Image
MCQ
4701. 'পুলিশ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?। পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার (ক্যাশ): ১৩
ওলন্দাজ
ইংরেজি
ফারসি
পর্তুগিজ
4702. 'গাং' শব্দটি- (শ্রম অধিদপ্তরে সহকারী পরিচালক: ০৩)
হিন্দি
তুর্কি
কোরিয়ান
জাপানি
4703. দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? (২৬৬ম বিসিএস / জনতা ব্যাংকের এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার/১৯)
আইন
এজেন্ট
দাখিল
মুচলেকা
4704. চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ? (সরকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১১/মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১০)
বাংলা
পর্তুগিজ
ফারসি
চৈনিক
4705. 'সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়'- 'উঠলে' কোন ক্রিয়াপদ? মাউশি'র হিসাব সহকারী। ২৩/ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯
সমাপিকা
প্রযোজ্য
অসমাপিকা
প্রযোজক
4706. বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক। ১০
শেষে
অব্যয় পদের পরে
কর্মের আগে
প্রথমে
4707. 'এতক্ষণ গাছের ছায়ায় বসা মানুষটি কোথায় গেল?' বাক্যের 'এতক্ষণ গাছের ছায়ায় বসা' অংশটি-জনতা ব্যাংক লি.আসিস্টান্ট এক্সিকিউটিভ অফিসার: ১৫
সর্বনাম স্থানীয়
ক্রিয়া স্থানীয়
বিশেষ্য স্থানীয়
বিশেষণ স্থানীয়
4708. 'এলাচি' কোন ভাষার শব্দ? [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ১৬]
আরবি
চীনা
হিন্দি
ফরাসি
4709. 'ছেলেটি এমন আঁকাই এঁকেছে।' বাক্যে যে ধরনের কর্মপদ ব্যবহৃত হয়েছে- সোনালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৮
মুখ্যকর্ম
প্রযোজক কর্ম
ধাতুর্থক কর্ম
গৌণকর্ম
4710. কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? সরকারি মাধ্যমিক শিক্ষক। ০৬
আমি চোখে দেখি না
আমি রাতে ভাত খাব না
ছেলেটা কথা শোনে
আকাশে চাঁদ দেখি না
4711. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী: ২১/ বাংলাদেশ ব্যাংক অফিসার: ০১/
বচনভেদে
বর্ণনাভেদে
প্রয়োগভেদে
অর্থভেদে
4712. কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে? জেলা দুর্নীতি দমন অফিসার। ১৪
সে চট্টগ্রাম গিয়েছে
সে পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছে
সে খুব আরামে ঘুম ঘুমিয়েছে
সে বিজ্ঞানের একটি সমস্যা নিয়ে ভাবছে
4713. 'ইংরেজ' কোন ভাষার শব্দ? [শিক্ষক নিবন্ধন (প্রভাষক)/১৭]
পর্তুগিজ
ইতালীয়
ইংরেজি
জার্মান
4714. 'পানি' শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? (সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ১২/ ঢাকা বিশ্ববিদ্যালয় (৪-ইউনিট)- ০৩-০৪)
ফারসি
আরবি
সংস্কৃত
হিন্দি
4715. 'চানাচুর' শব্দটি কোন ভাষা হতে এসেছে? [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/ সহকারী মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ০৮]
হিন্দি
আরবি
উর্দু
চীনা
4716. 'শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে' বাক্যটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে? সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৯
নিরন্তরতা অর্থ
অনুমোদন
কার্য সমাপ্তি অর্থ
অভ্যস্ততা অর্থ
4717. 'চকলেট' কোন দেশের ভাষার শব্দ? [ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক: ২২/ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ২১]
অস্ট্রেলিয়া
জার্মানি
ইটালি
মেক্সিকো
4718. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? (১৫তম বিসিএস)
সে বই পড়ছে
সে ঘুমিয়ে আছে
সে গভীর চিন্তায় মগ্ন।
সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
4719. 'আঁতাত' শব্দটি কোন ভাষা থেকে আগত? (বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১১)
ইংরেজি
ফরাসি
ফারসি
স্প্যানিশ
4720. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে- [১২তম বিসিএস]
চাকু, চাকর
চা, চিনি
খদ্দর, হরতাল
রিক্সা, রেস্তোরাঁ