MCQ
141. ওয়েল্ডিং জোড়া সাধারণত কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
142. ঢালাইলোহা কোন পদ্ধতিতে ওয়েল্ডিং করা যায়?
ব্রেজিং
থারমিট
আর্ক ওয়েল্ডিং
উপরের সব কয়টি
143. আর্ক ভোল্টেজ-এর সমীকরণ কোনটি?
E= 20+30h
E= 30+20h
E=10+20h
E=20+40h
144. যে দুটি ধাতুকে জোড়া দেওয়া হবে তাদের…. বলে।
বেস মেটাল
প্যারেন্ট মেটাল
ওয়েল্ড মেটাল
ক ও খ
145. আর্ক ওয়েন্ডিং-এ ব্যবহৃত হয়-
অল্টাররেটিং কারেন্ট (উচ্চ ফ্রিকুয়েসি)
অল্টাররেটিং কারেন্ট (নিম্ন ফ্রিকুয়েন্সি)
ডাইরেক্ট কারেন্ট
উপরের সবগুলো
146. বেস মেটালকে জোড়া দেওয়ার সময় তৃতীয় যে ধাতু যোগ করা হয়, তাকে বলে।
বেস মেটাল
ফিলার মেটাল
ওয়েল্ড মেটাল
ক ও খ
147. সঠিক পদ্ধতিতে ওয়েল্ডিংকৃত স্থান মূল ধাতুর চেয়ে কেমন হয়?
দূর্বল
শক্ত
মোটামুটি
সবগুলো
148. অতিরিক্ত কারেন্ট ব্যবহারের কারণে ওয়েল্ড মেটালে- সৃষ্টি হয়।
আন্ডার কাট
ধাতুমল
ফাটল
স্প্যাটার
149. যে ওয়েল্ডিং প্রক্রিয়ায় চাপ ও তাপ প্রয়োগে ওয়েল্ডিং করা হয় তাকে-- বলে।
ফিউশন ওয়েল্ডিং
নন-ফিউশন ওয়েল্ডিং,
কোনোটিই নয়
150. কোনটি ফিউশন ওয়েল্ডিং নয়?
আর্ক ওয়েন্ডিং
ঘর্ষণ ওয়েল্ডিং
থারমিট ওয়েল্ডিং
ব্রেজ ওয়েল্ডিং
151. ল্যাপ জয়েন্ট করা হয় …..পুরুত্বের প্লেটে।
3mm-এর ছোট
(5-10)mm-এর বড়
12.5 mm-এর বড়
25 mm-এর বড়
152. নিচের কোনটি ফ্লাক্স হিসাবে ব্যবহৃত হয়?
চুনাপাথর
ক্যালসিয়াম অক্সাইড
ম্যাগনেশিয়াম অক্সাইড
অ্যালুমিনিয়াম অক্সাইড
153. পোলারিটি কয় প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
154. মাল্টি প্রসেস/মাল্টি পজিশনিং ওয়েল্ডিং পদ্ধতি কোনটি?
Seam
Soldering
Projection
কোনোটিই নয়
155. ওয়েল্ডিং সার্কিটের টার্মিনাল কয়টি?
১টি
৩টি
৪টি
২টি
156. কোনটি আর্ক ওয়েল্ডিং-এ ব্যবহৃত যন্ত্রপাতি নয়?
ইলেকট্রোড
ইলেকট্রোড হোল্ডার
রাইজার
কোনোটিই নয়
157. ইলেকট্রোড কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
158. অসম ধাতুর ওয়েন্ডিং করা হয়….. পদ্ধতিতে।
ব্রেজিং
ফ্রিকশন ওয়েন্ডিং
রেজিস্ট্যান্স
সবগুলো
159. মূল ধাতু অসমভাবে উত্তপ্ত হলে কোন ত্রুটি দেখা যায়?
ডিস্ট্ররশন
আন্ডার কাট
ক্র্যাঙ্ক
স্প্যাটার
160. গলিত ওয়েন্ড ধাতু জোড়ার চারদিকে ছড়িয়ে যাওয়াকে - বলে।
স্প্যাটার
আন্ডার-কাট
ওভার ল্যাপ
ক্র্যাশ