Image
MCQ
1241. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আমার সোনার বাংলা' কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীতরূপে নেওয়া হয়েছে?
১০ লাইন
২৫ লাইন
১৫ লাইন
৮ লাইন
1242. রবীন্দ্রনাথের 'পুনশ্চ' কোন ধরনের গ্রন্থ?
কাব্যগ্রন্থ
উপন্যাস
নাটক
প্রহসন
1243. 'জায়া ও পতি' সমাস করলে কি হয়?
স্বামী-স্ত্রী
পতি-পত্নী
দম্পতি
জায়া-পতি
1244. 'খেয়া' রবীন্দ্রনাথের একটি-
নাটক
গল্পগ্রন্থ
কাব্যগ্রন্থ
প্রবন্ধ
1245. 'ছেলে-মেয়ে' কোন প্রকার দ্বন্দ্ব সমাস?
সাধারণ দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব
একশেষ দ্বন্দ্ব
সমার্থক দ্বন্দ্ব
1246. অহি-নকুল (অহি ও নকুল) কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
দ্বিগু
দ্বন্দ্ব
1247. কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন?
বলাকা
খাপছাড়া
পুনশ্চ
সেঁজুতি
1248. 'ভানুসিংহ ঠাকুর' কার ছদ্মনাম?
প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ দত্ত
টেকচাঁদ ঠাকুর
1249. 'পথে ও প্রান্তরে = পথে-প্রান্তরে' এটি কোন সমাস?
দ্বিগু
দ্বন্দ্ব
তৎপুরুষ
কর্মধারয়
1250. রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমার সোনার বাংলা' গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়েছে?
২রা মার্চ, ১৯৭১
৩রা মার্চ, ১৯৭১
২৬শে মার্চ, ১৯৭১
১৭ই এপ্রিল, ১৯৭১
1251. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
অন্যায়
অনাসক্ত
আমরণ
অহিনকুল
1252. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়
1253. 'দম্পতি' শব্দটি কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
তৎপুরুষ সমাস
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
1254. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
সিংহাসন
ভাই-বোন
কানাকানি
গাছপাকা
1255. রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
বাউল
ভাটিয়ালি
মুর্শিদি
ভাওয়াইয়া
1256. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
দম্পতি
মহাবীর
নিটোল
প্রতিদিন
1257. 'জমা-খরচ' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
জমা ও খরচ
জমাকে খরচ
জমা থেকে খরচ
জমার খরচ
1258. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
বাংলার প্রকৃতির কথা
বাংলার মানুষের কথা
বাংলার সংস্কৃতির কথা
বাংলার ইতিহাসের কথা
1259. কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সংগীত রচনা করেছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
জন মিল্টন
কাজী নজরুল ইসলাম
বার্সিল ফার্নান্দো
1260. কোনটি কাব্যগ্রন্থ?
কড়ি ও কোমল
কবি-কাহিনী
শেষ লেখা
শেষের পরিচয়