Image
MCQ
4761. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের বিশেষণ? রাজউকের ইসরয় পরিদর্শক। ২২/
পৃথ্বী
ধরণী
পার্থিব
বসুধা
4762. 'শ্যামল' পদের বিশেষ্য কোনটি? পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা। ২২
শ্যামালিকা
শ্যামলী
শ্যাম
শ্যামালিমা
4763. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে? খাদ্য অধিদপ্রাতের অদিন সহকারী। ২১।
বিশেষণের পূর্বে
বিশেষ্যের পূর্বে
প্রথমে
শেষে
4764. 'অভিধান' শব্দটির বিশেষণ পদ কোনটি? অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২২।
অভিধান
অভিধানিক
অভিধানি
আভিধানিক
4765. 'মেটে কলসী' শব্দবন্ধে 'মেটে' কোন প্রকার বিশেষণ? সমন্বিত ৬ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহকারী প্রোগ্রামার: ২১]
গুণবাচক
রূপবাচক
অবস্থাবাচক
উপাদানবাচক
4766. 'বুনো' শব্দটির পদ কি? (পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী: ২১
বিশেষ্য
কোনটিই নয়
বিশেষণ
অব্যয়
4767. 'বুদ্ধিমান' এর বিশেষ্য পদ কী? পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি অ্যানডেন্টন্ট। ২০/
বুদ্ধি
বুদ্ধিজীবী
বোদ্ধা
4768. কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ? বেসামরিক বিমান চলাচলের এরোড্রাম ফায়ার লিডার। ২১/
তিনি এখানে এসেছিলেন
একটু ঘরে আসুন না
গতকাল তিনি এসেছেন
ছেলেটি দ্রুত দৌড়ায়
4769. 'জন্ম' শব্দের বিশেষণ- বেসামরিক বিমানের নিরাপরা অপারেটর। ২১/
জীবন
জাতি
জাত
বংশ
4770. 'এক' এর বিশেষ্যরূপ কোনটি? (সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২)
একাধিক
একক
বহু
একতা
4771. 'মন' শব্দের বিশেষণ- গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসার। ২২/ উত্তরা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার: ২২/ উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসার: ২১
মানস
মানুষ
মানসিক
মনন
4772. 'অলস' এর বিশেষ্য পদ কোনটি? বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ ২২/ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পাইভার।২০/
অলসতা
আলসেমী
আলস্য
আলসে
4773. নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ। ২১/
চৌকস লোক
ভাজা মাছ
নীল আকাশ
কালো মেঘ
4774. 'সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে।'- এ বাক্যে 'সৌন্দর্য' কোন পদ? কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী। ২১/
বিশেষণ
অব্যয়
সর্বনাম
বিশেষ্য
4775. সে এখন যাবে না। এই বাক্যে 'না' কোন পদ? এনএসআই এর ফিল্ড অফিসার। ২১/
বিশেষণ
অনুসর্গ
অব্যয়
ক্রিয়াবিশেষণ
4776. চালাকের বিশেষ্য পদ কোনটি? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদ: ২১/
চাতুর্য
চালাকি
চাতুরি
চতুর
4777. 'অর্ধেক সম্পত্তি'- এখানে 'অর্ধেক' কোন পদ? (বাংলাদেশ সের কর্তৃপক্ষের সহকারী পরিচালক। ২০
বিশেষণ
বিশেষ্য
নামবাচক বিশেষ্য
সর্বনাম
4778. বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত কোন শব্দজোড় শুদ্ধ নয়? (স্থলবন্দর কর্তৃপক্ষের ক্যাশিয়ার: ২২
সৌন্দর্য-সুন্দর
পরমাণু-পারমাণবিক
সংবাদ- সাংবাদিক
আকুলতা-আকুতি
4779. সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে 'সভয়ে' পদটি কোন বিশেষণের উদাহরণ?। প্রাথমিক সহকারী শিক্ষক: ২১
বিশেষ্যের বিশেষণ
নাম বিশেষণ
ক্রিয়া বিশেষণ
বিশেষণের বিশেষণ
4780. 'দ্বেষ' এর বিশেষণ রূপ কী? জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী। ২১/
দ্বিষ্ট
দ্বেষী
বিদ্বেষ
দিষ্ট