MCQ
701. কোন কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যের নয়?
প্রলয়োল্লাস
রণভেরী
ধূমকেতু
যৌবনের গান
702. কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যটি প্রকাশিত হয়-
১৯২০
১৯২১
১৯২২
১৯২৩
703. 'ফণীমনসা' কাব্যের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
আহসান হাবীব
সিকান্দার আবু জাফর
হাসান হাফিজুর রহমান
704. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
কায়কোবাদ
চন্দ্রাবতী
705. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়?
বিদ্রোহী
প্রলয়োল্লাস
আনন্দময়ীর আগমনে
রক্তাম্বরধারিণী মা
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'ধুমকেতুর' সেপ্টেম্বর সংখ্যায় রাজনৈতিক কবিতা
'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয়। এ কবিতা রচনার জন্য কবিকে ব্রিটিশ সরকার ১ বছর কারাদণ্ড দেন। 'অগ্নিবীণা' কাব্যটি কখনো নিষিদ্ধ হয়নি। এ কাব্যের 'রক্তাম্বরধারিনী মা' কবিতাটি নিষিদ্ধ হয়।
706. 'সর্বহারা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
গোলাম মোস্তফা
কামিনী রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
707. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য-
অগ্নিবীণা
ভাঙার গান
বিষের বাঁশি
সিন্ধু-হিন্দোল
708. . 'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?
১৯২৩ সন
১৯১৯ সন
১৯২১ সন
১৯১৮ সন
709. কোনটি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ?
ছায়ানট
ব্যথার দান
মৃত্যুক্ষুধা
শিউলিমালা
710. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের রচয়িতার নাম কী?
কাজী নজরুল ইসলাম
হুমায়ূন আহমেদ
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীমউদ্দীন
711. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
নারী
বিদ্রোহী
বাতায়নের পাশে গুবাক তরুর সারি
মুক্তি
712. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি?
ফণি-মনসা
বনগীতি
দোলন-চাঁপা
গানের মালা
713. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
বিষের বাঁশি
অগ্নিবীণা
বিদ্রোহী
রুবাইয়াৎ-ই-হাফিজ
714. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা-
অগ্রপথিক
প্রলয়োল্লাস
বিদ্রোহী
ধূমকেতু
715. 'বিদ্রোহী' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অগ্নিবীণা
দোলন-চাঁপা
বিষের বাঁশি
বাঁধনহারা
716. 'অগ্নিবীণা' কাব্যের কবিতা সংখ্যা-
১২
১৯
১৪
১৭
717. নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
সাপ্তাহিক বিজলীতে
মাসিক মোসলেম ভারতে।
দৈনিক ছোলতানে
দৈনিক নবযুগে
718. সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ-
সর্বহারা
প্রলয়শিখা
জিঞ্জির
সাম্যবাদী
719. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
বিষের বাঁশি
সন্দ্বীপের চর
বন্দীর বন্দনা
রূপসী বাংলা
720. 'চক্রবাক' গ্রন্থটির রচয়িতা-
রোকেয়া সাখাওয়াত হোসেন
কাজী নজরুল ইসলাম
আবু ইসহাক
সুকুমার রায়