MCQ
1221. ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও।' মন্তব্যটি কোন ভাষা-চিন্তকের?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
মুহম্মদ শহীদুল্লাহ্
মুহম্মদ এনামুল হক
সুকুমার সেন
1222. নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫-এর সমতুল্য?
৫৫
৮৭
৬৭
৭৭
1224. 1-1+1-1+1-1+ … + n সংখ্যক পদের যোগফল হবে –
0
1/2[1+(-1)^n]
[1+(-1)^n]
1
1225. এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
FTP
SMTP
SNMP
RPC
1226. ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
লাভ ২৫%
ক্ষতি ৫০%
লাভ ১০%
ক্ষতি ২৫%
1227. যদি -5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকে, তাহলে p ও q এর মান হবে যথাক্রমে –
-2,9
2,9
-2, -9
2,-9
1228. ১৮ এবং ৭২ এর গুণোত্তর গড় কোনটি?
৪৫
৩৬
৪
৫৬
1229. নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System-কে ব্যবহার-উপযোগী করতে অর্থ দাবি করা হয়?
Phishing
Man-in-the-Middle
Ransomware
Denial of Service
1230. যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে ____ বলে?
Program Virus
Boot Virus
Trojan Horse
Worms
1231. যদি log10x=−1 হয়, তাহলে নিচের কোনটি xএর মান?
0.1
0.001
1.2
3
1232. নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে?
Scanner
Projector
Touch Screen
Mouse
1233. নিচের কোন Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?
FTP
DNS
TCP
HTTPS
1234. একটি ফাংশন f : R→R, f(x)=2x+1 দ্বারা সংজ্ঞায়িত হলে f−1(2) এর মান কত?
1/2
4
1
1235. ABC ত্রিভুজে B কোণের পরিমাণ ৪৮° এবং AB=AC। যদি E এবং F AB এবং AC-কে এমনভাবে ছেদ করে যেন EF || BC হয়, তাহলে ∠A+∠AFE=?
১৩২°
১৬০°
১০৮°
১৮০
1236. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোন ১৬৮°। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
২০
৩০
১৮
১০
1237. ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
ধ্বনি দৃশ্যমান
ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি
মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
1238. নিচের কোনটি System software নয়?
Linux
Apple iOS
Mozilla Firefox
Android
1239. আরবি 'কলম' শব্দটি 'কলমোস' শব্দ থেকে এসেছে। 'কলমোস' কোন ভাষার শব্দ?
পাঞ্জাবি
ফরাসি
গ্রিক
স্পেনিশ
1240. একটি সমবাহু ক্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি?
√২
√৩
২২
৩৩