MCQ
681. কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
বিদ্রোহী
কাণ্ডারী হুশিয়ার
আনন্দময়ীর আগমনে
অগ্রপথিক
682. 'দারিদ্র্য' কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
বিষের বাঁশি
সাম্যবাদী
সিন্ধু-হিন্দোল
নতুন চাঁদ
683. 'সাহিত্য বিশারদ' কোন সমাসের উদাহরণ?
দ্বিতীয় তৎপুরুষ
পঞ্চমী তৎপুরুষ
ষষ্ঠী তৎপুরুষ
সপ্তমী তৎপুরুষ
684. 'বিষের বাঁশি' কে রচনা করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীমউদ্দীন
কাজী নজরুল ইসলাম
বন্দে আলী মিয়া
685. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি
মুক্তি
বাউণ্ডেলের আত্মকাহিনী
হেনা
বিদ্রোহী
686. 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ
বিরজাসুন্দরী দেবী
রবীন্দ্রনাথ ঠাকুর
687. 'খেয়াপারের তরণী' কবিতার কবি কে?
গোলাম মোস্তফা
সানাউল হক
কায়কোবাদ
কাজী নজরুল ইসলাম
688. নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্তপদ?
সাতসমুদ্র
প্রতিদিন
নীলকণ্ঠ
মুখেভাত
689. হাসি ও ব্যাঙ্গের নজরুল কাব্য-
পূবের হাওয়া
ফণি-মনসা
চন্দ্রবিন্দু
ভাঙার গান
690. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
ছায়ানট
রুদ্রমঙ্গল
চক্রবাক
বালুচর
691. 'নারী' কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
বিষের বাঁশি
সর্বহারা
সাম্যবাদী
সিন্ধু হিন্দোল
692. কাজী নজরুল ইসলামের 'কান্ডারী হুশিয়ার' কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
অগ্নিবীণা
সর্বহারা
ফণিমনসা
ছায়ানট
693. সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
অব্যয়ীভাব
দ্বিগু
বহুব্রীহি
কর্মধারয়
694. 'তেপান্তর' (তিন প্রান্তরের সমাহার) কোন সমাস?
তৎপুরুষ
দ্বিগু
কর্মধারয়
দ্বন্দ্ব
695. 'শতাব্দী' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
অব্যয়ীভাব
দ্বিগু
696. কাজী নজরুলের 'মোহররম' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
অগ্নিবীণা
মালঞ্চ
ছায়ানট
বুলবুল
697. সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে কি সমাস বলে?
দ্বিগু
অব্যয়ীভাব
বহুব্রীহি
তৎপুরুষ
698. 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
মুজাফ্ফর আহমদ
জসীমউদ্দীন
699. কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
প্রবাসী
বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা
লাঙ্গল
ভারতবর্ষ
700. 'বাতায়ন পাশে গুবাক তরুর সারি' কাজী নজরুল ইসলামের এ কবিতায় 'গুবাক' শব্দের অর্থ-
খেজুর
ঝাউ
নারিকেল
সুপারি