বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
141. মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ নিয়েছিলেন?
১০ এপ্রিল, ১৯৭১
২৭ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭২
142. বর্তমান অর্থবছরে সরকার প্রবৃদ্ধির হার কত হবে বলে অনুমান করছে?
৬%
৭%
৮%
৯%
ব্যাখ্যা: নোট: পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী ২০১৮-১৯ এর জাতীয় প্রবৃদ্ধির হার ছিল ৮.১৩ শতাংশ। ২০২১-২২ এ প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা হচ্ছে ৭.২ শতাংশ।
143. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
রাষ্ট্রপতি
চীপ হুইপ
স্পিকার
প্রধানমন্ত্রী
ব্যাখ্যা: ব্যাখ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঞ্চমভাগে বর্ণিত ৭২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন এবং প্রয়োজনে সংসদ স্থগিত বা ভেঙে দিতে পারেন। এছাড়া সংসদ আহ্বানকালে তিনি প্রথম বৈঠকের সময় এবং স্থানও নির্ধারণ করেন। অন্যদিকে, স্পিকার হলেন জাতীয় সংসদের সভাপতি। মাননীয় প্রধানমন্ত্রী হলেন জাতীয় সংসদের নেতা। চিফ হুইপ সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।
144. কোনটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা?
রামসাগর
সোনার গাঁ
আড়িয়াল বিল
টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলাদেশে মোট প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা আছে ১৩টি। কয়েকটি উল্লেখযোগ্য সংকটাপন্ন এলাকা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, সুন্দরবন, কক্সবাজার, টেকনাফ।
145. বর্তমানে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ান কে?
ভারত
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
ইংল্যান্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: ২০১৯ সালে দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। এই বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড এবং রানার্সআপ হয় নিউজিল্যান্ড।
146. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
সিলেট
পঞ্চগড়
মৌলভীবাজার
কক্সবাজার
147. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
জাতীয় সংসদ
প্রধানমন্ত্রী
স্পিকার
রাষ্ট্রপতি
148. ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন-
৫ ফেব্রুয়ারি ১৯৬৬
২৩ মার্চ ১৯৬৬
২৬ মার্চ ১৯৬৬
৩১ মার্চ ১৯৬৬
149. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীটির নাম কী?
বোরাক নদী
জাদুকাটা নদী
হালদা নদী
নাফ নদী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ নাফ নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী। এটি বাংলাদেশ-মায়ানমারের (বার্মার) মধ্যবর্তী সীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার এবং গড় প্রস্থ ১৩৬৪ মিটার।
150. পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
কাতার
দক্ষিণ কোরিয়া
জাপান
রাশিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পরবর্তী ফুটবল বিশ্বকাপ তথা ২০২২ সালের ফিফা বিশ্বকাপ হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার ২২তম আসর, যা অনুষ্ঠিত হবে মুসলিম দেশ কাতারে। সেখানে অংশগ্রহণ করবে মোট ৩২টি দেশ।
151. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তাজউদ্দীন আহমদ
সৈয়দ নজরুল ইসলাম
এম মনসুর আলী
152. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত কোথায় অবস্থিত?
নেদারল্যান্ড
সুইজারল্যান্ড
ফ্রান্স
জার্মানি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত হলো জাতিসংঘের বিচার বিভাগীয় সংস্থা। আন্তর্জাতিক আদালতের প্রধান কার্যালয় নেদারল্যান্ডের হেগ নগরীতে অবস্থিত। এ আদালতে বিচারকের সংখ্যা ১৫ জন এবং বিচারকদের মেয়াদকাল ৫ বছর।
153. রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে?
প্রথম ভাগ
তৃতীয় ভাগ
দ্বিতীয় ভাগ
পঞ্চম ভাগ
154. জীবন থেকে নেয়া' চলচ্চিত্রটির পরিচালক কে?
আমজাদ হোসেন
আলমগীর
সুভাষ দত্ত
জহির রায়হান
155. 'ভারত ছাড়' আন্দোলন শুরু হয়--
১৯১৭ সালে
১৯৩৭ সালে
১৯২৭ সালে
১৯৪২ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা ক্রিপস মিশনের ব্যর্থতা, জাপান কর্তৃক আক্রমণের সম্ভাবনা, দ্রব্যমূল্য বৃদ্ধি, ইংরেজদের পোড়ামাটি নীতি এবং তাদের তীব্র দমননীতিসহ বেশকিছু কারণে ১৯৪২ সালের ৮ আগস্ট থেকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে 'ভারত ছাড়' আন্দোলন শুরু হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে পরিচালিত এ আন্দোলনের মূলমন্ত্র ছিল 'করব না হয় মরব'। বিভিন্ন কারণে এ আন্দোলন ব্যর্থ হলেও এটি ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল।
156. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
ভোলা
মহেশখালী
সোনাদিয়া
কুতুবদিয়া
ব্যাখ্যা: ব্যাখ্যা: কক্সবাজার জেলায় অবস্থিত দ্বীপ হচ্ছে মহেশখালী, সোনাদিয়া এবং কুতুবদিয়া। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এবং একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ হলে সুন্দরবন
157. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
দশটি
এগারোটি
বারোটি
নয়টি
158. 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়-
১৯৪৮ সালে
১৯৫২ সালে
১৯৫০ সালে
১৯৫৪ সালে
159. বঙ্গভঙ্গ রদ হয় ---
১৯০৮
১৯০৯
১৯১১
১৯৮৮
160. নিচের কোনটি 'SMART Bangladesh' এর উপাদান?
Smart Democracy
Smart Politics
Smart Society
Smart Parliament