MCQ
4921. মনের কোন ভাব পূর্ণরূপে প্রকাশ পায় কিসে? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস। ২৩/
বাক্যে
ধ্বনিতে
শব্দে
পদে
4922. কোনটি তৎসম শব্দের উদাহরণ? (হাইকোর্টের রেজিস্ট্রার: ৯৪)
মোক্তার
ক্ষেত্র
চাহিদা
জ্যোৎস্না
4923. 'চন্দ্র' কোন শব্দের উদাহরণ? (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক:১৩)
তৎসম
বিদেশি
তদ্ভব
দেশি
4924. 'কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।' বাক্যটি কোন প্রকারে? বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার: ২২)
সরল
মিশ্র
জটিল
যৌগিক
4925. যে বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা: ২৩।
সরল
অধীন
জটিল
যৌগিক
4926. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কি বলে? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা: ২৩।
বাক্য
উদ্দেশ্য
বাক্যাংশ
বিধেয়
4927. 'ছেলেটি গরীব কিন্তু মেধাবী'- এটি কোন শ্রেণির বাক্য? (সওজের উপ-সহকারী প্রকৌশলী: ২২।
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
ব্যাসবাক্য
4928. চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?
বাংলাদেশ
নেপাল
উড়িষ্যা
ভুটান
4929. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
হিত্তিক ও তুখারিক
তামিল ও দ্রাবিড়
আর্য ও অনার্য
মাগধী ও গৌড়ী
4930. 'আমি যে গান গাই, তা যৌবনের গান' কোন ধরনের বাক্য? [ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার: ২২।
সরল
জটিল
খন্ড
কোনটিই নয়
4931. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
‘মনসামঙ্গল’
মনসাবিজয়
‘পদ্মপুরাণ’
পদ্মাবতী’
4932. ‘রুখের তেন্তুলি কুমীরে খাই’ এর অর্থ কী?
তেজি কুমিরকে রুখে দিই
বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গাছের তেঁতুল কুমিরে খায়
ভুল থেকে শিক্ষা নিতে হয়
4933. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
চৌবেরিয়া গ্রাম, নদীয়া
কীঠালপাড়া রাম, চব্বিশ পরগনা
বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
দেবানন্দপুন গ্রাম, হুগলি
4934. 'তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি' এটি কোন ধরনের বাক্য? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩)
যৌগিক
জটিল
মিশ্র
সরল
4935. দৌলত উজির বাহরাম খাম সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
সুলতান খিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
4936. 'সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন' বাক্যটি কোন দোষে দুষ্ট? (পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩/
বাহুল্য দোষ
উপমার ভুল প্রয়োগ
গুরুচণ্ডালী দোষ
কোনোটিই নয়
4937. জটিল বাক্যের অন্য নাম কী? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমএলএসএস: ২৩/
মিশ্র বাক্য
প্রধান খণ্ড বাক্য
যৌগিক বাক্য
সরল বাক্য
4938. 'এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না'- এটি কোন শ্রেণির বাক্য? (পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট। ২৩)
সরল
জটিল
মিশ্র
যৌগিক
4939. কোনটি তৎসম শব্দ? (রূপালি ব্যাংকের সিনিয়র অফিসার: ১৯)
কলম
বাড়ি
ফুল
চন্দন
4940. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে? (১৭তম শিক্ষক নিবন্ধন: ২২।
পদ
ধ্বনি
রূপ
শব্দমূল