MCQ
541. মহান মুক্তিযুদ্ধের সময় 'ঢাকা শহর' কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
২ (দুই) নম্বর
৪(চার) নম্বর
৩ (তিন) নম্বর
৫ (পাঁচ) নম্বর
542. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?
চতুর্থ তফসিল
ঘষ্ঠ তফসিল
পঞ্চম তফসিল
সপ্তম তফসিল
543. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
রাষ্ট্রপতি
চীপ হুইপ
স্পিকার
প্রধানমন্ত্রী
ব্যাখ্যা: ব্যাখ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঞ্চমভাগে বর্ণিত ৭২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন এবং প্রয়োজনে সংসদ স্থগিত বা ভেঙে দিতে পারেন। এছাড়া সংসদ আহ্বানকালে তিনি প্রথম বৈঠকের সময় এবং স্থানও নির্ধারণ করেন। অন্যদিকে, স্পিকার হলেন জাতীয় সংসদের সভাপতি। মাননীয় প্রধানমন্ত্রী হলেন জাতীয় সংসদের নেতা। চিফ হুইপ সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।
544. 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি' গঠিত হয়-
১৯৪৮ সালে
১৯৫২ সালে
১৯৫০ সালে
১৯৫৪ সালে
545. বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
৬ (ছয়) টি
৮ (আট) টি
৭ (সাত) টি
৯ (নয়) টি
ব্যাখ্যা: ব্যাখ্যা) সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন। বাংলাদেশে এ পর্যন্ত মোট ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল ১৯৭৩-১৯৭৮ সাল। সর্বশেষ ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ২০২১-২০২৫ সাল পর্যন্ত। উল্লেখ্য, উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক দেশ সাবেক সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)।
546. কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়?
২০১১ সালে
২০১৩ সালে
২০১২ সালে
২০১৪ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা দেশে মানি লন্ডারিং ঠেকাতে ২০১২ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রণয়ন করা হয়। উক্ত আইনে ২৭ ধরনের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত ক্যান হয়। উল্লেখ্য, ২০১২ সালে প্রণীত আরও কয়েকটিন উল্লেখযোগ্য আইন হলো- মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী (সংরক্ষণ)। আইন, হিন্দু বিবাহ নিবন্ধন আইন ইত্যাদি।
547. 'Desdemona' is a character in the following Shakespearean play:
Macbeth
Othello
Hamlet
King Lear
548. 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
অনুচ্ছেদ: ২
অনুচ্ছেদ: ৪
অনুচ্ছেদ: ৩
অনুচ্ছেদ: ৫
ব্যাখ্যা: ব্যাখ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রথমভাগের ৩নং অনুচ্ছেদে 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি বলা হয়েছে। অন্যদিকে, ২নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, ৪নং অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক এবং ৫নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাজধানী ঢাকার কথা বলা হয়েছে।
549. বাংলাদেশের সংবিধান অনুযায়ী "কোর্ট অব রেকর্ড" হিসেবে গণ্য --
লেবার কোর্ট
জজ কোর্ট
হাই কোর্ট
সুপ্রীম কোর্ট
550. Choose the correct sentence:
He discussed the matter.
He discussed about the matter.
He discussed on the matter.
None of the above.
551. 'জয় বাংলা'-কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়?
২ মার্চ, ২০২২
৩ মার্চ, ২০২২
৪ মার্চ, ২০২২
৫ মার্চ, ২০২২
552. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়?
৬ এপ্রিল, ১৯৭২
৭ এপ্রিল, ১৯৭২
৮ এপ্রিল, ১৯৭২
৯ এপ্রিল, ১৯৭২
ব্যাখ্যা: ব্যাখ্যা ১৯৭২ সালের ৮ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠিত হয়। এটি একটি সাংবিধানিক সংস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের নবম ভাগের ১৩৭নং অনুচ্ছেদে এক বা একাধিক সরকারি কর্মকমিশন গঠনের কথা বলা হয়েছে। প্রজাতন্ত্রের বেসামরিক কর্মচারী, প্রশাসনের কর্মচারী নিয়োগ, বদলি, পদোন্নতি ও অন্যান্য বিষয়াদি নির্ধারণ করা এ কমিশনের কাজ। ১৯৭২ সালে দুটি কর্ম কমিশন গঠন করা হয়। ১৯৭৭ সালে দুটি কমিশনকে একীভূত করে 'বাংলাদেশ সরকারি কর্ম কমিশন' নামে একটি কমিশনে পরিণত করা হয়।
553. বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে?
৪ (চার) টি
৬ (ছয়) টি
৫ (পাঁচ) টি
৭ (সাত) টি
ব্যাখ্যা: [Note: বন অধিদপ্তরের তথ্যানুযায়ী- সুন্দরবন বাংলাদেশের ৩টি জেলাজুড়ে (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) বিস্তৃত। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী- বাংলাদেশের ৫টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত। সেগুলো হলো- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালী।।
554. ঐতিহাসিক 'ছয়-দফা' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন-
৫ ফেব্রুয়ারি ১৯৬৬
২৩ মার্চ ১৯৬৬
২৬ মার্চ ১৯৬৬
৩১ মার্চ ১৯৬৬
555. 'Meteorology' is related to-
concrete slabs
weather forecasting
motor vehicles
motor neurone disease
556. 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক-
শেখ মুজিবুর রহমান
শামছুল হক
আতাউর রহমান খান
আবুল হাশিম
ব্যাখ্যা: ব্যাখ্যা ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। দলটির নামকরণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি দলটির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। এছাড়া সহ- সভাপতি ছিলেন আতাউর রহমান খান। শামছুল হক ছিলেন প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। উল্লেখ্য, ১৯৫৫ সালে ধর্মনিরপেক্ষতার রূপ দিতে তার দলের নাম থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয়।
557. দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?
চট্টগ্রাম
ফেনী
নরসিংদী
ময়মনসিংহ
558. Identify the correctly spelt word.
Horroscope
Pneumonia
Occassion
Embarass
559. 'e-TIN' চালু করা হয় কত সালে?
২০১৩ সালে
২০১৫ সালে
২০১৪ সালে
২০১৬ সালে
560. 'ভারত ছাড়' আন্দোলন শুরু হয়--
১৯১৭ সালে
১৯৩৭ সালে
১৯২৭ সালে
১৯৪২ সালে
ব্যাখ্যা: ব্যাখ্যা ক্রিপস মিশনের ব্যর্থতা, জাপান কর্তৃক আক্রমণের সম্ভাবনা, দ্রব্যমূল্য বৃদ্ধি, ইংরেজদের পোড়ামাটি নীতি এবং তাদের তীব্র দমননীতিসহ বেশকিছু কারণে ১৯৪২ সালের ৮ আগস্ট থেকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে 'ভারত ছাড়' আন্দোলন শুরু হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে পরিচালিত এ আন্দোলনের মূলমন্ত্র ছিল 'করব না হয় মরব'। বিভিন্ন কারণে এ আন্দোলন ব্যর্থ হলেও এটি ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল।