MCQ
1461. কত সালে 'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়?
১৮৫২
১৮৬১
১৮৫৩
১৮৬৪
1462. মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন?
অষ্টাদশ শতাব্দী
উনবিংশ শতাব্দী
বিংশ শতাব্দী
একবিংশ শতাব্দী
1463. মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়?
মণিরামপুর
চৌগাছা
কেশবপুর
অভয়নগর
1464. 'দত্তকুলোদ্ভব'কবি কে?
সত্যেন্দ্রনাথ দত্ত
সুধীন্দ্রনাথ দত্ত
অজিত দত্ত
মাইকেল মধুসূদন
1465. 'মেঘনাদবধ' কাব্যের রচিয়তা কে?
হেমচন্দ্র বন্দ্রোপাধ্যায়
নবীনচন্দ্র সেন
মাইকেল মধুসূদন দত্ত
বিহারীলাল চক্রবর্তী
1466. 'যতদিন রবে পদ্মা-মেঘনা-গৌরি-যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।'- এই অমর চরণ দুটি কে লিখেছেন?
শামসুর রাহমান
অন্নদাশঙ্কর রায়
জসীমউদ্দীন
নির্মলেন্দু গুণ
1467. মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্যে'র উৎস কী?
রামায়ণ
ভাগবত
মহাভারত
কুমারসম্ভব
1468. মধুসূদনের মৃত্যু হয় কোথায়?
ভার্সাই নগরে
আলিপুর হাসপাতালে
কলকাতা মেডিকেল কলেজে
সাগরদাঁড়ী নিজ বাসভবনে
1469. বাংলা সাহিত্যের প্রথম মহাকবি-
কায়কোবাদ
রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসূদন দত্ত
আলাওল
1470. মাইকেল মধুসূদন দত্ত যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন-
বরুদিয়া
সাগরদাঁড়ী
দেওয়াটখালি
নারুচি
1471. মধুসূদন খ্রিষ্টধর্মে দীক্ষিত হন-
১৭৪৩ খ্রিষ্টাব্দে
১৮৪৩ খ্রিষ্টাব্দে
১৯৪৩ খ্রিষ্টাব্দে
১৮৪৪ খ্রিষ্টাব্দে
1472. বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে?
বিহারীলাল
মাইকেল মধুসূদন দত্ত
দৌলত কাজী
চণ্ডীদাস
1473. 'টিমোথি পেনপয়েম' ছদ্মনামে কবিতা লিখতেন-
অমিয় চক্রবর্তী
বুদ্ধদেব বসু
মধুসূদন দত্ত
রূপরাম চক্রবর্তী
1474. মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি?
মহাকাব্য রচনা
দেশপ্রেম বিষয়ক রচনা
সনেটের প্রবর্তন
প্রহসন রচয়িতা
1475. বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য-
মহাভারত
মেঘনাদবধ
মহাশ্মশান
অশ্রুমালা
1476. মাইকেল মধুসূদন দত্তের জন্ম সাল কোনটি?
১৮১৪ সাল
১৮২৪ সাল
১৮৩৪ সাল
১৮৪৪ সাল
1477. কোন বানানটি শুদ্ধ?
মধুসূদন
মধূসূদন
মধূসুদন
মধুসুদন
1478. 'মেঘনাদবধ কাব্যে' সর্গ সংখ্যা কয়টি?
১৫ টি
১২টি
৮টি
৯টি
1479. মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি?
১৮২২-১৮৭৩
১৮২৪-১৮৭৫
১৮২৪-১৮৭৩
১৮২৫-১৮৮০
1480. 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'- এই কবিতাটির রচয়িতা কে?
জহির রায়হান
মাহবুব উল আলম
শামসুর রাহমান
সৈয়দ শামসুল হক