MCQ
521. 'গণহত্যা জাদুঘর' কোথায় অবস্থিত?
ঢাকা
চট্টগ্রাম
কুমিল্লা
খুলনা
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘরটি খুলনায় অবস্থিত। এটি দেশের একমাত্র গণহত্যা জাদুঘর। মুক্তিযুদ্ধসংক্রান্ত প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণ এবং চুকনগর গণহত্যার স্মৃতিস্বরূপ জাদুঘরটি খুলনায় স্থাপন করা হয়েছে। জাদুঘরটি '১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর' নামে পরিচিত। ২০১৪ সালের ১৭ মে জাদুঘরটির যাত্রা শুরু হয়।
522. ফোনটি বিচার বিভাগের কাজ নয়?
আইনের প্রয়োগ
আইনের ব্যাখ্যা
সংবিধানের ব্যাখ্যা
সংবিধান প্রণয়ন
ব্যাখ্যা: (ব্যাখ্যা :সংবিধান প্রণয়ন বা অন্যান্য আইন প্রণয়নের ক্ষমতা আইন বিভাগের। অন্যদিকে আইনের প্রয়োগ, ব্যাখ্যা বা সংবিধানের ব্যাখ্যা প্রদানের কাজ বিচার বিভাগের এখতিয়ারভুক্ত।
523. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
রাঙামাটি
চট্টগ্রাম
বরিশাল
ময়মনসিংহ
524. ইউরিয়া সারের কাঁচামাল কী?
প্রাকৃতিক গ্যাস
চুনাপাথর
মিথেন গ্যাস
মেনাইট
525. বাংলাদেশ সদস্য নয়:
SAARC
NATO
BIMSTEC
ILO
ব্যাখ্যা: ব্যাখ্যা ৪ এপ্রিল ১৯৪৯ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের শক্তিশালী সামরিক জোট North Atlantic Treaty Organization (NATO) গঠিত হয়। এর বর্তমান ৩১টি সদস্য দেশের মধ্যে বাংলাদেশ নেই। ৪ এপ্রিল ২০২৩ ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে ফিনল্যান্ড যোগদান করে।
526. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
চুনাপাথর
প্রাকৃতিক গ্যাস
চীনামাটি
মেনাইট
527. বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি?
৯ (নয়) টি
১১ (এগারো) টি
১০ (দশ) টি
১২ (বারো) টি
ব্যাখ্যা: [Note: Geographical Indication (GI) বা ভৌগোলিক নির্দেশক পণ্য বলতে এমন সব পণ্যকে বোঝায়, যা একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে সেই অঞ্চলের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান হলো WIPO (World Intellectual Property Organization)। বর্তমানে বাংলাদেশে মোট ভৌগোলিক নির্দেশক পণ্য ১৭টি। যথা:। জামদানি শাড়ি, বাংলাদেশের কি ইলিশ, iii. চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, . বিজয়পুরের সাদা মাটি, ১. দিনাজপুর কাটারিভোগ, vi. বাংলাদেশ কালিজিরা। tii. রংপুরের শতরঞ্জি, vii. রাজশাহী সিল্ক, ix. ঢাকাই মসলিন, 1. বাগদা চিংড়ি, xi. রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, xii. শেরপুরের তুলশীমালা ধান, xiii. চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, এ, চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম, ১০. বগুড়ার দই, xui, বাংলাদেশের শীতলপাটি এবং xvii. নাটোরের কাঁচাগোল্লা (৩০ নভেম্বর ২০২৩)।
528. পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়?
১৯৮০ সালে
১৯৮১ সালে
১৯৮৫ সালে
১৯৬১ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা :বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ ও অভিভাবকত্ব এই পাঁচটি গুরুত্বপূর্ণ পারিবারিক সমস্যার নিষ্পত্তি সম্পর্কিত অধ্যাদেশ ১৯৮৫ সালে জারি করা হয়। এই আইন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলা ব্যতীত সারাদেশের জন্য প্রযোজ্য। উল্লেখ্য, বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় ১৯৬১ সালে।
529. কোন দেশে সমুদ্রবন্দর নেই?
