EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
261. বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ মোট কয়টি দল অংশ নিয়েছিল?
৬টি
৭টি
৪টি
৫টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ সালে মোট ৫টি দল অংশ নিয়েছিল। দলগুলো হলো বেক্সিমকো ঢাকা, গাজী গ্রুপ চট্টগ্রাম, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল।
263. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়?
ঢাকা
বরেন্দ্র
সিলেট
চট্টগ্রাম
264. সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধ হলেন-
শহীদুল ইসলাম লালু
হামিদুর রহমান
নূর মোহাম্মদ
শেখ মোস্তফা কামাল
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বভূষণ খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ শহীদুল ইসলাম। ১৯৭১ সালে তার বয়স ছিল মাত্র ১৩ বছর। তিনি লালু নামে বেশি পরিচিত ছিলেন।
265. টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে?
সুরমা
বরাক
কর্ণফুলী
শীতলক্ষ্যা
266. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ আছে?
১৫৩
১৪৪
১৬৩
১৫৫
267. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?
রংপুর
দিনাজপুর
সিলেট
কুড়িগ্রাম
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ দিনাজপুর জেলার পার্ববর্তীপুর উপজেলার চৌহাট্টি গ্রামে বড়পুকুরিয়া কয়লা খনি অবস্থিত এবং এটি ১৯৮৫ সালে আবিষ্কৃত হয়।
268. মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে?
৯ নং
৮ নং
৪নং
১১ নং
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশের দুইজন বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার একজন কুড়িগ্রামের তারামন বিবি মুক্তিযুদ্ধের সময় তিনি কুড়িগ্রাম জেলায় নিজ গ্রাম শংকর মাধবপুরে ছিলেন। তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছেন যার সেক্টর কমান্ডার ছিলেন আবু তাহের বীর উত্তম।
269. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়?
১২ নভেম্বর ১৯৯৭
২৫ ডিসেম্বর ১৯৯৭
২ ডিসেম্বর ১৯৯৭
১৬ ডিসেম্বর ১৯৯৭
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি (Chittagong Hill Tracts Peace Accord) যা পার্বত্য চট্টগ্রাম চুক্তি, ১৯৯৭ নামেও পরিচিত।
270. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
নীলফামারী
কুড়িগ্রাম
লালমনিরহাট
দিনাজপুর
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ দহগ্রাম ইউনিয়ন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন ও বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল, যা ভারতের মূল ভূখন্ডের মধ্যে অবস্থিত। এর তিন দিকে ভারতের কুচবিহার জেলা, একদিকে তিস্তা নদী, নদীর ওপারেও ভারতীয় ভূখন্ড। ভৌগোলিক কারণে এটি দহগ্রাম- আঙ্গোরপোতা ছিটমহল নামেই বেশি পরিচিত।
271. জোয়ারের কত সময় পর ভাটা হয়?
৬ ঘন্টা ২৩ মি. পর
৬ ঘন্টা ১০ মি. পর
৬ ঘন্টা ১৫ মি. পর
৬ ঘন্টা ১৩ মি. পর
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ জোয়ারের ৬ ঘন্টা ১৩ মিনিট সময় পর ভাটার সৃষ্টি হয় এবং এক জোয়ার বা ভাটার পর আবার জোয়ার বা ভাটার সৃষ্টি হয় ১২ ঘণ্টা ২৬ মিনিট পর পর।
272. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?
স্পীকার
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
প্রধান বিচারপতি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য 'রাষ্ট্রপতি'। বর্তমানে রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন।
273. মাদার অব হিউম্যানিটি কাকে বলা হয়?
মাদার তেরেসা
শেখ হাসিনা
ইন্দিরা গান্ধী
ইসাবেলা পেরেন
274. কোন আবর দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
সেনেগাল
সৌদি আরব
ইরাক
মিসর '
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আরব ভূখন্ডের দেশ হিসেবে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান 'করে ৮ জুলাই ১৯৭২ বাংলাদেশেকে স্বীকৃতি প্রদান করে।
275. বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে---
অক্সফোর্ড অ্যাস্ট্রজেনেকা-কোভিশিল্ড
সিনোভ্যাক্সের করোনাভ্যাক
ফাইজারের বায়োএনটেক
জনসন এন্ড জনসন-জনসেন
276. মুক্তিযুদ্ধে 'ক্র্যাক প্লাটুন' কোন শহরে সক্রিয় ছিল?
চট্টগ্রাম
ঢাকা
খুলনা
বরিশাল
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল, যাঁরা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন।
277. কোন রেখার উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়?
মেরু রেখা
নিরক্ষ রেখা
অক্ষ রেখা
দ্রাঘিমা রেখা,
278. বঙ্গবন্ধু ঐতিহাসিক 'ছয়দফা' কর্মসূচী কোথায় ঘোষণা করেছিলেন?
ইসলামাবাদ
লাহোর
ঢাকা
করাচী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে "৬ দফা দাবি" পেশ করেন।
279. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে?
১৫০
১৪০
১৫৩
১৫১
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশের সংবিধানে ১১ ভাগ, ১৩টি পরিচ্ছেদ এবং ১৫৩ অনুচ্ছেদ রয়েছে। এই সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনার মাধ্যমে আর এর সমাপ্তি ঘটেছে ৭টি তফসিলের মধ্য দিয়ে।
280. কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম কবে নির্মিত হয়?
২৩ ফেব্রুয়ারি ১৯৫২
২৭ ফেব্রুয়ারি ১৯৫২
২১ ফেব্রুয়ারি ১৯৫৪
২৩ জুন ১৯৫৬
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল অতিদ্রুত এবং নিতান্ত অপরিকল্পিতভাবে। ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্ররা ১৯৫২ খ্রিষ্টাব্দে ২৩ ফেব্রুয়ারী বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করেন।