MCQ
101. গ্যাস কাটিং টর্চে কয়টি ভালভ থাকে?
২টি
৩টি
৫টি
৪টি
102. অক্সিজেন রেগুলেটরের লো-প্রেসার গেজের পাঠ কত?
2-3kg/cm²
1.05-2.10 kg/cm²
4-5 kg/cm²
6-9 kg/cm²
103. গ্যাস ওয়েন্ডিং-এর সময় টর্চের টিপে উচ্চ শব্দ করে শিখা সাময়িকভাবে নিভে আবার জ্বলাকে…… বলে।
ফ্লাশ ব্যাক
অক্সিডাইজেশন
ফিউশন
ব্যাকফায়ার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: ব্যাক ফায়ার : ব্যাক ফায়ার গ্যাস ওয়ান্ডিং করার সময় টর্চের টিপে শব্দ করে শিখা সাময়িকভাবে নিতে আবার জ্বলে একেই ব্যাক ফায়ার বলে।
ফ্লাশ ব্যাক: চাশ ব্যাক গ্যাস ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিং উর্চ টিপ অথবা হোজ পাইপের ভিতরে শিনার অন্তর্মুখী প্রজ্বলনকে ফ্লাশ ব্যাক বলা হয়।
104. গ্যাস সিলিন্ডারের কোন সিলিন্ডার শুধুমাত্র হাই-প্রেসারে ব্যবহার করা হয়?
অ্যাসিটিলিন
অক্সিজেন
ক ও খ উত্তয়
কোনোটিই নয়
105. দাহ্য গ্যাস হিসেবে অ্যাসিটিলিন ছাড়া কী কী ব্যবহার হয়?
হাইড্রোজেন (H₂)
প্রোপেন (C₃H8)
মিথেন (CH4)
উপরের সবগুলো
106. অ্যাসিটিলিন সিলিন্ডারে সাধারণত কী রং দেওয়া থাকে?
সাদা (White)
হলুদ (Yellow)
কালো (Black)
খয়েরি লাল (Maroon)
107. গ্যাস সিলিন্ডারের কোনটিতে সেফটি ভালভ থাকে?
অক্সিজেন
অ্যাসিটিলিন
ক ও খ উভয়
কোনোটিই নয়
108. অক্সিডাইজিং শিখায় অক্সিজেন (O₂) এবং অ্যাসিটিলিন (C₂H₂)-এর অনুপাত?
0.9:1
1:0.9
1.5:1
1.5:2
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: অক্সিডাইজিং শিখা: যে শিখার অ্যাসিটিলিনের চাইতে অক্সিজেন গ্যাসের পরিমাণ বেশি থাকে তাকে অক্সিডাইয়িং শিখা বলে। এতে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের অনুপাত ১.৫:১।
109. নিরপেক্ষ শিখা ব্যবহৃত হয়…. ওয়েল্ডিং-এ।
স্টিল
কাস্ট আয়রন
কপার
সবগুলো
110. অ্যাসিটিলিন গ্যাস সিলিন্ডারে থাকে- অবস্থায়।
কঠিন
গ্যাসীয়
তরল
তরল বা কঠিন
111. অক্সিজেন রেগুলেটরের হাই-প্রেসার গেজের গাঠ কত?
80-90kg/cm²
100-120kg/cm²
105-180kg/cm²
200-350kg/cm²
112. কোন শিখায় অক্সিজেন ও অ্যাসিটিলিনের পরিমাণ সমান থাকে?
