Image
MCQ
581. 'বহুব্রীহি' শব্দের অর্থ কী?
বহু ধান
বহু গম
বহু পাট
বহু চাল
582. কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাশক্তিরহিত হন?
১৯২৯
১৯৪১
১৯৩০
১৯২৮
583. 'বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে'- উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ?
দুরন্ত পথিক
চলে মুসাফির
আঠারো বছর বয়স
যৌবনের গান
584. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় যেটি-
লাঙ্গল
ধূমকেতু
নবযুগ
বিজলী
585. কাজী নজরুল ইসলামের 'আলেয়া' কোন ধরনের রচনা?
কবিতা
গল্প
উপন্যাস
গীতিনাট্য
586. একই সনে জন্মগ্রহণ করেছেন যে দুই কবি-
মাইকেল মধুসূদন দত্ত ও ঈশ্বরচন্দ্র গুপ্ত
রবীন্দ্রনাথ ঠাকুর ও দ্বিজেন্দ্রলাল রায়
সত্যেন্দ্রনাথ দত্ত ও জসীমউদ্‌দীন
কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ
587. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সুর হচ্ছে-
বিদ্রোহ ও বিপ্লবের আবেগ
স্বরাজ প্রতিষ্ঠা
প্রেম
প্রকৃতি বন্দনা
588. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
সুবর্ণ (সু বর্ণ যার)
বৃষ্টি ধৌত (বৃষ্টিতে ধৌত)
ক্রোধানল (ক্রোধ রূপ অনল)
হররোজ (রোজ রোজ)
589. 'সবিনয়' শব্দটি কোন সমাস?
অব্যয়ীভাব
কর্মধারয়
দ্বিগু
বহুব্রীহি
590. 'দিগম্বর' (দিক অম্বর যার) কোন সমাস?
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
অব্যয়ীভাব
591. 'সহোদর' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
দ্বিগু
592. 'ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে'- কে এই দামাল ছেলে?
কাজী নজরুল ইসলাম
কামাল পাশা
চিত্তরঞ্জন দাস
সুভাষ বসু
593. 'জেন্দা' একটি----
গ্রন্থ
ব্যক্তি
জাতি
ভাষা
594. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
ছায়ানট
ব্যথার দান
মধুমালা
জিঞ্জির
595. 'সুবর্ণ' কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
অব্যয়ীভাব
596. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
অর্থকে অতিক্রম না করিয়া = যথার্থ
যাহা কাঁচা তাহাই মিঠা = কাঁচামিঠা
সত্য কথা বলে যে = সত্যবাদী
স্ত্রীর সহিত বর্তমান = সস্ত্রীক
597. "ভোর হলো দোর খোল/খুকুমনি ওঠো রে"- কবিতার কবি কে?
মোহিতলাল মজুমদার
সত্যেন্দ্রনাথ দত্ত
কুসুম কুমারী দাশ
কাজী নজরুল ইসলাম
598. নিচের কোনটি কবি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা?
ধূমকেতু
মোসলেম ভারত
সমকাল
সবুজ পত্র
599. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
তেমাথা
মনগড়া
চা-বিস্কুট
মহাত্মা
600. 'নারী' কবিতার রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
কামিনী রায়
কায়কোবাদ