EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়?
বি
ডি
সি
ব্যাখ্যা: তথ্য: ভিটামিন D এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। এই ভিটামিনের অভাবে অস্থি ও দাঁতের বিকৃতি ঘটে। ভিটামিন A এর অভাবে রাতকানা হয়, দেহের বৃদ্ধি ব্যাহত হয়, ত্বক খসখসে হয়, স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়। ভিটামিন C এর অভাবে দাঁতের গোঁড়া ফোলে উঠে, তা থেকে রক্ত পড়ে বা তাতে পুঁজ জমে। এর অভাবে স্কার্ভি রোগ
2. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে।
৮ মিনিট ২০ সেকেন্ড
৮ মিনিট ১০ সেকেন্ড
২০ মিনিট ৮ সেকেন্ড
১ ঘন্টা ২০ মিনিট
ব্যাখ্যা: তথ্য: সূর্যের আলোক শক্তিই তাপশক্তিতে রূপান্তরিত হয় পৃথিবীতে এসে। সেই হিসেবে সূর্যের আলো পৃথিবীতে আসতে ৮ মিনিট ২০ সেকেন্ড আর সে সময় আগত সেই আলোক রশ্মি বস্তুতে পড়লে বিকিরণের সাহায্যে বস্তু গরম হয়।
3. Which one is not a renewable energy --
solar energy
wind energy
biomass energy
Uranium
ব্যাখ্যা: তথ্য: অ-নবায়নযোগ শক্তি সম্পদের মধ্যে রয়েছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল এবং পারমাণবিক শক্তি (Uranium) solar energy, wind energy, biomass energy এগুলো নবায়নযোগ্য শক্তি কারণ এগুলোর কোন শেষ নাই।
4. ডায়মন্ড কিসের রুপ ভেদ--
কোয়ার্টজ
কার্বন
গ্রাফাইট
সিলভার
ব্যাখ্যা: তথ্য: হীরক কার্বনের একটি বিশেষ রুপ মাত্র।
5. The study of kind of life in outer space is known as --
Exobiology
Ecology
Evolution
Anthropology
ব্যাখ্যা: তথ্য: মহাকাশে জীবনের অধ্যয়ন এক্সোবায়োলজি (Exobiology) নামে পরিচিত। বিজ্ঞানের এই শাখাটি অন্যান্য গ্রহে সম্ভাব্য প্রাণের প্রকৃতি নিয়ে কাজ করে।
6. কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প কত সালে চালু হয়?
১৯৮১
১৯৬২
১৯৮৮
১৯৬৯
ব্যাখ্যা: তথ্য: কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প ১৯৬২ সালে চালু হয়।
7. Victoria falls situated in- (ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত)
Zimbabwe
Poland
Canada
Africa
ব্যাখ্যা: তথ্য: ভিক্টোরিয়া জলপ্রপাতম, উত্তরে জাম্বিয়া এবং দক্ষিণে জিম্বাবুয়ের মধ্যবর্তী সীমান্ত জাম্বেজি নদীর তীরে অবস্থিত দর্শনীয় জলপ্রপাত। সঠিক উত্তর: (ক)
8. Guarantee to an exporter that the importer of his goods will pay immediately for the goods ordered by him, is known as--
Letter of Credit (L/C)
Laissezfare
Inflation
None of above
ব্যাখ্যা: তথ্য: A Letter of Credit, also known as LC or Documentary Credit, is a commonly used instrument for effecting payment between a buyer and seller.
9. Corrigendum শব্দের অর্থ কি?
পুনরবিন্যাস
শুদ্ধিপত্র
স্থাপথ্যকলা
অনুরোধপত্র
ব্যাখ্যা: তথ্য: Corrigendum শুদ্ধিপত্র সংশোধনীয় বিষয়।
10. Which country in the world shares its border with the most countries?
China
Russia
Brazil
Germany
ব্যাখ্যা: তথ্য: China Has 14 Neighboring Countries Russia Has 14 (or 12) Neighboring Countries Brazil Has 10 Neighboring Countries Germany Has 9 Neighboring Countries