Image
MCQ
1281. 'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত?
অব্যয়ীভাব
দ্বিগু
বহুব্রীহি
দ্বন্দ্ব
1282. 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীমউদ্‌দীন
কাজী নজরুল ইসলাম
অন্নদাশঙ্কর রায়
1283. 'উদ্বেল' শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে?
আবেগ অর্থে
বীপ্সা অর্থে
সামীপ্য অর্থে
অতিক্রম অর্থে
1284. নিচের কোন শব্দটি নিত্য সমাসের উদাহরণ?
একটি মাত্র
অনুকূল
আনাগোনা
রামেশ্বর
1285. ব্যাসবাক্যের অপর নাম কী?
সরল বাক্য
যৌগিক বাক্য
বিগ্রহবাক্য
জটিল বাক্য
1286. 'গীতাঞ্জলি'র ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন-
এজরা পাউন্ড
ডব্লিউ, বি ইয়েটস
টি. এস এলিয়ট
কীটস
1287. পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম-
সন্ধি
প্রত্যয়
সমাস
পুরুষ
1288. নিচের কোনটি নিত্য সমাস-
রাজপুত্র
গৃহান্তর
সস্ত্রীক
গায়ে হলুদ
1289. 'অনুতাপ' পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
অণুতে যে তাপ
তাপের অণু
তাপের ক্ষুদ্র
অনুরূপ তাপ
1290. 'সমাস' শব্দের অর্থ কী?
সংশ্লেষণ
বিশ্লেষণ
সংক্ষেপণ
সংযোজন
1291. 'হা-ভাতে' কোন সমাস?
প্রাদি
অব্যয়ীভাব সমাস
বহুব্রীহি
উপপদ তৎপুরুষ
1292. আমি, তুমি ও সে-
সবাই
আমরা
আমাদের
সকলে
1293. 'কালান্তর' শব্দটির ব্যাসবাক্য কোনটি?
অন্যকাল
ক্ষুদ্রকাল
কালের অন্তর
কাল ও অন্তর
1294. 'অনুগমন' শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
গমনের পশ্চাৎ
গমনের অগ্র
অনুরূপ গমন
পরস্পর গমন
1295. 'হাঘরে' কোন সমাস?
বহুব্রীহি
অব্যয়ীভাব
দ্বিগু
কর্মধারয়
1296. নিচের কোনটি অব্যয়ীভাব সমাস?
একচোখা
দোনলা
সামীপ্য
ঊনপাঁজুরে
1297. 'ফিকানীল' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ফিফা নীল যা
নীলের অভাব
ঈষৎ নীল
নীলের সদৃশ
1298. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
গৃহস্থ
ছা-পোষা
উপকূল
প্রগতি
1299. 'নিরুৎসাহ' শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
নাই উৎসাহ
উৎসাহের অভাব
উৎসাহ নাই যার
নঞ উৎসাহ
1300. নিচের কোনটি সমাসজাত শব্দ?
কালসাপ
মচ্ছব
পিপাসা
তবলচি