MCQ
1201. 'শেষের কবিতা' কে লিখেছেন?
সেলিনা হোসেন
রবীন্দ্রনাথ ঠাকুর
চন্দ্রাবতী
জীবনানন্দ দাশ
1202. নিচের কোনটি কর্মধারয় সমাস?
খাসমহল
রাজর্ষি
আকণ্ঠ
মৌলভী সাহেব
1203. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?
শেষের কবিতা
ডাকঘর
বলাকা
কালান্তর
1204. বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা '১৪০০ সাল' এর রচয়িতা কে?
কাজী নজরুল
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
গোলাম মোস্তফা
1205. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস-
চোখের বালি
শেষের পাতা
বৌঠাকুরানীর হাট
গোরা
1206. রবীন্দ্রনাথের বিখ্যাত 'শা-জাহান' কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে?
ক্ষণিকা
বলাকা
চিত্রা
মানসী
1207. 'জলে-স্থলে' কী সমাস?
সমার্থক দ্বন্দ্ব
বিপরীতার্থক দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব
একশেষ দ্বন্দ্ব
1208. শেষের কবিতা' কী?
কাব্য
গীতিকবিতা
কাব্যোপন্যাস
উপন্যাস
1209. 'বাংলার মাটি বাংলার জল' সনেটটি কার রচনা?
অতুলপ্রসাদ সেন
দ্বিজেন্দ্রলাল রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
1210. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
ইন্দ্রজিৎ
একরোখা
কালান্তর
ইহকাল
1211. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
দ্বন্দ্ব সমাস
কর্মধারয় সমাস
তৎপুরুষ সমাস
বহুব্রীহি সমাস
1212. 'শেষের কবিতা' রবীন্দ্রনাথের রচিত-
উপন্যাসের নাম
কবিতার নাম
গল্প সংকলনের নাম
নাটকের নাম
1213. রবীন্দ্রনাথ ঠাকুর মানবজীবনের সাথে কোনটির তুলনা করেছেন?
নদী
পথ
বৃক্ষ
পাহাড়
1214. 'কদাচার' শব্দটি কোন সমাস?
কর্মধারয়
তৎপুরুষ
বহুব্রীহি
দ্বন্দ্ব
1215. 'নীল যে আকাশ নীলাকাশ' কোন সমাস?
বহুব্রীহি
দ্বিগু
কর্মধারয়
অব্যয়ীভাব
1216. নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
সোনার তরী
চিত্রা
বলাকা
নৌকাডুবি
1217. 'বিদায় অভিশাপ' কবিতাটি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
1218. 'নীল যে অম্বর = নীলাম্বর' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
1219. রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঊর্বশী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক্ষণিকা
বলাকা
চিত্রা
সোনার তরী
1220. নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম?
কবি
জীবনের জলছবি
ছবি
কাঠ কয়লার ছবি