Bangla MCQ
3081. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
নিরঞ্জনের রুম্মা
দোহাকোষ
গোপীচন্দ্রের সন্ন্যাস
ময়নামতীর গান
3082. চর্যাপদ কোন ছন্দে লেখা?
অক্ষরবৃত্ত
স্বরবৃত্ত
মাত্রাবৃত্ত
অমিত্রাক্ষর ছন্দ
3083. 'চর্যাপদ' কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
সনাতন হিন্দু
জৈন
সহজিয়া বৌদ্ধ
হরিজন
3084. বাংলা সাহিত্যের আদিগ্রন্থ 'চর্যাপদ' এর রচনাকাল ---
সপ্তম থেকে দ্বাদশ শতক
অষ্টম থেকে চতুর্দশ শতক
নবম থেকে চতুর্দশ শতক
দশম থেকে চতুর্দশ শতক
3085. হরপ্রসাদ শাস্ত্রী 'চর্যাপদ' যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল-
চর্যাপদাবলি
হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
চর্যাচর্যবিনিশ্চয়
চর্যাগীতিকা
3086. 'চর্যাপদ' প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
বঙ্গীয় সাহিত্য পরিষদ
এশিয়াটিক সোসাইটি
শ্রীরামপুর মিশন
ফোর্ট উইলিয়াম কলেজ
3087. বাংলা ভাষার আদি নিদর্শন 'চর্যাপদ' আবিষ্কৃত হয় কত সালে?
২০০৭ সালে
১৯১৬ সালে
১৯০৭ সালে
১৯০৯ সালে
3088. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন-
তিব্বত, নেপাল
ভুটান, সিকিম
কাশী, বেনারস
বোম্বে, জয়পুর
3089. 'চর্যাচর্যবিনিশ্চয়' এর অর্থ কী?
কোনটি আচার্যের, আর কোনটি নয়
কোনটি আচরণীয়, আর কোনটি নয়
কোনটি চরাচরের, আর কোনটি নয়
কোনটি চর্যাগান, আর কোনটি নয়
3090. বাংলা ভাষার প্রথমকাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক?
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. হরপ্রসাদ শাস্ত্রী
ড. সুকুমার সেন
3091. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
পাল
মোগল
সেন
তুর্কি
3092. বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত 'চর্যাপদ' কে সম্পাদনা করেন?
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. দীনেশচন্দ্র সেন
শ্রী হরপ্রসাদ শাস্ত্রী
শ্রী হরলাল রায়
3093. প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন?
১৯
২৩
২৫
২৭
3094. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
আরাকান রাজগ্রন্থাগার থেকে
বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে
নেপালের রাজগ্রন্থশালা থেকে
সুদূর চীন দেশ থেকে
3095. চর্যাপদ হলো মূলত/ চর্যাপদ এক প্রকার-
গানের সংকলন
কবিতার সংকলন
প্রবন্ধের সংকলন
কোনোটিই নয়
3096. বাংলা সাহিত্যের আদি কবি কে?
কাহ্নপা
লুইপা
চেগুনপা
ভুসুকুপা
3097. চর্যাপদে কতজন কবির পদ রয়েছে?
২৭
২৪
২৬
২৫
3098. 'চর্যাপদ' রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন?
মধ্যযুগ অতি
আধুনিক যুগ
আদিযুগ
আধুনিক যুগ
3099. হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন?
চীনের রাজদরবার
নেপালের রাজদরবার
ভারতের গ্রন্থাগার
শ্রীলংকার গ্রন্থাগার
3100. কোন সাহিত্যেকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে ?
চর্যাপদ
গীতগোবিন্দ
পদাবলি
চৈতন্যজীবনী