EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
602. Which sentence is correct?
My father informed the police of the matter.
My father informed of the matter to the police.
I knew the police of the matter.
My father informed the matter to the police.
603. The correct plural form of 'half' is-
haffs
halve
halves
halfs
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ যে-সব Noun-এর শেষে f/fe থাকে, তাদেরকে plural করার সময় ves যোগ হয়। তাই halves সঠিক।
604. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নেই?
দিনাজপুর
চাঁপাইনবাবগঞ্জ
পঞ্চগড়
বান্দরবান
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশের সীমান্তবর্তী দুটি জেলার সাথে ভারতের কোনো সীমান্ত নেই। যেমন- কক্সবাজার, বান্দরবান। উল্লেখ্য, ৩২টি জেলার সীমান্ত রয়েছে ভারতের সাথে।
605. He is all-- a poet.
over
beyond
to
above
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ Above all-সর্বোপরি। তাই above বসালে অর্থপূর্ণ হয়।
607. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?
স্বাধীনতা পদক
ক্রীড়া পদক
বাংলা একাডেমি পদক
একুশে পদক
608. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার শপথগ্রহণ অনুষ্ঠানে কে শপথবাক্য পাঠ করিয়েছিলেন?
জনাব তাজউদ্দীন আহমদ
অধ্যাপক ইউসুফ আলী
ক্যাপ্টেন এম মনসুর আলী
সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা: ব্যাখ্যা: মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। ঐদিন শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। উল্লেখ্য, মুজিবনগর সরকারের ১২টি মন্ত্রণালয় ছিল।
611. মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্রটি কবে জারি করা হয়েছিল?
১০ এপ্রিল ১৯৭১
২০ মে ১৯৭১
২৮ মে ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়েছিল ১৭ এপ্রিল, ১৯৭১ সালে। মুজিবনগর সরকার গঠিত হয়েছিল ১০ এপ্রিল, ১৯৭১ সালে।
612. জাতীয় সংসদের ১ নং আসনটি কোন জেলায়?
বান্দরবান
চাঁপাইনবাবগঞ্জ
পঞ্চগড়
কক্সবাজার
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা ৩০০টি। যার মধ্যে ১নং আসনটি পঞ্চগড় এবং ৩০০ তম আসনটি বান্দরবান।
613. CIRDAP-এর সদর দপ্তর কোথায়?
ব্যাংকক
দিল্লি
বালি
ঢাকা
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ CIRDAP ১৯৭৯ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয়। এটি প্রশান্ত মহাসাগরীর দেশের একটি সংগঠন। এর সদর দপ্তর ঢাকার চামেলী হাউজে। এর বর্তমান সদস্য ১৫।
614. সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস পাওয়া গিয়েছে?
ব্রাহ্মণবাড়ীয়া
সিলেট
হবিগঞ্জ
ভোলা
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের সর্বশেষ গ্যাসের সন্ধান পাওয়া গেছে সিলেট। এ গ্যাস ক্ষেত্রটির নাম জকিগঞ্জ।
615. He went down the road? Here 'down is a
verb
adverb .
preposition
noun
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে word সাধারণত Noun অথবা Pronoun-এর পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য word-এর সম্পর্ক স্থাপন করে তাকে preposition বলে। তাই এখানে down preposition
617. In order to improve farming methods, we need---
machinery
machineries
a machinery
machine
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ Machinary হলো Uncountable Noun। যার অর্থ যন্ত্রপাতি এর পূর্বে article বসে না এবং এর সাথে s/es যোগ হয় না।
620. 'A bolt from the blue' means-
A hailstorm
A happy ending
A sudden bad news
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ A bolt from the blue একটি phrase। এর অর্থ বিনা মেঘে বজ্রপাত। A hailstorm-শিলাবৃষ্টি।