Image
Bangla MCQ
21. 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদক কে?
টি. এস. এলিয়ট
ডব্লিউ. বি. ইয়েটস
রবীন্দ্রনাথ ঠাকুর
বুদ্ধদেব বসু
22. 'ঢোঁড়াই চরিতমানস' উপন্যাসের লেখক কে?
দেবেশ রায়
ভবভূতি
সতীনাথ ভাদুড়ী
কৃত্তিবাস
23. ‘নীল লোহিত’ কোন লেখকের ছদ্মনাম?
অরুণ মিত্র
সমরেশ বনু
সুনীল গঙ্গোপাধ্যায়
সমরেশ মজুমদার
24. “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামান ছেলে?
কাজী নজরুল ইসলাম
কামাল পাশা
চিত্তরঞ্জন দাস
সুভাষ বসু
25. 'হাতহদাই' নাটকটি কে লিখেছেন?
গিরীশ্চন্দ্র ঘোষ
উৎপল দত্ত
মান্নান হীরা
সেলিম অলদীন
26. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
হিত্তিক ও তুখারিক
তামিল ও দ্রাবিড়
আর্য ও অনার্য
মাগধী ও গৌড়ী
27. চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?
বাংলাদেশ
নেপাল
উড়িষ্যা
ভুটান
28. 'ভাড়ুদত্ত কোন কাব্যের চরিত্র?
অন্নদামঙ্গল
চণ্ডীমঙ্গল
মনসামঙ্গল
ধর্মমঙ্গল
29. 'চশমা' শব্দ বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
আরবি
ফারসি
তুর্কি
সিংহলি
30. সজনীকন্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
শনিবারের চিঠি
রবিবারের ডাক
বিজলি
বঙ্গদর্শন
31. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
পণ্ডিত
বিদ্যাসাগর
শাস্ত্রজ্ঞ
মহামহোপাধ্যায়
32. 'খুমি' উপজাতির বাস কোন জেলায়?
রাঙ্গামাবান্দরবানটি
কক্সবাজার
বান্দরবান
খাগড়াছড়ি
33. 'কুহেলিকা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ?
গল্পগ্রন্থ
উপন্যাস
প্রবন্ধগ্রন্থ
কাব্যগ্রন্থ
34. ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।’-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
‘অনন্ত প্রেম’
‘উপহার’
‘ব্যক্ত প্রেম’
‘শেষ উপহার’
35. 'স্বাধীনতা তুমি' কবিতা শামসুর রাহমান কোন সনে লিখেছিলেন?
১৯৭১
১৯৭৫
১৯৮১
১৯৮৬
36. ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?
রফিক আজাদ
শঙ্খ ঘোষ
শক্তি চট্টোপাধ্যায়
শামসুর রহমান
37. দৌলত উজির বাহরাম খাম সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
সুলতান খিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
38. ‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’-কে রচনা করেন এই কাব্যাংশ?
সুধীন্দ্রনাথ দত্ত
প্রেমেন্দ্র মিত্র
সমর সেন
জীবনানন্দ দাশ
39. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
চৌবেরিয়া গ্রাম, নদীয়া
কীঠালপাড়া রাম, চব্বিশ পরগনা
বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
দেবানন্দপুন গ্রাম, হুগলি
40. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
‘মনসামঙ্গল’
‘মনসাবিজয়
‘পদ্মপুরাণ’
‘পদ্মাবতী’