Image
MCQ
4641. মা শিশুকে খাওয়ান। এটি কোন ক্রিয়া? প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩
সরল ক্রিয়া
মিশ্র ক্রিয়া
নাম ক্রিয়া
প্রযোজক ক্রিয়া
4642. যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, তাকে কী বলে? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস। ২৩
সমাপিকা ক্রিয়া
অসমাপিকা ক্রিয়া
সকর্মক ক্রিয়া
প্রযোজক ক্রিয়া
4643. যোজক কাকে যুক্ত করে? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা। ২৩
পদ
বাক্য
বর্গ
সবগুলো
4644. 'বেটাইম' শব্দটি গঠিত হয়েছে- [বাতিলকৃত ২৪তম বিসিএস]
ফারসি ও ইংরেজি শব্দে
ফারসি ও ফরাসি শব্দে
ফরাসি ও ইংরেজি শব্দে
ফারসি ও হিন্দি শব্দে
4645. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- এর মধ্যে 'টাপুর টুপুর' কিরূপ অব্যয়? পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা: ২২
অনন্বয়ী অব্যয়
সংযোজক অব্যয়
পদান্বয়ী অব্যয়
অনুকার অব্যয়
4646. 'ওদিকে আর যাব না'- এ বাক্যে 'আর' শব্দটি ব্যবহৃত হয়েছে-পিএসসি'র জুনিয়র ইন্সট্রাক্টর। ২০
নির্দেশ অর্থে
বিস্ময় প্রকাশে
পুনরাবৃত্তি অর্থে
স্বীকৃতিজ্ঞাপন অর্থে
4647. 'তিনি সৎ তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে'- এখানে 'তাই' অব্যয়টি- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক। ২৩
সংযোজক অব্যয়
সংকোচক অব্যয়
বিয়োজক অব্যয়
সমুচ্চয়ী অব্যয়
4648. নিচের কোনটি মিশ্র শব্দ নয়? (৯ম বেসরকারী শিক্ষক নিবন্ধন: ১৩)
বেতার
হেড-মাস্টার
হাট-বাজার
শাক-সবজি
4649. কোনটি আত্মবাচক সর্বনাম? ক্ষুন্ন কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব রক্ষক। ২৩
খোদ
নিজে নিজে
এই
কে
4650. "কী করেই না দিন কাটাচ্ছ" বাক্যটিতে 'না' কী অর্থে ব্যবহৃত হয়েছে? (ডেলওয়ের পয়েন্টসম্যান। ২২
বিস্ময় প্রকাশ
আক্ষেপ প্রকাশ
উপহাস প্রকাশ
ব্যঙ্গ প্রকাশ
4651. কোন বাক্যে সমধাতুজ কর্ম ব্যবহৃত হয়েছে? (বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার। ২২
এমন সুখের মরণ কে মরতে পারে?
এমন কষ্টের মরণ কেউ কি চায়?
এমন সুখের মরণ কে না চায়?
উপরের কোনটিই নয়
4652. 'কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল'- 'চাইতে' ক্রিয়াটির ব্যবহার কোন ধরনের? (সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার: ২৩
অনন্বয়ী অব্যয়
অনুসর্গ তৈরী
ক্রিয়াবাচক বিশেষণ
বিশেষণ বাচকতা
4653. 'তোমার নাম কী?'- এখানে 'কী' কোন প্রকারের পদ? বিসিএস 45
প্রশ্নবাচক
বিশেষণ
অব্যয়
সর্বনাম
4654. ঘটনাটা শুনে রাখ- এই বাক্যে 'শুনে রাখ' কোন প্রকার ক্রিয়া? সহকারী জজ। ২২
যৌগিক
সমধাতুজ
দ্বিকর্মক
মিশ্র
4655. কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা। ২৩
শর্ত
ভূত
ভাবী
সবগুলো
4656. 'জান্নাত ও বেহেশত' শব্দ দুটি কোন কোন ভাষা থেকে এসেছে? [পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১৩]
আরবি ও পর্তুগিজ
আরবি ও ফারসি
ফারসি ও ফরাসি
তুর্কি ও পর্তুগিজ
4657. অব্যয় পদ কত প্রকার? উত্তরা ব্যাংকের আসিস্ট্যান্ট অফিসার। ২১
তিন
ছয়
চার
পাঁচ
4658. 'ঘণ্টা বেজে উঠল' কোন ধরনের ক্রিয়াপদ? পিটি উন্নয়ন বোর হিসাবরক্ষক। ২২
প্রযোজক ক্রিয়া
নাম ধাতুর ক্রিয়া
যৌগিক ক্রিয়া
মিশ্র ক্রিয়া
4659. 'শন শন' কি ধরনের দ্বিরুক্ত শব্দ? সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিত প্রতিষ্ঠানের অফিসার। ২৩
শব্দের দ্বিরুক্তি
অনুকার দ্বিরুক্তি
পদের দ্বিরুক্তি
কোনোটিই নয়
4660. 'চৌ-হদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে? [২৬তম বিসিএস ]
বাংলা+ফারসি
ফারসি+আরবি
সংস্কৃত-ফারসি
সংস্কৃত+আরবি