নেপাল
গ্রিস
মালদ্বীপ
ভেনেজুয়েলা
ব্যাখ্যা: ব্যাখ্যা যে দেশসমূহের নিজস্ব সমুদ্রবন্দর নেই, তাদের স্থলবেষ্টিত রাষ্ট্র বলা হয়। সার্কভুক্ত Land Locked বা স্থলবেষ্টিত দেশ হিসেবে পরিচিত নেপাল, ভুটান ও আফগানিস্তানের কোনো সমুদ্রবন্দর নেই। কিন্তু, মালদ্বীপ, গ্রিস ও ভেনিজুয়েলায় সমুদ্র বন্দর রয়েছে। উল্লেখ্য, বিশ্বে মোট সমুদ্রবন্দরবিহীন স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫টি। এর মধ্যে এশিয়ায় ১০টি, ইউরোপে ১৭টি, আফ্রিকায় ১৬টি এবং দক্ষিণ আমেরিকায় ২টি সমুদ্রবন্দরবিহীন দেশ রয়েছে। ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ হাঙ্গেরি।
530. ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
১৯২৯
১৯৩০
১৯৩১
১৯৩২
531. কোন এলাকাকে 'Marine Protected Area' (MPA) ঘোষণা করা হয়েছে?
সেন্টমার্টিন
সেন্টমাটিন এবং এর আশেপাশের এলাকা
পটুয়াখালী ও বরগুনা
হিরণ পয়েন্ট
ব্যাখ্যা: ব্যাখ্যা :প্রজ্যা জীববৈচিত্র্য হ্রাস রোধ, প্রবাল দ্বীপের সুরক্ষা, জলবায়ু পরিবর্তন রোধে সেন্টমার্টিন দ্বীপ এবং এর আশেপাশের এলাকাজুড়ে সর্বমোট ১,৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে Marine Protected Area (MPA) হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে অনিয়ন্ত্রিত নৌযান চলাচল, মাত্রাতিরিক্ত মৎস্য সম্পদ আহরণ, সমুদ্রে বর্জ্য ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিক্ষেপ, প্রবাল উপনিবেশ ধ্বংস প্রভৃতি কার্যক্রম নিয়ন্ত্রণ সম্ভব হবে।
532. বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত?
চাঁদপুর
ময়মনসিংহ
ফরিদপুর
ভোলা
533. কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কী?
বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স
বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড
বাংলাদেশ ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স
বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড
ব্যাখ্যা: [Note: কূটনৈতিক ক্ষেত্রে সাহসী ও অসামান্য অবদানের জন্য ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম 'বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স'। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতি বছর এ পুরস্কার প্রদান করে। ২০২২ সালে এ পুরস্কার লাভ করেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত লায়লা হোসেন এবং ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।।
534. বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
রাজশাহী
কুমিল্লা
চট্টগ্রাম
গাজীপুর
ব্যাখ্যা: ব্যাখ্যা বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র বা Bangladesh Forest Research Institute (BFRI) চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত। এটি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। গবেষণা কেন্দ্রটি বনজসম্পদের রক্ষণাবেক্ষণ, পরিচর্যা, নতুন বনাঞ্চল সৃষ্টি সংক্রান্ত গবেষণার কাজ করে থাকে।
535. ক্ষুদ্রতম মহাদেশ:
অস্ট্রেলিয়া
আফ্রিকা
ইউরোপ
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা: [Note: বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া। এটি এশিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি দ্বীপ মহাদেশ। এ মহাদেশে ১৪টি স্বাধীন দেশ এবং অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ রয়েছে। আয়তনে ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ হলো অস্ট্রেলিয়া এবং ক্ষুদ্রতম দেশ নাউরু। 'অস্ট্রেলিয়া' শব্দের অর্থ 'এশিয়ার দক্ষিণাঞ্চল'। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকাকে বলা হয় 'বৃহদাকার চিড়িয়াখানা'। উল্লেখ্য, আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।।
536. নভেরা আহমেদের পরিচয় কী হিসেবে?
কবি
নাট্যকার
কণ্ঠশিল্পী
ভাস্কর
537. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী 'মণিপুরী' বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে?
সিলেট
হবিগঞ্জ
মৌলভীবাজার
সুনামগঞ্জ
538. বাংলাদেশের ঘষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়?
১০ জুন থেকে ১৬ জুন, ২০২২
১৫ জুন থেকে ২১ জুন, ২০২২
১৫ জুলাই থেকে ২১ জুলাই, ২০২২
২০ জুলাই থেকে ২৬ জুলাই, ২০২২
539. কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত?
ইতালি
গ্রিস
তুরস্ক
ফ্রান্স
540. WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভা
রোম
নিউইয়র্ক
ওয়াশিংটন ডিসি