MCQ
521. দ্বন্দ্ব সমাসে গঠিত শব্দ-
গুণহীন
কুশীলব
নীপবৃক্ষ
ছায়াতরু
522. কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের প্রেরণায় রচিত?
জননী
ওঙ্কার
খাঁচায়
ক্ষরণ
523. She spends hours on internet-everyday.
visiting
uploading
downloading
surfing
524. I-here since 2015.
live
have been living
am living
lived
525. বাংলা সাহিত্যের ধারায় প্রথম সার্থক উপন্যাস হচ্ছে-
দুর্গেশনন্দিনী
যুগলীঙ্গুরীয়
কপালকুন্ডলা
আনন্দমঠ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'দুর্গেশনন্দিনী' বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তার আরো উপন্যাস- কপালকুণ্ডলা, যুগলাঙ্গুরীয়, আনন্দমঠ।
526. 'কবিতার কথা' প্রবন্ধগ্রন্থটির রচয়িতা-
আবদুল ওদুদ
জীবনানন্দ দাশ
প্রমথ চৌধুরী
বদরুদ্দীন উমর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'কবিতার কথা' প্রবন্ধগ্রন্থটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ রচিত। তার রচিত আরো কাব্যগ্রন্থ ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা, মহাপৃথিবী।
527. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হচ্ছে-
বাউন্ডেলের আত্মকথা
রাজবন্দী জবানবন্দী
গাজী মিয়ার বস্তানী
ঠাকুর বাড়ির আঙিনায়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'বাউন্ডেলের আত্মকথা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা। এটি ১৯১৯ সালে 'সওগাত' পত্রিকায় প্রকাশিত হয়।
528. কবি ঈশ্বর গুপ্ত সম্পাদিত সাময়িকপত্র হচ্ছে-
সমাচার চন্দ্রিকা
সংবাদ প্রভাকর
সম্বাদ ভাস্বর
সম্বাদ কৌমুদী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সাময়িকপত্র 'সংবাদ প্রভাকর'। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা।
529. 'বেহুলা লখিন্দর' কাহিনি পাওয়া যায় কোন কাব্যে?
অন্নদামঙ্গল কাব্যে
মনসামঙ্গল কাব্যে
কালীকামঙ্গল কাব্যে
সারদামঙ্গল কাব্যে
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'মনসামঙ্গল' কাব্যে বেহুলা লখিন্দর-এর কাহিনি পাওয়া যায়। 'মঙ্গলকাব্য' ধারার সবচেয়ে প্রাচীন ধারা 'মনসামঙ্গল'।
530. Which one is the reflexive pronoun?
who
one
himself
they
531. খনার বচনের উপজীব্য হচ্ছে-
সমাজনীতি
রাজনীতি
ধর্মনীতি
কৃষিকাজ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ খনার বচন বলতে কৃষিসম্পর্কিত বিষয় বুঝায়। তবে এর কোনো লিখিত নিদর্শন বর্তমানে নেই।
532. সেলিম আল দীন রচিত নাটক হচ্ছে-
মুখরা রমণী বশীকরণ
দেওয়ান গাজীর কিসসা
নূরল দীনের সারাজীবন
যৈবতী কন্যার মন।
533. বাংলা ভাষায় আগত আরবি শব্দ হচ্ছে--
চাঁদা
কুলি
জামা
ছবি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলা ভাষায় আগত আরবি শব্দ 'ছবি'। আরও আগত আরবি ভাষার শব্দ- কলম, নগদ, বাকি, উকিল, কানুন, রায়, জান্নাত, গোছল, কিতাব, আদালত, হাদিস।
534. The opposite word of 'foolish' is-
mindless
clever
rash
idiot
535. 'The French' refers to-
the French people
the French language
the French manners
the French society
536. মাইকেল মধুসূদন দত্ত রচিত গীতিধর্মী রচনা কোনটি?
পদ্মাবতী
কৃষ্ণকুমারী
বীরাঙ্গনা
ব্রজাঙ্গনা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'ব্রজাঙ্গনা' মাইকেল মধুসূদন দত্ত রচিত গীতিধর্মী কাব্য। তার রচিত 'বীরঙ্গনা' কাব্য বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য।
537. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
শব্দ
ধ্বনি
লিপি
বাক্য
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
538. 'পাহাড়' এর সমার্থক শব্দ কোনটি?
বগ
জগ
খগ
নগ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাহাড়ের সমার্থক শব্দ- নগ, পর্বত, গিরি, শৈল, অদ্রি, ভূধর, অচল, মহীধর।
539. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
বিদ্বান
বিদ্যান
বিদ্দান
বিদ্ব্যান
540. 'আগুনের পরশমণি' উপন্যাসের রচয়িতা কে?
আবুল হক
জাহানারা ইমাম
হুমায়ূন আহমেদ
সৈযদ শামসুল হক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
HED-2019
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-HED(২৮-১১-২০১৯)
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'আগুনের পরশমণি' হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তার আরও উপন্যাসসমূহ হলো- অনীল বাগচীর একদিন, জোছনা ও জননীর গল্প, শ্যামল ছায়া।