MCQ
4961. 'শবপোড়া' শব্দটির কী দোষ দেখা যায়? বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর সহকারী পরিচালক: ২০১
গুরুচণ্ডালী
আকাঙ্ক্ষার প্রয়োগে ভুল
উপমার প্রয়োগে ভুল
দুর্বোধ্যতা
4962. কোনটি মৌলিক শব্দ? এনএসআই এর সহকারী পরিচালক: ২১।
বাঁশি
তৈল
মা
জলধি
4963. . ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক: ২১/ আইইআর (ঢাবি) এর উপজেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটর: ২০।
ধ্বনি
বাক্য
বর্ণ
শব্দ
4964. কোনটি যৌগিক বাক্য? প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯)
তুমি আমার বাড়িতে এস, আমি খুশি হব
তুমি যদি আমার বাড়িতে আস আমি খুশি হব
তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব।
তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব
4965. ঘোটকের গাড়ি' এটি কোন দোষে দুষ্ট? (বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর: ১৯।
গুরুচন্ডালী
দুর্বোধ্যতা
বাহুল্য
কোনটিই নয়
4966. 'রক্ষকই ভক্ষক' বাক্যটি কোন জাতীয় বাক্য? সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ): ২২/ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী: ২১)
সরল বাক্য
মিশ্র বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
4967. 'একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন'- কোন ধরনের বাক্য? প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/
যৌগিক
সরল
খণ্ড
জটিল
4968. 'সে কি যাবে?'- এটি কোন ধরনের বাক্য? (পেট্রোবাংলার হিসাব সহকারী: ১৯)
আদেশমূলক
বিস্ময়সূচক
বিবৃতিমূলক
প্রশ্নসূচক
4969. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? [প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩/ বাংলাদেশ ব্যাংকের অফিসার: ২২।
বর্ণ
অক্ষর
শব্দ
ধ্বনি
4970. 'তিনি ধনী কিন্তু কৃপণ'- কোন জাতীয় বাক্যের উদাহরণ? বিন অধিদপ্তরের বন প্রহরী: ২৩/ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক: ১৯।
জঠিল
মিশ্র
যৌগিক
সরল
4971. কোনটি যোগরূঢ় শব্দ? ।জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী: ২১।
গায়ক
মহাযাত্রা
সন্দেশ
বাবুয়ানা
4972. 'পঙ্কজ' কোন শ্রেণির শব্দ? (খাদ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী: ২২।
মৌলিক
তৎসম
যৌগিক
যোগরূঢ়
4973. কোনটি যোগরূঢ় শব্দ নয়? (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক: ২৩/
মহাযাত্রা
রাজপুত
পঙ্কজ
ধানক্ষেত
4974. নিচের কোনটি যৌগিক শব্দ? ৪৫তম বিসিএস!
প্রবীণ
সরোজ
জেঠামি
মিতালি
4975. 'বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম।'- গঠন অনুসারে বাক্যটি যে ধরনের- বাংলাদেশ ব্যাংকের অফিসার: ১৯।
সরল
মিশ্র
জটিল
যৌগিক
4976. 'সকল শিক্ষকগণ আজ উপস্থিত' বাক্যটি কোন দোষে দুষ্ট? (সওজের কার্য সহকারী: ২২/ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯/
গুরুচণ্ডালী দোষ
বাহুল্য দোষ
বিদেশী শব্দ দোষ
দুর্বোধ্যতা দোষ
4977. কোনটি মৌলিক শব্দ? যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার। ২২
চাঁদ
প্রশাসন
বন্ধুত্ব
দায়িত্ব
4978. মৌলিক শব্দ কোনটি? প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক। ২০/
কবিতা
পদ্ম
কাব্য
গোলাপ
4979. মৌলিক শব্দ কোনটি? বিআরডিবি'র সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: ২৩/
দেশান্তর
নাক
গায়ে হলুদ
অগ্নিবীণা
4980. 'বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে' বাক্যটি কোন শ্রেণির? বেসামরিক বিমান চলাচলের সিনিয়র অফিসার: ২১/ প্রাথমিক সহকারী শিক্ষক। ১৯/
জটিল
সরল
মিশ্র
যৌগিক