EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
542. কম্পিউটার এর কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
সেকেন্ড
ন্যানো সেকেন্ড
ঘণ্টা
মিনিট
544. বস্তুর ওজন কোন স্থানে সবচেয়ে বেশি?
পাহাড়ের উপর
বিষুব অঞ্চলে
মেরু অঞ্চলে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ২-এর ৭৫ বেশি, যা 9.83 ms মান বাড়ে।
545. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিকগ্রন্থ কোনটি?
সীতার বনবাস
প্রভাবতী সম্ভাষণ
বেতাল পঞ্চবিংশতি
বাঙ্গালার ইতিহাস
ব্যাখ্যা: ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ 'প্রভাবতী সম্ভাষণ'। আরও মৌলিক গ্রন্থ- বিদ্যাসাগর চরিত্র, ব্রজবিলাস।
546. 'শোন একটি মুজিবরের কণ্ঠ থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রণি' এই গানটির গীতিকার কে?
মোহাম্মদ মুনিরুজ্জামান
গাজী মাজহারুল আনোয়ার
গৌরী প্রসন্ন মজুমদার
আবু হেনা মোস্তফা কামাল
547. রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
মায়াবতী
পদ্মাবতী
রূপবতী
পদ্মরাগ
ব্যাখ্যা: ব্যাখ্যা: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ 'পদ্মরাগ'। তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থগুলো হলো- মতিচুর, অবরোধবাসিনী।
548. AB রেখার সম্মুখ বিয়ারিং 130° হলে, তার পেছনের বিয়ারিং কত?
220°
310°
30°
50°
552. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল?
লিথিয়াম
সোডিয়াম
পারদ
ইউরেনিয়াম
ব্যাখ্যা: ব্যাখ্যা: পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6 এবং এটি সাধারণ তাপমাত্রায় যে-কোনো ভাবে ব্যবহার করা যায়।
553. গতিবাদের প্রভাবে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ-
মানসী
বলাকা
ক্ষণিকা
সেঁজুতি
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'বলাকা' ১৯১৬ সালে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য। তার গ্রন্থগুলোর মধ্যে অন্যতম হলো- গীতাঞ্জলি, গোরা, রক্তকরবী।
554. উল্লিখিত পরীক্ষাসমূহের মধ্যে কোনটি বিটুমিন পরীক্ষায় ব্যবহৃত হয় না?
Penetration Test
Viscosity Test
Compressive Strength Test
Specific Gravity Test
555. দুই লেনবিশিষ্ট জাতীয় মহাসড়ক কত চওড়া হওয়া উচিত?
৭.৫০ মিটার
৯.০০ মিটার
১৫.০০ মিটার
১২.০০ মিটার
556. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে-
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
হাইড্রোজেন
অক্সিজেন
ব্যাখ্যা: ব্যাখ্যা: N₂ মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক। ইউরিয়া সার মূলত নাইট্রোজেন ধারণকারী সার।
557. কিশোরদের জন্য রচিত শওকত ওসমানের গ্রন্থ কোনটি?
কানামামা
পঞ্চসঙ্গী
সারকাস
হাতেখড়ি
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'পঞ্চসঙ্গী' শওকত ওসমান রচিত শিশুতোষমূলক গ্রন্থ। তার অন্য গ্রন্থগুলো- মঞ্জুইটোফোন, ক্ষুদে স্যোশালিস্ট।
558. মীর মশাররফ হোসেন রচিত বিয়োগান্তক গ্রন্থ কোনটি?
মহাশশ্মশান
বিষাদসিন্ধু
শশ্মশানভস্ম
কুরুক্ষেত্র
559. 'মৈমনসিংহ গীতিকা'-র অন্তর্গত কাহিনিকাব্য কোনটি?
কাজলরেখা
সতমিয়না
লায়লমিজনু
লোরচন্দ্রানী
ব্যাখ্যা: ব্যাখ্যা: মৈমনসিংহ গীতিকার অন্তর্গত কাহিনিকাব্য 'কাজলরেখা'। তার আরও গীতিকাগুলো হলো- মলুয়া, কমলা, মহুয়া, রূপবতী।
560. Spiral Column-এ 16mm ব্যাসের কমপক্ষে কয়টি রড ব্যবহার করা যায়?
৬টি
৮টি
৫টি
৪টি