MCQ
1721. 'কুলীন কুলসর্বস্ব' নাটকটি কার লেখা?
মধুসূদন দত্ত
দীনবন্ধু মিত্র
রামনারায়ণ তর্করত্ন
রবীন্দ্রনাথ ঠাকুর
1722. 'স্বাধীনতা আমার স্বাধীনতা' নাটকের রচয়িতা কে?
শামসুর রাহমান
মমতাজ উদ্দীন আহমেদ
সৈয়দ শামসুল হক
আবদুল্লাহ আল মামুন
1723. 'মসনদের মোহ' নাটকটির রচয়িতা কে?
আকবর উদ্দীন
ইব্রাহীম খাঁ
দ্বিজেন্দ্রলাল রায়
শাহাদৎ হোসেন
1724. নিচের কোনটি নাটক ?
এক পয়সার বাঁশি
বহুবচন
উত্তরণ
খাতার শেষপাতা
1725. ত্রিশোত্তর কালের সাহিত্যিক কারা?
উনিশ'শ ত্রিশের পর যে সাহিত্যিকের জন্ম
উনিশ'শ ত্রিশের পর যাঁরা সাহিত্য রচনা শুরু করেন
উনিশ'শ ত্রিশের সাহিত্যবলয় হতে যারা মুক্ত হতে পারেননি
তেরশ'শ ত্রিশের পর যাদের সাহিত্যিক সূচনা ও বিকাশ হয়
1726. 'সিরাজউদ্দৌলা' নাটকের নাট্যকার-
দ্বিজেন্দ্রলাল রায়
নুরুল মোমেন
গিরিশচন্দ্র ঘোষ
মুনীর চৌধুরী
1727. 'কালবেলা' নাটকটির লেখক কে?
আনিস চৌধুরী
সাঈদ আহমেদ
মুনীর চৌধুরী
কল্যাণ মিত্র
1728. কোন কবি পঞ্চপাণ্ডবদের একজন?
সমরসেন
বুদ্ধদেব বসু
মোহিতলাল মজুমদার
জসীমউদ্দীন
1729. 'ছেঁড়াতার' নাটকটির রচয়িতা কে?
তুলসী লাহিড়ী
মুনীর চৌধুরী
বিজন ভট্টাচার্য
আবদুল্লাহ আল মামুন
1730. বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কাকে বলা হয়?
৫ জন যোদ্ধাকে
৫ জন কবিকে
৫ জন নাট্যকারকে
৫ জন সমালোচককে
1731. 'ওরে বিহঙ্গ' নাটকটি কার রচনা?
জোবেদা খানম
সেলিম আল দীন
আলাউদ্দীন আল আজাদ
ইব্রাহীম খলিল
1732. 'ছোটদের অভিনয়' নাটকটি কার রচনা?
সেলিম আল দীন
আলাউদ্দীন আল আজাদ
আবুল কালাম আবদুল ওহাব
জিয়া হায়দার
1733. কোন দুজন বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দ ব্যবহার করেন?
কাজী নজরুল ইসলাম ও ড. মুহম্মদ শহীদুল্লাহ
মোহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম
আবদুল করিম সাহিত্য বিশারদ ও ঈশ্বরগুপ্ত
মীর মশাররফ হোসেন ও কায়কোবাদ
1734. বাংলায় টি. এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
রবীন্দ্রনাথ ঠাকুর
সুধীন্দ্রনাথ দত্ত
বিষ্ণু দে
বুদ্ধদেব বসু
1735. কোন দুজন ত্রিশের দশকের লেখক?
সুধীন্দ্রনাথ দত্ত ও বুদ্ধদেব বসু
মোজাম্মেল হক ও শাহাদাত হোসেন
সত্যেন্দ্রনাথ দত্ত ও ফররুখ আহমদ
বিষ্ণু দে ও শওকত ওসমান
1736. 'মৃচ্ছকটিক' নাটকের রচয়িতার নাম কী?
ভরত
মন্ময় রায়
শুদ্রক
ডি এল রায়
1737. বাংলাদেশে 'সিরাজ-উদ-দৌলা' নাটক কে রচনা করেছেন?
নুরুল মোমেন
মুনীর চৌধুরী
আসকার ইবনে
সিকান্দার আবু জাফর
1738. 'শোধ-বোধ' নাটকটি কে রচনা করেছেন?
হুমায়ুন আহমেদ
মামুনুর রশীদ
হানিফ সংকেত
মাসুম রেজা
1739. 'মানচিত্র' নাটক কে রচনা করেন?
তুলসী লাহিড়ী
আনিস চৌধুরী
মামুনুর রশীদ
দীনবন্ধু মিত্র
1740. গিরিশচন্দ্র ঘোষের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগাত্মক নাটক-
চণ্ড
জনা
প্রফুল্ল
হারানিধি