MCQ
1421. সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?
বহুব্রীহি
কর্মধারয়
সুপসুপা
অব্যয়ীভাব
1422. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
মেঘনাদবধ কাব্য
তিলোত্তমাসম্ভব
বেতালপঞ্চবিংশতি
বীরাঙ্গনা
1423. 'হা-ভাতে' কোন সমাস?
প্রাদি
অব্যয়ীভাব
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
1424. জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, / হায় রে জীবন-নদে?" কোন কবির উক্তি?
নবীনচন্দ্র সেন
মাইকেল মধুসূদন দত্ত
বিহারীলাল চক্রবতী
কায়কোবাদ
1425. 'উপশহর' শব্দটি কোন সমাস?
দ্বন্দ্ব
দ্বিগু
অব্যয়ীভাব
কর্মধারয়
1426. 'উপকণ্ঠ' শব্দটি সঠিক ব্যাসবাক্য কোনটি?
কন্ঠের সমীপে
কণ্ঠের সদৃশ
উপ যে কণ্ঠ
কণ্ঠ পর্যন্ত
1427. সতত হে নদ, তুমি পড় মোর মনে। সতত তোমার কথা ভাবি এ বিরলে।" চরণ দুটির কবি কে?
মোহিতলাল মজুমদার
সুকান্ত ভট্টাচার্য
সত্যেন্দ্রনাথ দত্ত
মাইকেল মধুসূদন দত্ত
1428. কোনটি প্রাদি সমাস?
পুরুষসিংহ
কাপুরুষ
হাট-বাজার
প্রবচন
1429. 'উপভাষা' কোন সমাসের উদাহরণ?
তৎপুরুষ সমাস
কর্মধারয় সমাস
অব্যয়ীভাব সমাস
বহুব্রীহি সমাস
1430. 'কূলের সমীপে'-উপকূল' এটি কোন সমাস?
দ্বিগু
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
বহুব্রীহি
1431. 'সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত'- বাক্যাংশের অংশ হিসাবে কোনটি সঠিক?
আসমুদ্র
হিমালয় পর্যন্ত
অসমুদ্র
আসমুদ্রহিমাচল
1432. 'হা-ভাতে' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
হা ও ভাত
ভাতের অভাব
হাতে ভাতা
যেই হা সেই ভাত
1433. 'গরমিল' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
মিল ও অমিল
অমিলের সদৃশ
মিলের অভাব
গর ও মিল
1434. অলীক কুনাট্য রঙ্গে, মজে লোক রাঢ়ে ও বঙ্গে" কার উক্তি?
দ্বিজেন্দ্রলাল রায়
রামরাম বসু
মাইকেল মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
1435. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
খোশমেজাজ
প্রতিদিন
অকাল
সেতার
1436. পূর্বপদে উপসর্গ বসে যে সমাস হয়, তাকে বলে-
অলুক সমাস
রূপক সমাস
নিত্য সমাস
প্রাদি সমাস
1437. যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না, তাকে বলে-
নিত্য সমাস
প্রাদি সমাস
দ্বন্দ্ব সমাস
অলুক সমাস
1438. কোন সমাসে ব্যাসবাক্য হয় না/ যে সমাসে ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়?
দ্বন্দ্ব সমাস
অব্যয়ীভাব সমাস
কর্মধারয় সমাস
নিত্য সমাস
1439. 'উপজেলা' সমস্ত পদটির 'উপ' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক্ষুদ্র
আংশিক
সাদৃশ্য
সামীপ্য
1440. 'উপাচার্য' শব্দটি কোন সমাস সাধিত?
অব্যয়ীভাব
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়