Image
MCQ
1761. 'ফুলমণি ও করুণার বিবরণ' গ্রন্থটির রচয়িতা কে?
হ্যানা ক্যাথারিন
উইলিয়াম কেরী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বিহারীলাল চক্রবর্তী
1762. বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে?
প্রফেসর আবদুল হাই
ড. মুহম্মদ শহীদুল্লাহ
কাজী মোতাহার হোসেন
ড. মযহারুল ইসলাম
1763. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী রচিত বইটির নাম-
অবরোধবাসিনী
সুলতানার স্বপ্ন
রূপজালাল
মায়াবী পর্দা দুলে ওঠো
1764. বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
হুতোম প্যাঁচার নকশা
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
পথের দাবী
1765. 'একুশে গ্রন্থমেলা'র আয়োজক সংস্থার নাম কী?
শিল্পকলা একাডেমি
গ্রন্থাগার অধিদপ্তর
শিক্ষা অধিদপ্তর
বাংলা একাডেমি
1766. 'আলালের ঘরের দুলাল'-
প্রথম সার্থক বাংলা উপন্যাস
প্রথম বাংলা উপন্যাস
প্রথম চলিত নকশা
প্রথম আখ্যায়িকা
1767. 'রূপজালাল' নামে আত্মজীবনী কে লিখেছেন?
নূরুন্নেসা খাতুন
আবুল ফজল
নওয়াব ফয়জুন্নেসা
বেগম রোকেয়া
1768. 'কতো ছবি, কতো গান' এর লেখক-
আবু ইসহাক
আলাউদ্দিন আল আজাদ
খোন্দকার মোহাম্মদ ইলিয়াস
আবুল ফজল
1769. 'বর্ধমান হাউজ' কোথায় অবস্থিত?
ঢাকা
কলকাতা
পশ্চিমবঙ্গ
কুষ্টিয়া
1770. 'কথা সাহিত্য' বলতে কোনটি বোঝায়?
কথা নিয়ে সাহিত্য
সাহিত্যের কথা
নাটক ও আবৃত্তি
ছোটগল্প ও উপন্যাস
1771. 'কেরী সাহেবের মুন্সী'র লেখক হলেন-
প্যারীচাঁদ মুখোপাধ্যায়
অন্নদাশঙ্কর রায়
প্রভাতকুমার মুখোপাধ্যায়
প্রমথনাথ বিশী
1772. 'নদী ও নারী' কার রচনা?
কাজী আবদুল ওদুদ
শামসুদ্দীন আবুল কালাম
হুমায়ুন কবির
আবুল ফজল
1773. বাংলা সাহিত্যের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ঔপন্যাসিক কে?
বেগম রোকেয়া
মহাশ্বেতা দেবী
স্বর্ণকুমারী দেবী
রিজিয়া রহমান
1774. 'ন্যায়দণ্ড' উপন্যাসটি কে রচনা করেন?
স্বর্ণকুমারী দেবী
জরাসন্ধ
রশীদ করিম
সৈয়দ ওয়ালীউল্লাহ
1775. 'দু'দিনের খেলাঘর' উপন্যাসটির রচয়িতা কে?
আকবর হোসেন
অন্নদাশঙ্কর রায়
নারায়ণ গঙ্গোপাধ্যায়
শওকত আলী
1776. বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
কাজী নজরুল ইসলাম
প্যারীচাঁদ মিত্র
1777. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস?
কলিকাতা কমলালয়
ফুলমণি ও করুণার বিবরণ
নববিবি বিলাস
নববাবুবিলাস
1778. বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল?
সমাজের রঙ্গরসাত্মক চিত্র
বাঙালির জীবন কাহিনী
সামাজিক নির্যাতন
সামাজিক কাহিনী
1779. বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
প্যারীচাঁদ মিত্র
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রভাত কুমার মুখোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
1780. 'বৈতালিক' উপন্যাসটি কে রচনা করেছেন?
প্রেমেন্দ্র মিত্র
নারায়ণ গঙ্গোপাধ্যায়
গোলাম কুদ্দুস
আকবর হোসেন