Image
Bangla Questions
5661. ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’-পঙ্ ক্তিটির রচয়িতা-
বিদ্যাপতি
গোবিন্দ দাস
রবীন্দ্রনাথ ঠাকুর
কৃষ্ণদাস কবিরাজ
5662. 'ভূষণ্ডির কাক' কথাটির অর্থ কি?
ষড়যন্ত্রকারী
দীর্ঘ প্রতিক্ষামাণ
দীর্ঘায়ু ব্যক্তি
অপ্রয়োজনীয় ব্যক্তি
5663. ব্যুৎপত্তি-
সম্পত্তি
দক্ষতা
ব্যাপকতা
ক্ষমতা
5664. ‘ইতরবিশেষ’ বলতে বোঝায় –
দুর্বৃত্ত
চালাকি
পার্থক্য
চালাকি
5665. এক কথায় প্রকাশ করুন: "যার কোনো কিছু থেকেই ভয় নেই"
অকুতোভয়
অতুলনীয়
অপ্রতর্ক
নৈয়ায়িক
5666. বদান্যতা-
ঔদার্য্য
ব্যথা
বদ মতলব
বাজে কাজ
5667. কুহেলী-
কুয়াশা
রাত্রি
ঢেউ
চাদর
5668. 'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ কী?
অমূল্য বস্তু
গুরুভার
জটিল অবস্থা
নিন্দিত
কোনোটিই না
5669. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই
আপনি স্বপরিবারে আমন্ত্রিত
তার দু’চোখ অশ্রুতে ভেসে গেল
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলা,
5670. মন্থর
ঢেউ
আকাশ
ধীর
স্বাপদ
কোনোটিই নয়
5671. হর্ষ
জটিল
আনন্দ
চালাক
বোকা
কোনোটিই নয়
5672. লেফাফা
বালতি
মোড়ক
চিঠি
শাবল
5673. ‘চঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নাম –
আবদুল কাদের
খতিব মিয়া
আক্কাস আলী
আরেফ আলী
5674. ব্যত্যয়
ব্যতিক্রম
বন্ধুত্ব
অপ্রয়োজনীয়
অন্ধকার
5675. শকট
গাড়ী
মাছ
ময়ূর
গরু
কোনোটিই নয়
5676. বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
কামরুল হাসান
শিব নারায়ন দাস
এ এন সাহা
খুরশেদ আলী খান
5677. নৃপতি-
রাজা
স্বামী
নাপিত
মাতবর
কোনোটিই নয়
5678. নিপাতনে সিদ্ধ সন্ধির দৃষ্টান্ত কোনটি?
গো+অক্ষ = গবাক্ষ
পৌ+অক=পাবক
বি+অঙ্গ=বঙ্গ
যতি+ইন্দ্র=যতীন্দ্র
5679. অভিপ্রেত
জটিল
অভিযুক্ত
ভয়ঙ্কর
আকাংক্ষিত
কোনোটিই নয়
5680. ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতার নাম –
সৈয়দ মুজতবা আলী
কাজী আবদুল ওদুদ
নজিবর রহমান
রোকেয়া সাখাওয়াৎ হোসেন