নিউট্রাল শিখা
কার্টুরাইজিং
অক্সিডাইজিং শিখা
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: নিরপেক্ষ শিখাঃ যে শিখার অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের পরিমাণ সমান থাকে (অনুপাত ১:১) তাকে নিরপেক্ষ (Neutral) শিখা বলে। সমপরিমাণ অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের সমন্বয়ে গঠিত এই নিরপেক্ষ শিখার ব্যবহারই সর্বাধিক।
113. হোজপাইপের ভিতর শিখার অন্তর্মুখী প্রজ্বলনকে….. বলে।
ব্যাকফায়ার
কাটিং টর্চ
ফ্লাশ ব্যাক
ওয়েল্ডিং টর্চ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: ব্যাক ফায়ার: ব্যাক ফায়ার গ্যাস ওয়ান্ডিং করার সময় টর্চের টিপে শব্দ করে শিখা সাময়িকভাবে ক নিভে আবার জ্বলে একেই ব্যাক ফায়ার বলে। ফ্লাশ ব্যাক: ফ্লাশ ব্যাক গ্যাস ওয়েল্ডিং করার সময় ওয়েন্ডিং টির্চ টিপ অথবা হোজ গাইপের ভিতরে শিখার অন্তর্মুখী প্রমূলনকে ক্লাশ ব্যাক বলা হয়।
114. শিখার কোথায় সর্বোচ্চ তাপমাত্রা থাকে?
বাহির কোণে
ভিতরের কোণে
টর্চ টিপে
মধ্য কোনে
115. অক্সি-অ্যাসিটিলিনের মাধ্যমে কোন শিখা তৈরি করা যায়?
নিউট্রাল শিখা
অক্সিডাইজিং শিখা
কার্বুরেজিং শিখা
সবগুলো
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: অক্সি-অ্যাসিটিলিন শিখা তিন প্রকার, যথা-
১। কার্টুরাইজিং বা কার্বনাইজিং শিখা (Carburizing or carbonizing flame)
২। নিরপেক্ষ শিখা (Neutral flame)
৩। অক্সিডাইজিং শিখা (Oxidizing flame)।
116. গ্যাস সিলিন্ডারের কোনটিতে সেফটি ভালভ থাকে না?
অ্যাসিটিলিন
অক্সিজেন
ক ও খ উভয়
কোনোটিই নয়
117. অক্সি-অ্যাসিটিলিন গ্যাস শিখা কয় প্রকার?
2 প্রকার
3 প্রকার
4 প্রকার
6 প্রকার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: গ্যাস ওয়েল্ডিং-এ অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণকে জ্বালানোর কলে যে শিখার উৎপত্তি হয় তাকে অক্সি- অ্যাসিটিলিন শিখা বলে। অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসকে টর্চের মাধ্যমে প্রয়োজনীয় অনুপাতে মিশিয়ে এই শিখা তৈরি করা হয় ।
অক্সি-অ্যাসিটিলিন শিখা তিন প্রকার, যথা-
১। কার্বুরাইজিং বা কাইনাইজিং শিখা (Carbarizing or carbonizing flame):
২। নিরপেক্ষ শিখা ( Neutral flame):
৩। অক্সিডাইজিং শিখা (Oxydizing flame)
118. কার্বুরাইজিং শিখায় অক্সিজেন (O₂) ও অ্যাসিটিলিন (C₂H₂)-এর অনুপাত?
0.9:1
1.3
1:1.5
1.5:1
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: কার্টুরাইজিং শিখা: যে শিখায় অক্সিজেনের চাইতে অ্যাসিটিলিনের পরিমাণ বেশি থাকে (অনুপাত ০.৯:১) তাকে কার্টুরাইজিং শিখা বলে।
নিরপেক্ষ শিখা: যে শিখার অক্সিজেন ও আসিটিলিন গ্যাসের পরিমাণ সমান থাকে (অনুপাত ১:১) তাকে নিরপেক্ষ (Neutral) শিখা বলে। সমপরিমান অক্সিজেন ও আঅ্যাসিটিলিন গ্যাসের সমন্বয়ে গঠিত এই নিরপেক্ষ শিখার ব্যবহারই সর্বাধিক।
অক্সিডাইজিং শিখা: যে শিখায় অ্যাসিটিলিনের চাইতে অক্সিজেন গ্যাসের পরিমাণ বেশি থাকে তাকে অক্সিডাইজিং শিখা বলে। এতে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের অনুপাত ১.৫:১।
119. কোনটি অ্যাসিটিলিনের সংকেত?
C6H6
CH4
C ₂H ₂
C6H ₂O6
120. অ্যাসিটিলিন সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার অপেক্ষা লম্বায়…. হয়।
বড়
ছোট
বড় ও ছোট যে-কোনো একটি
কোনোটিই নয়