MCQ
1281. বাংলাদেশে জুম চাষ কোথায় হয়?
বান্দরবান
ময়মনসিংহ
রাজশাহী
দিনাজপুর
1282. কোন দেশ থেকে আরব বসন্ত-এর সূচনা হয়?
মিশর
সিরিয়া
লিবিয়া
তিউনিশিয়া
1283. বাঙালির মুক্তির সনদ “ছয় দফা” কোন তারিখে অনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
২১ ফেব্রুয়ারি ১৯৫৪
২২ মার্চ ১৯৫৮
২০ এপ্রিল ১৯৬২
২৩ মার্চ ১৯৬৬
1284. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বণী পাঠিয়েছিলেন?
সবুজপত্র
ধূমকেতু
কল্লোল
শনিবারের চিঠি
1285. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
তাজউদ্দিন আহমেদ
এম মনসুর আলী
সৈয়দ নজরুল ইসলাম
এ এইচ এম কামরুজ্জামান
1286. কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
লাইবেরিয়া
নামিবিয়া
হাইতি
সিয়েরা লিওন
1287. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
চট্টগ্রাম
সিলেট
পঞ্চগড়
মৌলভীবাজার
1288. বাংলাদেশের সরকার পদ্ধতি-
এককেন্দ্রিক
রাষ্ট্রপতিশাসিত
রাজতন্ত্র
যুক্তরাষ্ট্রীয়
1289. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
ব্যথার দান
সোনার তরী
শিউলি মালা
দোলনচাঁপা
1290. বাংলাদেশের জিডিপি(GDP) -তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
কৃষি
শিল্প
বাণিজ্য
সেবা
1291. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছেঃ
২টি
৫টি
৪টি
৩টি
1292. UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
১৮ নভেম্বর ১৯৯৯
২০ নভেম্বর ২০০১
১৯ নভেম্বর ২০০১
১৭ নভেম্বর ১৯৯৯
1293. বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে?
কমিউনিকেশন স্যাটেলাইট
ওয়েদার স্যাটেলাইট
আর্থ অবজারভেশন স্যাটেলাইট
ন্যাভিগেশন স্যাটেলাইট
1294. “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”-জাতির পিতা কবে এই ঘোষণা দেন?
২৬ মার্চ ১৯৭১
৭ মার্চ ১৯৭১
৩ মার্চ ১৯৭১
১৬ ডিসেম্বর ১৯৭১
1295. বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্টিত হয়?
১৯৭২ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৭৫ সালে
1296. BSTI-এর পূর্ণ অভিব্যক্তি কী?
Bangladesh Salt Testing Institute
Bangladesh Strategic Training Institute
Bangladesh Standards and Testing Institution
Bangladesh Socity for Telecommunication and Information
1297. কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
৪৪
১০৩
১০২
৪৭
1298. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?
১ জুন ২০১৪
১ জুন ২০১৫
১ জুলাই ২০১৫
১ জুলাই ২০১৬
1299. “ধর্মীয় স্বাধীনতা” বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?
অনুচ্ছেদ ৩৮
অনুচ্ছেদ ৫০
অনুচ্ছেদ ৪১
অনুচ্ছেদ ১০০
1300. বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা-
20
48
34
80