Image
MCQ
101. গ্যাস সিলিন্ডারের কোন সিলিন্ডার শুধুমাত্র হাই-প্রেসারে ব্যবহার করা হয়?
অ্যাসিটিলিন
অক্সিজেন
ক ও খ উত্তয়
কোনোটিই নয়
102. নিরপেক্ষ শিখা ব্যবহৃত হয়…. ওয়েল্ডিং-এ।
স্টিল
কাস্ট আয়রন
কপার
সবগুলো
103. কোন শিখায় অক্সিজেন ও অ্যাসিটিলিনের পরিমাণ সমান থাকে?
নিউট্রাল শিখা
কার্টুরাইজিং
অক্সিডাইজিং শিখা
কোনোটিই নয়
104. অ্যাসিটিলিন গ্যাস সিলিন্ডারে থাকে- অবস্থায়।
কঠিন
গ্যাসীয়
তরল
তরল বা কঠিন
105. অক্সিডাইজিং শিখায় অক্সিজেন (O₂) এবং অ্যাসিটিলিন (C₂H₂)-এর অনুপাত?
0.9:1
1:0.9
1.5:1
1.5:2
106. হোজপাইপের ভিতর শিখার অন্তর্মুখী প্রজ্বলনকে….. বলে।
ব্যাকফায়ার
কাটিং টর্চ
ফ্লাশ ব্যাক
ওয়েল্ডিং টর্চ
107. অক্সি-অ্যাসিটিলিন গ্যাস শিখা কয় প্রকার?
2 প্রকার
3 প্রকার
4 প্রকার
6 প্রকার
108. অক্সিজেন রেগুলেটরের হাই-প্রেসার গেজের গাঠ কত?
80-90kg/cm²
100-120kg/cm²
105-180kg/cm²
200-350kg/cm²
109. অ্যাসিটিলিন সিলিন্ডারে সাধারণত কী রং দেওয়া থাকে?
সাদা (White)
হলুদ (Yellow)
কালো (Black)
খয়েরি লাল (Maroon)
110. অক্সিজেন রেগুলেটরের লো-প্রেসার গেজের পাঠ কত?
2-3kg/cm²
1.05-2.10 kg/cm²
4-5 kg/cm²
6-9 kg/cm²
111. গ্যাস ওয়েন্ডিং-এর সময় টর্চের টিপে উচ্চ শব্দ করে শিখা সাময়িকভাবে নিভে আবার জ্বলাকে…… বলে।
ফ্লাশ ব্যাক
অক্সিডাইজেশন
ফিউশন
ব্যাকফায়ার
112. কার্বুরাইজিং শিখায় অক্সিজেন (O₂) ও অ্যাসিটিলিন (C₂H₂)-এর অনুপাত?
0.9:1
1.3
1:1.5
1.5:1
113. গ্যাস সিলিন্ডারের কোনটিতে সেফটি ভালভ থাকে না?
অ্যাসিটিলিন
অক্সিজেন
ক ও খ উভয়
কোনোটিই নয়
114. অক্সি-অ্যাসিটিলিনের মাধ্যমে কোন শিখা তৈরি করা যায়?
নিউট্রাল শিখা
অক্সিডাইজিং শিখা
কার্বুরেজিং শিখা
সবগুলো
116. অ্যাসিটিলিন সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার অপেক্ষা লম্বায়…. হয়।
বড়
ছোট
বড় ও ছোট যে-কোনো একটি
কোনোটিই নয়
117. দাহ্য গ্যাস হিসেবে অ্যাসিটিলিন ছাড়া কী কী ব্যবহার হয়?
হাইড্রোজেন (H₂)
প্রোপেন (C₃H8)
মিথেন (CH4)
উপরের সবগুলো
118. গ্যাস সিলিন্ডারের কোনটিতে সেফটি ভালভ থাকে?
অক্সিজেন
অ্যাসিটিলিন
ক ও খ উভয়
কোনোটিই নয়
119. শিখার কোথায় সর্বোচ্চ তাপমাত্রা থাকে?
বাহির কোণে
ভিতরের কোণে
টর্চ টিপে
মধ‌্য কোনে