EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. Fillin the blanks with appropriate words. Assert Dissent.
Affirm - object
Endorse - Ratify
Reject- Disapprove
Acknowledge - Recognize
2. অহি-নকুল শব্দটি কোন নিয়মে গঠিত হয়েছে?
প্রত্যয়
সমাস
সন্ধি
উপসর্গ
ব্যাখ্যা: অহি ও নকুল = অহিনকুল দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ।
3. সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে একটি-
রম্য রচনা
কবিতা
আত্মজীবনী
ভ্রমণ কাহিনী
ব্যাখ্যা: সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে একটি ভ্রমণ কাহিনী যা ১৯২৭ থেকে ১৯২৯ সালের আফগানিস্তান ভ্রমণের উপর লেখা।
4. Fillin the blanks with appropriate words. Stockings are....socks.
long
big
e-mail
short
5. দেশে বিদেশে গ্রন্থের রচয়িতা কে?
জসিম উদদীন
বেগম সুফিয়া কামাল
সৈয়দ মুজতবা আলী
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: দেশে বিদেশে হচ্ছে নান্দনিক কথা সাহিত্যি সৈয়দ মুজতবা আলী রচিত একটি ভ্রমণ কাহিনি। অন্য কোন ভ্রমণ কাহিনী আজ পর্যন্ত বাংলা সাহিত্যে এতটা জনপ্রিয় অর্জন করতে পারে নি।
6. কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়?
লন্ডন
নিউইয়ার্ক
ক্যালিফোর্নিয়া
ওয়াশিংটন
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য জর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশঙ্করের উদ্যোগে ১ আগষ্ট, ১৯৭১ সালে ' Concert for Bangladesh'এর আয়োজন করা হয়। জর্জ হ্যারিসন এর ব্যান্ড দলের নাম ছিল, বিটলস (১৯৬০ সালে) প্রতিষ্ঠিত।
7. ১৯৭১ সালে অনুষ্ঠিত Concert for Bangladesh এর প্রধান শিল্পী কে ছিলেন?
রুনা লাইলা
বাপ্পী লাহিড়ী
মার্ক এন্থনি
জর্জ হ্যারিসন
ব্যাখ্যা: পন্ডিত রবিশঙ্করের উদ্যোগে ১ আগষ্ট, ১৯৭১ সালে Concert for Bangladesh' এর আয়োজন করা হয়। পন্ডিত রবিশঙ্করের আহবানে জর্জ হ্যারিসন এই কনসার্টে যোগ দেন। কনসার্টের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন।
8. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
নীলফামারী
কুড়িগ্রাম
লালমনিরহাট
দিনাজপুর
ব্যাখ্যা: ১৯৭২ সালে ইন্দিরা মুজিবুর চুক্তি অনুযায়ী দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশের লালমনিরহাট জেলাধীন একটি ছিটমহল।
9. জনৈক এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
এক যে জন
জন যে এক
এক এবং জন
এক জন পর্যন্ত
ব্যাখ্যা: জনৈক শব্দের ব্যাসবাক্য হলো, জন যে এক।
10. কোনটি ভাষার উপাদান?
শব্দ
ধ্বনি
ব্যাকরণ
বাক্য
ব্যাখ্যা: ধ্বনি ভাষার মূল উপাদান। ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। অপরদিকে, ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ। বাক্যের ক্ষুদ্রতম অংশকে শব্দ বলে।
11. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
রাঙ্গামাটি
খাগড়াছড়ি
বান্দরবান
সন্দীপ
ব্যাখ্যা: হালদা ভ্যালি খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি উপত্যকা। এই উপত্যকা থেকে হালদা নদীর উৎপত্তি। এছাড়া পার্বত্য চট্টগ্রামে কাপ্তাই হ্রদ দ্বারা প্লাবিত আর একটি উপত্যকা হলো ভেঙ্গী ভ্যালি।
12. জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ-
জন + ইক
জন + এক
জনৈ + এক
জন + ঈক
ব্যাখ্যা: স্বরসন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ কারের পর এ কার থাকলে উভয়ে মিলে ঐ কার হয়। ঐ কার পূর্ববর্তী ব্যাঞ্জনের সাথে যুক্ত হয়। অ+এ = ঐ (জন + এক = জনৈক)
13. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কি?
কর্ণফুলী
হালদা
গোমতী
মহানন্দা
ব্যাখ্যা: কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়। গোমতী নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা পাহাড়ের ডুমুর। মহানন্দা নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ির বাটনাতলী ইউনিয়নের পাহাড়ি গ্রাম সালদা। সালদার পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা ছড়া সালদা থেকে হালদা। এটি পরে কালুরঘাটের নিকট কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে।
14. কোন সমস্ত পদটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
বিলাতফেরত
অহি-নকুল
শশব্যস্ত
পদ্মনত
ব্যাখ্যা: অহি নকুল বিরোধার্তক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাস। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ এর প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
15. বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে এমন দুটি দেশের নাম হলো-
ভারত ও ভুটান
ভারত ও মায়ানমার
ভারত ও মালদ্বীপ
ভারত ও নেপাল
ব্যাখ্যা: ভারত ও মায়ানমার বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে।
16. " ছাত্রটির মাথা ভালো" বাক্যে মাথা কি অর্থে ব্যবহৃত হয়েছে?
দেহের অংশ
প্রান্ত
মেধা
নেতা
ব্যাখ্যা: ছাত্রটির মাথা ভালো" বাক্যে মাথা মেধা অর্থে ব্যবহৃত হয়েছে।
17. Fillin the blanks with appropriate words. The new offer of job was alluring. hare alluring mean-
ordinary
tempting
disappointing
unexpected
ব্যাখ্যা: alluring লোভনীয়, অপরদিকে, tempting-প্রলুব্ধকর।
18. কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল?
তিন বিঘা করিডর
জাফলং
রৌমারী
দহগ্রাম
ব্যাখ্যা: লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা। এ ভূখন্ডের সাথে বাংলাদেশের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি প্যাসেজ ডোর রয়েছে যা তিন বিঘা করিডর নামে পরিচিত।
19. বায়ুমন্ডলে সর্বাধিক পাওয়া যায় কোনটি?
অক্সিজেন
হাইড্রোজেন
নাইট্রোজেন
কার্বন ডাই অক্সাইড
ব্যাখ্যা: পৃথিবীর বায়ুমন্ডল নাইট্রোজেন (৭৮.০২%), অক্সিজেন (২০.৭১%), আর্গন (০.৮০%), কার্বন ডাই অক্সাইড (০.০৩% প্রায়) এবং সামান্য পরিমাণ অন্যান্য গ্যাস।
20. Choose the correct sentence
A few of three boys got a prize.
each of the three boys got a prize
every of the three boys got a prize
all of the three boys got a price