Image
MCQ
4801. 'আলকাতরা' শব্দটি কোন ভাষা থেকে আগত? (সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক/ ১১)
তুর্কি
পর্তুগিজ
আরবি
ফরাসি
4802. 'লাজ' কোন ধরনের শব্দ? বাতিলকৃত ২৪তম বিসিএস)
বিশেষ্য
বিশেষ্যের বিশেষণ
বিশেষণ
ক্রিয়া-বিশেষণ
4803. 'আপন ভালো সবাই চায়' এখানে 'ভালো' কোন পদ? (বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ০৫।
বিশেষ্য
অব্যয়
বিশেষণ
সর্বনাম
4804. 'জানালা' শব্দটি যে ভাষা থেকে আগত- (দুদকের কোটি পরিদর্শক/ ২২/ তিতাস গ্যাস লি. অফিসার (সাধারণ)/১৮)
পর্তুগিজ
হিন্দি
ফরাসি
তুর্কি
4805. 'বাবুর্চি' কোন ভাষার শব্দ? (বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক/১৫)
আরবি
তুর্কি
ফারসি
উর্দু
4806. 'প্রচুর' এর বিশেষ্য রূপ- (প্রম মন্ত্রণালয়ের অধীনে সহকারী পরিচালক: ০৫)
প্রাচুর্যতা
প্রাচুর্য্যতা
প্রাচুর্য্য
প্রাচুর্য
4807. নিচের কোন বাক্যে 'ভালো' বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে? সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৭)
অয়ন ভালো দৌড়াতে পারে
ভালো লোক সবার প্রিয়
ভালো মানুষ কমই দেখা যায়
নিজের ভালো কে না চায়
4808. 'লবণ' শব্দের বিশেষণ কোনটি?/সিএজি এর অডিটর। ২১৪
লবণাক্ত
লবণীয়
নুন
লাবণ্য
4809. 'চাবি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? (রূপালী ব্যাংক লি. অফিসার। ১০)
ফারসি
পর্তুগিজ
ইংরেজি
ওলন্দাজ
4810. নিচের কোনটি বিশেষ্য পদ? (৩৬তম বিসিএস)
জাত
গাম্ভীর্য
গৈরিক
উদ্ধত
4811. 'বাবা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? (৩৮/৪২তম বিসিএস)
তুর্কি
উর্দু
আরবি
ফারসি
4812. 'আলপিন' কোন ভাষার শব্দ? (দুদকের কনস্টেবল/২২/ সাব- রেজিস্ট্রার/ ১২)
গুজরাটি
তুর্কি
পর্তুগিজ
ওলন্দাজ
4813. কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয়রূপে ব্যবহৃত হতে পারে? বাংলাদেশ ব্যাক (ক্যাশ): ১৬
দেশ
বন্দর
ব্যথা
সুন্দর
4814. 'চালাক' এর বিশেষ্য পদ কী? (কৃষি ব্যাংক সুপারভাইজার। ১২)
চাতুর্য
চাতুরী
চালাকি
চতুরতা
4815. চাতুর্য' শব্দের বিশেষণ কোনটি? বাংলাদেশ রেলওয়ের খালাসী। ২২/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক: ১৮/
চতুরতা
চৈতন্য
চতুরালি
চতুর
4816. 'মন্দকে মন্দ বলতেই হবে।' এই বাক্যে দুই 'মন্দ' নিচের কোনটি?/গস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী: ১০/ স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী। ০৪
বিশেষ্য
প্রথমটি বিশেষ্য দ্বিতীয়টি বিশেষণ
বিশেষণ
4817. 'বারান্দা' শব্দটি কোন ভাষা থেকে আগত? (৯ম বেসরকারী শিক্ষত নিবন্ধন। ১৩/ আইসিবি ব্যাংক লি. অফিসার/১১)
পর্তুগিজ
ওলন্দাজ
ইংরেজি
তুর্কি
4818. 'কোর্মা' শব্দটি কোন ভাষা থেকে আগত? সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার। ১৬/ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বি, সিনিয়র অফিসার: ১৪)
আরবি
পর্তুগিজ
তুর্কি
হিন্দি
4819. বোতাম, বালতি, আনারস, চাবি কোন ভাষা থেকে এসেছে? (আইসিবি ব্যাংক লি. সিনিয়র অফিসার/ ১১)
ফরাসি
পর্তুগিজ
ওলন্দাজ
চৈনিক
4820. কোন বাক্যে 'ভালো' বিশেষণরূপে ব্যবহৃত হয়েছে? উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা: ০৭/
ভালোকে ভালো বলবো না তো কী?
এখানে কি ভালোটা তুমি দেখলে?
ভালোকে সবাই পছন্দ করে
আপন ভালো সবাই চায়