EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Appropriate Preposition MCQ
101. Our students spend a lot of money …… gifts.
on
by
in
at
ব্যাখ্যা: Spend sth on sth অর্থ কোনো কিছু ক্রয় করতে টাকা খরচ করা। আমাদের ছাত্রছাত্রীরা উপহার (On gifts) ক্রয় করতে অনেক টাকা খরচ করে।
102. Nobody …… Alam knew the way.
without
but
that
beside
ব্যাখ্যা: চারটি options-এর মধ্যে (ক) without অর্থ 'ছাড়া' (খ) but অর্থ ব্যতীত, (গ) that অর্থ যে এবং (ঘ) beside অর্থ পাশে। শূন্যস্থানে but হবে। এখানে but অর্থ except।
103. Mother prohibited me ….. going out. The appropriate preposition to the gap is-
from
on
in
at
ব্যাখ্যা: Prohibit somebody from something অর্থ কাউকে কোনো কিছু করতে বারণ করা বা নিষেধ করা। মা আমাকে বাইরে যেতে নিষেধ করেছিল।
104. Taher is annoyed….. me.
on
with
against
over
ব্যাখ্যা: Annoy with somebody অনুসারে শূন্যস্থানে with বসবে।
105. To complete the sentence. This is an exception….. the rule, we need.
to
for
on
at
ব্যাখ্যা: Exception to the rule অর্থ নিয়মবহির্ভূত। Appropriate preposition -এর ব্যবহার অনুসারে এখানে exception-এর পর to বসে।
106. My wife reminds me…..
of my appointment
to my appointments
my appointments
about my appointments
ব্যাখ্যা: Remind-এর পরে 'of preposition বসে।
107. He pleaded with me…… justice.
about
with
for
on
ব্যাখ্যা: Plead with somebody for something অর্থ কারো কাছে কোনো কিছুর জন্য অনুনয় বিনয়/কাকুতি-মিনতি করা। সুতরাং শূন্যস্থানে for বসবে।
108. To complete the sentence 'I was there that time' we need
in
at
by
on
ব্যাখ্যা: At that time- ঐ সময়ে।1 was there at that time- আমি ঐ সময়ে সেখানে ছিলাম।
109. Death is preferable ….. humiliation.
for
to
after
than
ব্যাখ্যা: Preferable to অর্থ শ্রেয়।
110. Fill in the blank with appropriate preposition. 'Please lean the ladder...... the wall.'
with
on
against
by
ব্যাখ্যা: Lean something against something অর্থ আড়াআড়িভাবে কোনো কিছুর সাথে কিছু রাখা।
111. My birthday is…… February.
in
on
at
by
ব্যাখ্যা: সাধারণত year-এর আগে in, month-এর আগে in এবং day এর আগে on বসে।
112. What is Dhaka famous ….. ?
of
by
for
at
ব্যাখ্যা: What is Dhaka famous for? এর অর্থ ঢাকা কী কারণে বিখ্যাত?
113. Fill up the gap with an appropriate phrase/ word: Don't speak ill ...... others.
to
for
of
with
ব্যাখ্যা: Speak ill of sb অর্থ কারো নিন্দা করা।
114. Honesty is indispensable …… success.
about
for
at
to
ব্যাখ্যা: Indispensible to- অপরিহার্য।
115. It has been raining….. 7 O'clock.
for
since
upto
more than
ব্যাখ্যা: এটি Present perfect continuous tense-এর উদাহরণ। কোনো কাজ পূর্বে একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলাকে Present perfect continuous tense বলে। যেহেতু এখানে definite period of time বুঝানো হয়েছে তাই since ব্যবহৃত হবে।
116. To complete the sentence 'Call…… a doctor, we need
for
at
in
by
ব্যাখ্যা: Call for- দাবি করা, call at- কোথাও সামান্য সময়ের জন্য থামা, call in- ডেকে আনা, call by- যাওয়ার পথে কারো সাথে দেখা করা। ডাক্তার ডেকে আনা বোঝাতে বাক্যের শূন্যস্থানে in হবে।
117. 'Among' is a preposition that is used when ..... people are involved.
two
more than two
two or more than two
Four only
ব্যাখ্যা: Among হলো একটি preposition যা ব্যবহৃত হয় যখন দুয়ের অধিক মানুষ নিয়োজিত থাকে। সুতরাং সঠিক উত্তর more than two। কেননা দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে among preposition টি ব্যবহৃত হয়।
118. There is no alternative …… training.
to
for
than
of
ব্যাখ্যা: Alternative to-বিকল্প।
119. We insist….. your leaving the room.
on
in
for
at
ব্যাখ্যা: পীড়াপীড়ি/জেদ করা অর্থে insist-এর পর preposition-on বসে।
120. The discussion was deferred ….. the next meeting.
for
into
to
with
ব্যাখ্যা: Defer to + future time অর্থ ভবিষ্যতের নির্দিষ্ট সময় অবধি মুলতবি রাখা; বিলম্বিত করা। সুতরাং শূন্যস্থানে to বসবে।