি সঠিক ---
সিরিজ সার্কিটে কারেন্ট সর্বনিম্ন মানে থাকে
সিরিজ সার্কিটে কারেন্ট সর্বোচ্চ মানে থাকে
প্যারালাল সার্কিটে ইম্পিড্যান্স সর্বনিম্ন মানে থাকে
প্যারালাল সার্কিটে কারেন্ট সর্বোচ্চ মানে থাকে
1872. একটি ইলেকট্রিক ডিভাইস, যা ডিসিকে বাধা দেয়, কিন্তু এসিকে অনুমতি দেয়, তাকে বলা হয়-
রেক্টিফায়ার
ইন্ডাক্টর
ক্যাপাসিটর
ট্রান্সডিউসার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: সার্কিট ক্যাপাসিটর যখন ডিসিকে বাধা দেয় কিন্তু এসিকে যেতে দেয় তখন উক্ত ক্যাপাসিটরকে ডিসি ব্লকিং ক্যাপাসিটর বা কাপলিং ক্যাপাসিটর বলে।
1873. একটি তরঙ্গের পিরিয়ড (তরঙ্গদৈর্ঘ্য) ১ মিলিসেকেন্ড; তার ফ্রিকুয়েন্সি (কম্পাঙ্ক) হচ্ছে--
১ হার্টজ
১০ হার্টজ
১০০ হার্টজ
১০০০ হার্টজ
1874. 'RMS' বলতে বুঝায়?
Real Music Sound
Root Mean Square
Root Mean sine
Root Meat Sizzles
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: RMS = Root Mean Square.
1875. Series Resonance-এর বেলায় কোনটি সত্য?
Impedance সর্বোচ্চ
Impedance সর্বনিম্ন
Power factor lagging
Power factor leading
1876. '১১০ ভোল্ট এসি' বুঝায় যে, ১১০ ভোল্ট হচ্ছে-
গড় মান
RMS মান
তাৎক্ষণিক মান
সর্বোচ্চ মান
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১১০ ভোল্ট এসি বলতে বুঝার কার্যকরী মান বা RMS মানকে।
1877. বৈদ্যুতিক লাইনে পাওয়ার ফ্যাক্টর উন্নতির জন্য ব্যবহার করা হয়-
মোটর
ক্যাপাসিটর
জেনারেটর
রিলে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Power factor improvement equipment: Static capacitor, Phase advancers,Synchronous condenser.
1878. একটি R.L.C প্যারালাল সার্কিটে কোল্টিন্ট সঠিক?
লাইন কারেন্ট সর্বনিম্ন
লাইন কারেন্ট সর্বোচ্চ
পাওয়ার ফ্যাক্টর লিডিং
পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
এসি সার্কিট MCQ ALL
AC Circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: R-L-C প্যারালাল সার্কিটে লাইন কারেন্ট সর্বনিম্ন হয়। কারণ, ইম্পিড্যান্স ম্যাক্সিমাস হয়।
1879. টাইম পিরিয়ড (T) ও ফ্রিকুয়েন্সি (f)-র মধ্যে সম্পর্ক কী?
T=1/f
T=1/2f
T=.85/f
T=f
1880. একটি RC series সার্কিটে current, voltage-কে-
Lead
inphase
Lag
lead by 90°