MCQ
1441. রাধা-কৃষ্ণ বিষয়ক রচনা কোনটি?
সারদামঙ্গল
ব্রজাঙ্গনা
বঙ্গসুন্দরী
কৃষ্ণকুমারী
1442. মধুসূদন দত্তের 'মেঘনাদবধ কাব্য' প্রকৃতপক্ষে কোন রসের কাব্য?
বীর রস
শান্ত রস
করুণ রস
মধুর রস
1443. 'দি ক্যাপটিভ লেডি' (The Captive Lady) কাব্যটি লিখেছেন-
উইলিয়াম কেরী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
প্রেমেন্দ্র মিত্র
1444. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য-
বিলাতের পত্র
ব্রজাঙ্গনা
বীরাঙ্গনা
হিমালয়
1445. 'মেঘনাদবধ' কোন ছন্দে রচিত?
পয়ার ছন্দে
ছড়ার ছন্দে
মুক্তক ছন্দে
অমিত্রাক্ষর ছন্দে
1446. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
শকুন্তলা
কৃষ্ণকুমারী
ভদ্রার্জুন
রাবণবধ
1447. 'বুড় সালিকের ঘাড়ে রোঁ' কোন জাতীয় শিল্পকর্ম?
নাটক
ছোটগল্প
উপন্যাস
প্রহসন
1448. 'হেক্টরবধ' কোন উপাখ্যান অবলম্বনে রচিত?
হোমারের ইলিয়াড
হোমারের ওডিসি
ভার্জিনের ইনিড
দান্তের ডিভাইন কমেডি
1449. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
শকুন্তলা
ভদ্রার্জুন
শর্মিষ্ঠা
রাবণবধ
1450. অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
ব্রজাঙ্গনা কাব্য
বীরাঙ্গনা কাব্য
মেঘনাদবধ কাব্য
তিলোত্তমাসম্ভব কাব্য
1451. বিভীষণের স্ত্রীর নাম কী?
ঊর্মিলা
মন্দোদরী
চিত্রাঙ্গদা
সরমা
1452. নিম্নের গ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচিত কোনটি?
সীতার বনবাস
রামচরিত মানস
রত্নাবতী
মায়াকানন
1453. 'চতুর্দশপদী কবিতাবলী' কার রচনা?
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
মাইকেল মধুসূদন দত্ত
নবীনচন্দ্র সেন
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
1454. 'একেই কি বলে সভ্যতা' মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
কাব্য
মহাকাব্য
প্রহসন
উপন্যাস
1455. 'একেই কি বলে সভ্যতা' এর রচয়িতা কে?
মাইকেল মধুসূদন দত্ত
মীর মশাররফ হোসেন
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
1456. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয়-
পদ্মাবতী নাটকে
মেঘনাদবধ মহাকাব্যে
ব্রজাঙ্গনা কাব্যে
বীরাঙ্গনা কাব্যে
1457. মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি ---
কাহিনীকাব্য
খণ্ড কবিতা সংকলন
পত্রকাব্য
মহাকাব্য
1458. মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কোন ধরনের কাব্য?
মহাকাব্য
পত্রকাব্য
গীতিকাব্য
আখ্যানকাব্য
1459. 'বীরাঙ্গনা 'পত্রকাব্যে পত্র সংখ্যা কত?
১১
৩১
২১
৪১
1460. আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?"- 'ভিখারী রাঘব' কে?
রাবণ
মেঘনাদ
রাম
বিভীষণ