Bangla MCQ
5682. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের বিশেষণ?
বসুন্ধরা
ধরণী
পার্থিব
কোনোটিই নয়
5683. 'বালতি' কোন ধরনের শব্দ?
আরবি শব্দ
দেশি শব্দ
ফরাসি শব্দ
ফারসি শব্দ
কোনোটিই
5684. 'নন্দন' শব্দের অর্থ কোনটি?
বাতাস
ছেলে
নতুন
নীল
5686. 'মন্বন্তর'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
মন + অন্তর
মনন + অন্তর
মনু + অন্তর
মনুন + অন্তর
কোনোটিই নয়
5687. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:
দুরাবস্থা
দূরাবস্থা
দুরবস্থা
দূরবস্থা
5688. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:
পীড়াপিড়ি
পিড়াপিড়ি
পীড়াপীড়ি
পীড়াপিড়ী
কোনোটিই নয়
5689. নিচের কোনটি উপন্যাস নয়?
দিবারাত্রির কাব্য
মহাশশ্মশান
শেষের কবিতা
লালসালু
5691. ইতর প্রাণীর বহুবচনে ব্যবহৃত হয়-
পাল
রা
বৃন্দ
গণ
কোনোটিই নয়
5692. শওকত ওসমানের আসল নাম কী?
শেখ আজিজুর রহমান
শেখ রহমত রহমান
শেখ ফজলুল রহমান
শেখ বজলুর রহমান
কোনোটিই নয়
5693. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:
আশ্বস্ত
আশ্বস্থ
আস্বস্ত
আস্বস্থ
কোনোটি নয়
5694. 'তামার বিষ' বাগধারার অর্থ-
গভীর আঘাত
ধাতব পদার্থের আঘাত
পুরানো ক্ষত
অর্থের কুপ্রভাব
5695. 'পাতায় পাতায় পড়ে নিশির শিশির' এখানে 'পাতায় পাতায়' কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
আধিক্য
নির্দিষ্টতা
ধারাবাহিকতা
স্বল্পতা
5696. কদাকার
কাঁদা যুক্ত
বিশ্রী
অপলাপ
কম দরকারী
কোনোটিই নয়
5697. 'বঙ্গভাষা' কবিতাটির রচয়িতা কে?
সুনীল গঙ্গোপাধ্যায়
হুমায়ূন আহমেদ
সমরেশ মজুমদার
মাইকেল মধুসূদন দত্ত
কোনোটিই নয়
5698. শব্দের সঠিক বানান নির্ণয় করুন:
অনুবীক্ষণ
অণুবীক্ষণ
অনুবীক্ষন
অনুবিক্ষন
5699. এক কথায় প্রকাশ করুন: 'যে বিষয়ে কোনো বিরোধ নেই'।
অবিরোধী
অসংবৃত
নির্বিরোধী
অবিসংবাদী
কোনোটিই নয়
5700. 'নীর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অগ্নি
চন্দ্র
গৃহ
বারি