MCQ
521. পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
সমানাধিকরণ
প্রত্যয়ান্ত
ব্যাধিকরণ
ব্যতিহার
522. 'নীলাম্বর' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
523. জসীমউদ্দীন রচিত 'নিমন্ত্রণ' কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
বালুচর
ধানক্ষেত
রাখালী
মাটির কান্না
524. 'নক্সী কাঁথার মাঠ' কোন কবির কাব্যকে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে?
জীবনানন্দ দাশ
বন্দে আলী মিয়া কা
জী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
525. 'নক্সী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য?
মহাকাব্য
পত্রকাব্য
গীতিকাব্য
নৃত্যনাট্য
526. 'সোজন বাদিয়ার ঘাট' রচয়িতা কে?
শামসুর রাহমান
ড. শহীদুল্লাহ
কাজী নজরুল ইসলাম
জসীমউদ্দীন
527. 'রঙিলা নায়ের মাঝি' এর লেখক হলেন-
জসীমউদ্দীন
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ফররুখ আহমদ
অতুল প্রসাদ
528. 'নক্সী কাঁথার মাঠ' বইয়ের লেখক কে?
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
জসীমউদ্দীন
মীর মশাররফ হোসেন
529. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
চিরসুখ
সুগন্ধি
খেয়াঘাট
আজীবন
530. 'অগ্নিবীণা' কাব্য উৎসর্গ করা হয়-
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে
শ্রী বারীন্দ্রকুমার ঘোষকে
শ্রীকৃষ্ণ মজুমদারকে
রবীন্দ্রনাথ ঠাকুরকে
531. . 'খোশমেজাজ' যে ধরনের সমাসের উদাহরণ-
সাধারণ কর্মধারয়
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
উপপদ তৎপুরুষ
532. যে বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ উভয়ই বিশেষ্য, তাকে কোন সমাস বলে?
অলুক বহুব্রীহি
সংখ্যাবাচক বহুব্রীহি
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
533. কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি?
রাখালী
এক পয়সার বাঁশি
বালুচর
ধানক্ষেত
534. কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতায় উল্লেখকৃত 'শাক্যমুনি' কে?
গৌতম বুদ্ধ
যিশু খ্রিষ্ট
চৈতন্য
অতীশ দীপঙ্কর
535. 'গোঁফখেজুরে' কোন সমাস?
মধ্যপদলোপী বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
দ্বিগু
536. কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি?
হরতাল
প্রলয় শিখা
নিষিদ্ধ লোবান
অনল প্রবাহ
537. 'আশীবিষ' কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
ব্যাধিকরণ বহুব্রীহি
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি
প্রত্যয়ান্ত বহুব্রীহি
538. জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
সোজন বাদিয়ার ঘাট
বালুচর
নক্সী কাঁথার মাঠ
রাখালী
539. 'নক্সী কাঁথার মাঠ' কোন জাতীয় কাব্য?
কাহিনীকাব্য
উপাখ্যান
গাথাকাব্য
চম্পুকাব্য
540. Field of the Embroidery Quilt কাব্যটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজী অনুবাদ?
সোজন বাদিয়ার ঘাট
রঙিলা নায়ের মাঝি
নক্সী কাঁথার মাঠ
রাখালী