MCQ
161. বেস মেটাল ও পিলার রড একই ধাতব পদার্থের হয়ে থাকে।
সত্য
মিথ্যা
162. নিচের কোনটি ফিউশন ওয়েল্ডিং- এর উদাহরণ?
ফোর্জ ওয়েল্ডিং
আর্ক ওয়েন্ডিং
রেজিস্ট্যান্স ওয়েল্ডিং
ঘর্ষণ ওয়েল্ডিং
163. ওয়েল্ডিং জোড়ের খাঁজে যখন অতিরিক্ত ওয়েন্ড মেটাল প্রবেশ করে তখন তাকে কী বলে?
মাত্রারিক্ত পেনিট্রেশন
অসম্পূর্ণ পেনিট্রেশন
আন্ডার কাট
স্প্যাটার
164. ওয়েল্ডিং জোড়া কী ধরনের জোড়া পদ্ধতি?
অস্থায়ী জোড়া
স্থায়ী জোড়া
ক ও খ
কোনোটিই নয়
165. ওয়েন্ডিং জোড় তৈরির উপযুক্ত মেটালদ্বয়কে……. বলে।
ওয়েন্ড মেটাল
বেস মেটাল
ফিলার মেটাল
ফিলার রড
166. রিভেট ও বোল্ট জোড়া কী ধরনের জোড়া পদ্ধতি?
অস্থায়ী জোড়া
স্থায়ী জোড়া
ক ও খ
কোনোটিই নয়
167. ওয়েল্ডিং করার সময় জোড়া স্থান থেকে অক্সাইডকে অপসারণ করার জন্য কী ব্যবহার করা হয়?
নাইট্রোজেন (N.)
হিলিয়াম (He)
ফ্লাক্স
সোডিয়াম (Na)
168. নিচের কোনটি ক্ষয়িষ্ণু ইলেকট্রোড?
আবৃত ইলেকট্রোড
টাংস্টেন ইলেকট্রোড
ক ও খ
কোনোটিই নয়
169. নিচের কোনটি অধ্বংসাত্মক টেস্ট?
এডি কারেন্ট টেস্ট
টেনসাইল টেস্ট
ইমপ্যাক্ট টেস্ট
নেক ব্রেক টেস্টস্ট
170. গ্রুপ জয়েন্টের ক্ষেত্রে কোন ধরনের জয়েন্ট ব্যবহার করা হয়?
কর্নার জয়েন্ট
এজ টেস্ট
টি-জয়েন্ট
বাট টেস্ট
171. নিচের কোনটি ধ্বংসাত্মক টেস্ট?
আল্ট্রাসনিক টেস্ট
লিকেজ টেস্ট
বেন্ড টেস্ট
রেডিওগ্রাফিক টেস্ট
172. ইলেকট্রোডের গায়ে কোটিং দেওয়ার জন্য কী ব্যবহার করা হয়?
ক্যালসিয়াম কার্বনেট (CaCO3)
হিলিয়াম (He)
সোডিয়াম (Na)
অক্সিজেন (O₂)
173. নিম্নের কোন আর্ক হচ্ছে সঠিক ওয়েল্ডিং করার মাধ্যম?
লং আর্ক
শর্ট আর্ক
নরমাল আর্ক
কোনোটিই নয়
174. সাধারণত ইলেকট্রোডের দক্ষতা কত হয়ে থাকে?
১০%-৩০%
৭৫%-৭৯%
৫%-১০%
২০%-৩০%
175. নিচের কোনটি অক্ষয়িষ্ণু ইলেকট্রোড?
অনাবৃত ইলেকট্রোড
আবৃত ইলেকট্রোড
বিশুদ্ধ টাংস্টেন ইলেকট্রোড
কোনোটিই নয়
176. বেস মেটাল থেকে আর্কের দৈর্ঘ্যকে…. বলে।
ইলেকট্রোড
আর্ক লেংথ
টিগ
মিগ
177. নিচের কোনটি নন-ফিউশন ওয়েল্ডিং পদ্ধতির উদাহরণ?
গ্যাস ওয়েল্ডিং
আর্ক ওয়েল্ডিং
ফোর্জ ওয়েল্ডিং
গা র্মিট ওয়েল্ডিং
178. ইলেকট্রোড ও জবের মধ্যকার কী পরিমাণ ফাঁক রাখা হয়?
1/8 inch
3/2 inch
2/3inch
2/5 inch
179. ওয়েল্ডিং জোড়ের সকল ধরনের ত্রুটিসমূহকে প্রধানত কত ভাগ করা যায়?
৩ ভাগে
৪ ভাগে
৬ ভাগে
২ ভাগে
180. ইলেকট্রোডের দূরত্ব যত কম হবে ওয়েল্ডিং তত ভালো হবে।
মিথ্যা
সত্য