ব্যাখ্যা: Deal in something অর্থ কোনো কিছুর ব্যবস্থা করা বা কারবার করা আর deal with somebody অর্থ কারো সাথে মেলামেশা করা/সর্ম্পক রক্ষা করা। সুতরাং শূন্যস্থানে in বসবে।
ব্যাখ্যা: Exchange with somebody অর্থ কারো সাথে বিনিময় করা। আর একটির বিনিময়ে আরেকটি বোঝাতে for preposition টি ব্যবহৃত হয়। সুতরাং শূন্যস্থানে with এবং for বসবে।
ব্যাখ্যা: Sympathy for somebody অর্থ কোনো কিছুর জন্য সহানুভূতি বা সমবেদনা। For যোগে বাক্যটির অর্থ: ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের জন্য আমাদের সমবেদনা থাকা উচিত নয়।
194. Fill in the blank with right option: She prides herself.....her beauty.
ব্যাখ্যা: Pride oneself on/upon something অর্থ কোনো কিছু নিয়ে গর্ব অহংকার বোধ প্রকৌশলী (সিভিল) ২০১৬ করা। On বসিয়ে বাক্যটির বাংলা সে তার রূপ নিয়ে অহংকার বোধ করে।
195. He was accused....... inciting others to revolt.
ব্যাখ্যা: Accuse somebody of doing something অর্থ কাউকে কোনো কিছুর জন্য অভিযুক্ত করা। Of যোগে বাক্যটির বাংলা: বিদ্রোহে উসকানি দেয়ার জন্য তাকে অভিযুক্ত করা হলো।