MCQ
581. স্থপতি এফ আর খান কোন টাওয়ার-এর স্থপতি?
টোকিও টাওয়ার
বুর্জ খলিফা টাওয়ার
সিয়ার্স টাওয়ার
পেট্রোনাস টাওয়ার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ফজলুর রহমান খান একজন স্থপতি। তিনি শিকাগোর সিয়ার্স টাওয়ার, জন হ্যানকক সেন্টারের স্থপতি। সিয়ার্স টাওয়ারের বর্তমান নাম উইলিয়াম টাওয়ার।
582. যদি A এবং B স্থানের staff reading যথাক্রমে 5.70 ft এবং 6.85 ft হয় এবং A স্থানের R.L = 1001 হয়, তাহলে B স্থানের R.L. কত হবে?
98.85ft
102.5ft
105.6ft
101.15ft
583. Length Comparator যন্ত্রটি সিমেন্টের কোন test-এর জন্য ব্যবহৃত হয়?
Normal consistency test
Soundness test
Setting time test
Fineness test
584. সুয়েজ খাল কোথায় অবস্থিত?
ইরান
মিশর
মালয়েশিয়া
ইরাক
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ সুয়েজ খাল মিশরে অবস্থিত। এটি ১৮৫৯ সালে খনন শুরু হয় এবং ১৮৬৯ সালে চালু হয়।
585. L-মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি সাধারণ বিমের উপর w kg/m (নিজ ভরসহ) বিস্তৃত লোড কাজ করলে সর্বোচ্চ 'শিয়ার বল' কত হবে?
wL/2 kg
wL²/4 kg
wL²/8 kg
wL/3 kg
586. সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় লোহার সন্ধান পাওয়া গেছে?
ময়মনসিংহ
বগুড়া
দিনাজপুর
সিলেট
587. ক্যান্টিলিভার বিমের Main Reinforcement কোথায় থাকে?
Bottom of the beam section
Top of the beam section
Top & Bottom of the beam section
Middle of the beam section
588. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সাল কোনটি?
১৯১৮
১৯২০
১৯২১
১৯১৭
589. কোন পদার্থটি কোয়াগুলেন্ট (Coagulant) হিসেবে ব্যবহৃত হয় না?
ফেরিক সালফেট
সোডিয়াম অ্যালুমিনেট
ব্লিচিং পাউডার
ফিটকিরি
590. দুটি বল P ও Q (P>Q) একই সরল রেখায় পরস্পর বিপরীতমুখীভাবে কাজ করলে বলদ্বয়ের লব্ধি কত হবে?
P+P
P-Q
P.Q
P+Q
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: Pও বল দুটি একই সরল রেখায় একই দিকে কাজ করলে বলদ্বয়ের লব্ধি, R=P+Q Pও বল দুইটি পরস্পর সমকোণে কাজ করলে বলদ্বয়ের লব্ধি, R=VP+Q
591. Subjective প্রকল্প অনুমোদনের সাথে সংশ্লিষ্ট কোনটি?
Planning Commission
Construction Supervision
Material testing
Tendering Authority
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: Planning commission মূলত যে-কোনো ধরনের সংস্থা, যার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রকল্প অনুমোদন প্রদান করে থাকে।
592. একটি মানচিত্রে RF (Representative Fraction) এর মান 1: 10,000। একটি জরিপ রেখার প্রকৃত দৈর্ঘ্য 500 মিটার হলে, মানচিত্রে তার দৈর্ঘ্য কত হবে?
৫ সেন্টিমিটার
৫ মিলিমিটার
৫ ইঞ্চি
৫ মিটার
593. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
প্রশান্তমহাসাগর
দক্ষিণ মহাসাগর
উত্তর মহাসাগর
ভারতমহাসাগর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্তমহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান। যা ১১ কিমি গভীর।
594. ১:৩:৬ অনুপাতে ১০০ cft কংক্রিটে সিমেন্ট প্রয়োজন-
১১ ব্যাগ
৯ ব্যাগ
১২ ব্যাগ
১০ ব্যাগ
595. RFP বলতে কী বুঝায়?
Request for Project
Request for Proposal
Request for Promotion
Request for Procurement
596. আটলান্টিক ও প্রশান্তমহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
সুয়েজ খাল
পানামা খাল
পক প্রণালি
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আটলান্টিক ও প্রশান্তমহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। পানামা খালের দৈর্ঘ্য ৭৭ কিমি। পক প্রণালি ভারত মহাসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে।
597. সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউব এর ডাইমেনশন কত?
2cm × 2cm × 2cm
4"x4"x4"
4cm x 4cm x 4cm
2"x2"x2"
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: নোট: সঠিক ডাইমেনশন, 7cm x7cm×7cm
598. ফোর্থ এস্টেট বলতে কী বুঝায়?
সংবাদপত্র
রাজনীতি
ক্ষমতা
সম্পত্তি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি রাষ্ট্রের আইন, বিচার ও নির্বাহী বিভাগ হলো তিনটি স্তম্ভ।
599. ASTM-এর পূর্ণরূপ কী?
American Society of Testing Materials
American Society for Testing and Materials
American Standard of Test and Mechanics
American Standard of Testing Materials
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI = American Concrete Institute. AASHO American Association of State Highway Officials. AREA American Railway Engineering Association. BNBC = Bangladesh National Building Code.
600. Cement-এর Specific Gravity কত?
২.৬৭
২.১৫
৩.১৫
৩.৫০
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-LGED(২৬-৭-২০১৯)
LGED-2019
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টের Specific Gravity বলতে নির্দিষ্ট আয়তনের সিমেন্টের সাথে সম আয়তনের পানির আয়তনের অনুপাতকে বুঝায়। পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে তা ৩.১-৩.১৬gm/ex হয়ে থাকে। তবে আদর্শ মান ৩.১৫ ধরা হয়ে থাকে।